বিরাট কোহলি মাঠের ভিতরে রয়েছেন, অথচ তাঁর উপস্থিতি টের পাওয়া যাবে না, এমনটা আবার হয় নাকি! ব্যাট হাতে পারফর্ম্যান্সেই হোক, অথবা ফিল্ডিংয়ে নিজের অবদান রাখা, কোহলি ম্যাচের প্রতিটি মুহূর্তে নিজের ছাপ রাখার চেষ্টা করেন। এমনকি সতীর্থদের উদ্দীপ্ত করতে ও সতীর্থদের সাফল্যে আনন্দে মেতে উঠতেও বিরাটের জুড়ি নেই।
এর বাইরেও দর্শক মনোরঞ্জনে কখনও পিছিয়ে থাকেন না কোহলি। কখনও কখনও দর্শদের সঙ্গে মাঠ থেকেই ভাব বিনিময় করেন বিরাট। সমর্থকদের সরাসরি জড়িয়ে নেন ম্যাচের সঙ্গে। আবার মাঠে ফিল্ডিং করার সময় হামেশাই গানের তালে শরীর দোলাতে দেখা যায় কোহলিকে।
বুধবার কেপ টাউনেও দেখা গেল ঠিক তেমনই ছবি। মহম্মদ সিরাজ এক একটি উইকেট নিচ্ছিলেন আর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠছিলেন বিরাট। তবে সিরাজ ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে যখন লাউড স্পিকারে ‘রাম-সিয়ারাম’ গান বাজছিল, কোহলিকে মাঠে দাঁড়িয়েই বিশেষ ভঙ্গিমায় নাচতে দেখা যায়। বরং বলা ভালো যে, ব্যাটের বদলে হাতে ধনুক তুলে নিয়ে কোহলি অবতীর্ণ হন রামের ভূমিকায়।
আরও পড়ুন:- AUS vs PAK 3rd Test: ফের ৫ উইকেট কামিন্সের, পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন আমের-রিজওয়ান
আসলে গানে যখনই রামের নাম নেওয়া হচ্ছিল, ধনুক হাতে তির চালানোর ভঙ্গিমায় দেখা যাচ্ছিল কোহলিকে। পরক্ষণেই হাত জোড় করতে দেখা যায় বিরাটকে।
আরও পড়ুন:- Year Ender 2023: তিন ফর্ম্যাটেই বিশ্বসেরার মুকুট মাথায় পরে বছর শেষ করলেন রোহিতরা, দেখুন ২০২৩-এর শেষে দলগত ICC ব়্যাঙ্কিং
সিরাজ শেষমেশ প্রথম ইনিংসে ৯ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। এটি এখনও পর্যন্ত তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। এর আগে ইনিংসে পাঁচ উইকেট নিলেও সিরাজ এই প্রথম একটি টেস্ট ইনিংসে ৬টি উইকেট দখল করেন।