সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫-এর পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (০৩ জানুয়ারি) শুরু হওয়া ম্যাচের প্রথম দিনই ছিল বেশ নাটকীয়। প্রথম দিনের শেষ বলে পরিবেশ। শেষ বলের আগে অধিনায়ক জসপ্রীত বুমরাহ ও অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই বিতর্কের পরেই শক্তিশালী কামব্যাক করে টিম ইন্ডিয়া। চলুন জেনে নেওয়া যাক দিনের শেষ বলের পুরো কাহিনি।
দিনের শেষ বলে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার উসমান খোয়াজাকে আউট করেন ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এই উইকেটের পর ভারতীয় দল যে ধরনের উদযাপন করেছে তা সত্যিই দেখার মতো ছিল। খোয়াজার উইকেটের পর যে উদযাপন হয়েছিল তার পিছনে বড় কারণ ছিল।
আরও পড়ুন… টসের সময়ে রোহিতের অনুপস্থিতি নিয়ে কেন বুমরাহকে কোনও প্রশ্ন করলেন না রবি শাস্ত্রী?
ঘটনাটি কী ঘটেছিল-
আসলে কী হয়েছিল, ম্যাচের প্রথম দিন শেষ হওয়ার ঠিক আগেই অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়ান দলের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব নেন উসমান খোয়াজা ও স্যাম কনস্টাস। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে স্যাম কনস্ট্যান্স ও জসপ্রীত বুমরাহের মধ্যে কিছুটা তর্ক হয়।
তৃতীয় ওভারের চতুর্থ বলে বুমরাহ ও কনস্ট্যান্সের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় নন-স্ট্রাইক এন্ডে উপস্থিত ছিলেন স্যাম কনস্টাস। এরপর বুমরাহ ওভারের পঞ্চম বলটি খোয়াজাকে করেন, যাতে কোনও রান হয়নি। এরপর ওভার ও দিনের শেষ বলে বুমরাহ খোয়াজাকে স্লিপে আউট করে প্যাভিলিয়নে ফেরান। এক উইকেটের পরে, বুমরাহ সহ টিম ইন্ডিয়ার প্রায় সমস্ত খেলোয়াড় উদযাপন করতে স্যাম কনস্টাসের দিকে এসেছিলেন, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… কার দোষে এত বড় ভুল হল! কেন বোর্ডের উপনির্বাচনে লড়তে পারবে না সিএবি?
এই ঘটনা নিয়ে দুই শিবির কী বলছে?
এই বিষয়ে এবার দুই শিবির মুখ খুলেছে। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার বলেন, ‘এটা বেশ মজার একটা ঘটনা। তবে এই সময়ে আমি সাজঘরে হেডির সঙ্গে বসেছিলাম। সাজঘরের টেলিভিশনে এই পুরো ঘটনাটি আমি দেখছিলাম।’ এরপরে তিনি বলেন, ‘আশা করছি আগামী দিনটা ভালো হবে।’ এই বিষয়ে ঋষভ পন্ত বলেন, ‘সে কিছুটা সময় নষ্ট করতে চাইছিল, তাই এমনটা করছিল। এই কারণেই তাঁর সঙ্গে জসপ্রীত বুমরাহ তাঁর সঙ্গে কথা বলেছিলেন। সেও কিছু বলছিলেন। তবে সেটা আমি শুনতে পাইনি। তবে আমি মনে করি এটাই কারণ হতে পারে। সে এটা করছিল সময়টা নষ্ট করার জন্য। যাতে আমরা আর একটা ওভার না করতে পারি।’
আরও পড়ুন… এটা বেদনাদায়ক, তবে দলের স্বার্থে… চোট পাওয়ার পরেও মাঠ না ছাড়ার কারণ জানালেন পন্ত
প্রথম দিনের পর ম্যাচের পরিস্থিতি
প্রথম দিনে ভারত প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া তখন ব্যাট করতে নামে এবং দিন শেষে বোর্ডে ৯/১ রান তুলেছিল। এখন অস্ট্রেলিয়া দল পিছিয়ে রয়েছে ১৭৬ রানে।