
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। তবে ব্যক্তিগত পারফর্ম্যান্সে রিঙ্কুকে কয়েক মাইল পিছনে ফেলে দিয়েছেন মীরাট মাভেরিকসে তাঁর সতীর্থ স্বস্তিক চিকারা। রিঙ্কু ঝোড়ো ব্যাটিং করলেও চার ম্যাচে এখনও পর্যন্ত একবারও হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি। স্বস্তিক সেখানে টানা তিন ম্যাচে শতরান করলেন।
মঙ্গলবার ইউপি টি-২০ লিগের ১২তম ম্যাচে সম্মুখসমরে নামে নয়ডা সুপার কিংস ও মীরাট মাভেরিকস। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামেন দুই কেকেআর তারকা নীতীশ রানা ও রিঙ্কু সিং। নীতীশ নয়ডাকে নেতৃত্ব দিতে নামেন। মীরাটের বিশ্বস্ত যোদ্ধা রিঙ্কু।
শেষমেশ কেকেআর ক্যাপ্টেনের নয়ডাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে রিঙ্কুদের মীরাট। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জয় তুলে নেওয়া নীতীশরা প্রথমবার হারের মুখ দেখেন এই ম্যাচে।
শুরুতে ব্যাট করে নয়ডা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। খাতা খুলতে পারেননি রানা। আলমাস শৌকত ৪১, সামর্থ সিং ৩৬, প্রশান্ত বীর ২৪, অর্জুন ভরদ্বাজ ১৮, ভুবনেশ্বর কুমার ১৪ ও সৌরভ কুমার ১৪ রান করেন। ভুবনেশ্বর ৪ বলের ইনিংসে ২টি ছক্কা হাঁকান। মীরাটের যশ গর্গ ৩টি ও যোগেন্দ্র দয়াল ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মীরাট মাত্র ১৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৪ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বস্তিক চিকারা। এর আগের ২টি ম্যাচে গোরখপুর ও কানপুরের বিরুদ্ধে যথাক্রমে ১০১ ও অপরাজিত ১০০ রান করেন স্বস্তিক। কোনও টি-২০ লিগে টানা ৩ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড নিঃসন্দেহে বিরল।
রিঙ্কু সিংকে বিশেষ চাপ নিতে হয়নি। তিনি ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৫ রান করে আউট হন শোয়েব সিদ্দিকি।
এমন মারকাটারি ম্যাচেও ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বল করেন। তিনি ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। নীতীশ রানা ২ ওভারে ২৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports