গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পরে আরও একটি সেঞ্চুরি করলেন পৃথ্বী শ। নর্থহ্যাম্পটনশায়ারকে রবিবার ওয়ান-ডে কাপে ডারহামের বিরুদ্ধে ছয় উইকেটে জয়ের পথ দেখালেন ভারতের এই ওপেনার। পৃথ্বী শ মাত্র ৭৬ বলে অপরাজিত ১২৫ রান করলেন। এদিন তিনি ১৫টি চার এবং সাতটি ছক্কা মেরেছিলেন। নর্দাম্পটনশায়ার সহজেই ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে নেয়। পেসার লুক প্রক্টর নয় ওভারে ৩৪ রানে চার উইকেটের ফলে ডারহামকে ৪৩.২ ওভারে মাত্র ১৯৮ রানে অলআউট করে দেয় নর্দাম্পটনশায়ার। নর্থহ্যাম্পটনশায়ার মাত্র ২৫.২ ওভারে এই লক্ষ্য অর্জন করে। এদিন দলের ওপেনার শ'র একটি ঝলমলে সেঞ্চুরি। শ-এর সঙ্গে খেলে ৪০ বলে ৪২ রান করেন রব কিওগ। তবে এদিন পৃথ্বী শয়ের ব্যাটিং দেখে কি ভারতীয় দলের নির্বাচকরা নতুন করে কিছু ভাববেন। আসন্ন ODI WC 2023 কের দলে কি এবার পৃথ্বী শ নিজের জায়গা করতে পারবেন।
৯ অগস্ট মুম্বইয়ের ব্যাটসম্যান শ ১৫৩ বলে ২৪৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। যেখানে তিনি ২৮টি চার এবং ১১টি ছক্কা মেরেছিলেন। এই ম্যাচে নর্দাম্পটনশায়ার সমরসেটকে ৮৭ রানে হারিয়েছিল। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে T20I ম্যাচে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন পৃথ্বী শ। ভারতীয় দলে ফেরার চেষ্টা করছেন তিনি। গত মাসে দলীপ ট্রফিতে ওয়েস্ট জোনের হয়ে খেলে সকলকে মুগ্ধ করতে পারেননি তিনি। তবে সব যেন সুদে আসলে তুলে নিচ্ছেন ইংল্যান্ডের মাটিতে।
এদিন পৃথ্বী শ-এর একটি ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োতে তিনি এক ওভারে ২৪ রান নিচ্ছিলেন। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পৃথ্বী। এরপরে পরপর তিন বলে তিনটে চার মারেন তিনি। এরপরে ওভারে আরও একটি ছক্কা হাঁকান তিনি। এভাবে এক ওভারে ২৪ রান নেন পৃথ্বী শ। ভারতীয় তারকার এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। রবিবার চেস্টার-লে-স্ট্রীটে ডারহামের বিরুদ্ধে ওয়ান-ডে কাপ ২০২৩ ম্যাচে মাত্র ২৬ ওভারেই নিজের দলকে জিতিয়ে দেন ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ। আরেকটি সেঞ্চুরি করেন তিনি।
পৃথ্বী শ নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ওপেনার হিসেবে খেলে এদিন ৬৮ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল তারা। শেষ পর্যন্ত একটি চার ও দুই ছক্কায় ছয় উইকেটে দলের হয়ে ম্যাচ জেতান তিনি। পৃথ্বী শ ৭৬ বলে অপরাজিত ১২৫ রান করেন যার মধ্যে ১৫টি চার ও সাতটি ছক্কা ছিল। তিনি লেগ-স্পিনার স্কট বোর্থউইকের পরপর ২১ তম ওভারে দুটি ছক্কা এবং তিনটি চারের সাহায্যে ২৪ রান মারেন, যা ম্যাচের সিদ্ধান্ত নিশ্চিত করে দেয়। ২৩ বছর বয়সি ভরতের ডান-হাতি ব্যাটসম্যান বর্তমানে ওয়ান-ডে কাপ ২০২৩-এ চার ম্যাচে ১৪৩ এর চিত্তাকর্ষক গড়ে ৪২৯ রান সহ শীর্ষস্থানীয় রান সংগ্রাহক। তার পরেই আছেন আর এক ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। তিনি ৫ ইনিংসে ৩২৯ রান করেছেন। এবার প্রশ্ন উঠছে এবার কি ODI WC