আন্তর্জাতিক কুস্তিগির তথা জুলানা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগট সরকারকে নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন। তাঁকে সরকারি চাকরি, প্লট অথবা নগদ ৪ কোটি টাকা পুরস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। ২০২৪ প্যারিস অলিম্পিকে তিনি ফাইনালে উঠেছিলেন। তবে ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় ফাইনাল ম্যাচ খেলার আগেই তাঁকে বাতিল ঘোষণা করা হয়। যদিও তাঁর পারফরমেন্সের জন্যই তাঁকে আর্থিক পুরস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, হরিয়ানা সরকারের কাছ থেকে ৪ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করেছেন ফোগট। ইতিমধ্যেই এই বিষয়ে ফোগটের সম্মতির চিঠি পেয়েছে সেরাজ্যের ক্রীড়া দফতর। তাঁদের টাকা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। গতবছর প্যারিস অলিম্পিক্সে বিতর্কিত ঘটনার পর হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি ফোগাটকে রুপোজয়ীর মতোই সম্মানিত করার কথা ঘোষণা করেছিলেন।
৮ মাস পরেও পুরস্কার না পাওয়ায় ক্ষোভ
৮ মাস পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রী সাইনির ঘোষণার পরেও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু না হওয়া নিয়ে কিছুদিন আগেই প্রশ্ন তুলেছিলেন ফোগট। বিধানসভার বাজেট অধিবেশনে তিনি জানিয়েছিলেন, সরকার তাঁকে রুপোর পদকের সমতুল্য সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে। আট মাস পেরিয়ে গেলেও কিছুই পাননি তিনি, অর্থাৎ নিশানা করেছিলেন সরকারকেই।
ফোগট মুখ্যমন্ত্রীকে নিশানা করেন
ফোগট বলেছিলেন, ‘আমি যখন প্যারিসে গিয়েছিলাম, তখন ফাইনালে উঠেছিলাম। তারপর যা হয়েছে তা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে তাই আমি সেটা মেনে নিয়েছি। সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভিনেশ আমাদের মেয়ে এবং তাকে রৌপ্য পদকজয়ীর মতোই সম্মান দেওয়া হবে। আপনিও আজ সংসদে বসে আছেন, আমিও বসে আছি। মানুষের জানা উচিত সত্যিটা কী। আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনার সমস্ত বিধায়করা বলছেন যে আপনার কথার দাম আছে। কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তোমার প্রতিশ্রুতি অসম্পূর্ণ রয়েছে।’
সাইনি বৈঠক ডেকে দ্রুত নিষ্পত্তি করেন
এর পরে, মুখ্যমন্ত্রী সাইনি মন্ত্রিসভার বৈঠকের পরে ভিনেশকে সরকারি চাকরি বা হরিয়ানা নগর উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্লট বা রাজ্যের ২০১৯ সালের নগদ পুরষ্কার নীতি বা আইন অনুসারে ৪ কোটি টাকা নগদ পুরষ্কারের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেখানেই তিনি বেছে নেন আর্থিক প্রস্তাবটি।
১০০ গ্রাম ওজন বেশি থাকায় পদক মিস
অতিরিক্ত ওজনের কারণে প্যারিস অলিম্পিকের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছানোর পরেও তাঁকে বাতিল করে দেওয়া হয়। ২০২৪ সালের ৭ আগস্ট ম্যাচের ঠিক আগে তার ওজন ছিল ৫০ কেজি থেকে ১০০ গ্রাম বেশি। এই কারণে, তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল এবং তিনি একটি পদক হাতছাড়া করেছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট ফোগট কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তিনি কংগ্রেসে যোগ দেন এবং জুলানা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬,০০০ এরও বেশি ভোটে জয়ী হন।