
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার হিসেবেই পরিচিত নন, তিনি মাঠে এবং মাঠের বাইরে তাঁর মজার স্বভাবের জন্যও জনপ্রিয়। মুম্বইয়ে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হয়েছে শুক্রবার থেকে। এদিন সেখানেই মাঠের মধ্যে বিরাটকে অন্য মেজাজে দেখা গেল। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ব্যাট হাতে ব্যর্থ হলেও দর্শকদের মনোরঞ্জনে খামতি রাখেননি কিং কোহলি। ভারতীয় টিম যখন ফিল্ডিং করছিল তখন স্ট্যান্ডে বসে থাকা দর্শকরা জনপ্রিয় একটি বলিউড সিনেমার গান গাইছিলেন। সেই সুর কোহলির কানে পৌঁছলে তিনিও কোমর দুলিয়ে নেন।
এদিন সবার নজর ছিল বিরাট কোহলির দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্টে সে ভাবে রান পাননি কোহলি। এর আগের ৪ ইনিংসে মাত্র ১টি অর্ধশতক করেছেন তিনি। তাই তৃতীয় টেস্টে তাঁর থেকে বড় রানের প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে এদিনও রান করতে ব্যর্থ হন তিনি। মাত্র ৬ বলে ৪ রান করে অপ্রত্যাশিত ভাবে রান আউট হন কোহলি। তবে মাঠে মজা করতে ছাড়েননি কোহলি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওয়াংখেড়ের গ্যালারিতে ২ তরুণ সমর্থক অনিল কাপুর অভিনীত ‘রাম লক্ষণ’ সিনেমার ‘মাই নেম ইজ লক্ষণ’ গানটি গাইছিলেন। সেই গানের সুর গিয়ে পৌঁছয় কোহলির কানে। তখন দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি। এরপর দু’টি বলের মাঝের সময় গানের তালে নাচতে শুরু করেন কোহলি। এই তারকা ক্রিকেটারকে এরকম বিন্দাস মুডে দেখে মজা পান দর্শকরা। চিৎকার শুরু করেন তাঁরাও।
উল্লেখ্য, ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িরা। তবে বল হাতে জাদেজা এবং সুন্দরের দাপটে মাত্র ২৩৫ রানে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে ২২ ওভার বল করে ৬৫ রান দিয়ে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং ১৮.৪ ওভার বল করে ৮১ রান দিয়ে ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ব্যাট করতে নেমে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই ভারত। দিনের শেষে তাদের স্কোর ৪ উইকেট হারিয়ে ৮৬ রান। অপরাজিত রয়েছেন শুভমন গিল (৩১*) এবং ঋষভ পন্ত (১*)। এর আগে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৮ উইকেটে এবং পুণেতে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে পরাজিত হয়েছিল রোহিতরা। এই মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে মেন ইন ব্লুরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports