প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি দীর্ঘদিন ধরেই অসুস্থ। হাসপাতালে যাতায়াত লেগেই রয়েছে। প্রচুর মদ্যপানের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন অনেক সময়। বহুবার গেছেন রিহ্যাবেও। এবার তাঁর স্ত্রী অ্যান্দ্রিয়া হেউইট জানালেন, একটা সময় তিনি বিনোদ কাম্বলির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাও রুজু করেছিলেন। কিন্তু পরে তাঁর শারীরিক অসুস্থতা এবং অসহায়তার কথা ভেবে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেন।
ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কাম্বলির স্ত্রী-
মদ্যপান ছাড়ার জন্য এবং সুস্থ জীবনে ফিরতে ভারতীয় দলের প্রাক্তন এই বাঁহাতি ওপেনার প্রায় ১৪বার রিহ্যাবে গেছেন। গত বছরের শেষেই ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। যদিও আপাতত তিনি সুস্থ রয়েছেন। তবে মদ্যপান করা মানেই ফের অসুস্থ হয়ে পড়া। সম্প্রতি তাঁর স্ত্রী এক পডকাস্টে এসেছিলেন। স্ত্রী আন্দ্রিয়াকে তিনি ২০০৬ সালে বিয়ে করেছিলেন। এক বিজ্ঞাপনে দেখে তাঁকে পছন্দ হয়ে যায় বিনোদ কাম্বলির।
নোয়েলা লুইসের সঙ্গে সম্পর্ক টেকেনি কাম্বলির-
এর আগে কাম্বলির আরও একটি বিয়ে ছিল, কিন্তু নোয়েলা লুইসের সঙ্গে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপরই বাঁহাতি এই ব্যাটার প্রেমে পড়েন আন্দ্রিয়ার। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০তম বর্ষবার্ষিকিতে বিনোদ কাম্বলিকে অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন স্ত্রী। এর কদিন পর কাম্বলির ৫৩তম জন্মদিনও পালন করেন সকলে মিলে। কয়েক বছর আগে কাম্বলি -আন্দ্রিয়ার সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে চলে আসে, যখন মদ্যপান করে স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করেন কাম্বলি।
ছেড়ে দেব ভেবেও ছাড়তে পারিনি-
এবার নিজের ব্যক্তিগত জীবনের কথাই তুলে ধরলেন কাম্বলির স্ত্রী। আন্দ্রিয়া বলছেন, ‘একটা সময় আমি ভেবেছিলাম আলাদা হয়ে যাব। কিন্তু এরপর আমি বুঝতে পারি যে আমায় ছাড়া ও অসহায় হয়ে পড়বে। ও বাচ্চাদের মতো, আর সেটা আমায় কষ্ট দিচ্ছিল আর চিন্তায় ফেলে দিয়েছিল। অনেক সময়ই হয়েছিল যখন মনে হয়েছে ছেড়ে চলে যাই। কিন্তু আমি খারাপ সময় তো বন্ধুকেও ছাড়তে পারব না, সেখানে ও তো আমার কাছে তার থেকেও অনেক বেশি। দূরে গেলেই মনে হত ও খেয়েছে কিনা, ঠিকঠাক ঘুমিয়েছে কিনা। বুঝতে পারতাম ওর আমাকে দরকার ’।