শুভব্রত মুখার্জি: ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই টেস্ট সিরিজের শুরুটা খুব ভালোভাবে করেছিল ইংল্যান্ড দল। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে জিতে সিরিজে লিডও নিয়েছিল তারা। এরপরেই ১০৬ রানে বিশাখাপত্তনম টেস্ট জিতে সিরিজ ১-১ ফলে ড্র করে তারা। রাজকোটে তৃতীয় টেস্টে প্রথম তিনদিন লড়াইটা চলছিল প্রায় সমানে সমানে। চতুর্থ দিনে এসেই টেস্টের রঙ বদলে যায়। বদলে দেয় যশস্বী জসওয়ালের অনবদ্য আক্রমণাত্মক ব্যাটিং। শুভমন গিল, সরফরাজ খানের অর্ধশতরান এবং রবীন্দ্র জাদেজার পাঁচ উইকেট। ফলে ম্যাচে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছে ইংল্যান্ড দলকে। ফলে সিরিজে ২-১ 'এ লিড নিয়েছে ভারতীয় দল। ম্যাচে এতবড় ব্যবধানে পর্যুদস্ত হয়ে স্বাভাবিকভাবেই হতাশ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর স্পষ্ট বক্তব্য এই ম্যাচকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। সুযোগ রয়েছে বাকি দুটো টেস্ট জিতে সিরিজ জয়ের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে বেন স্টোকস বলেন, ‘বেন ডাকেট অনবদ্য একটা ইনিংস (ইংল্যান্ডের প্রথম ইনিংসে) খেলেছে। অবিশ্বাস্য এক ইনিংস। এই টোনটাই আমরা গোটা ইনিংস ধরে তৈরি করতে চেয়েছিলাম। সেই সুযোগটা আমরা খুঁজছিলাম। সেই সুযোগ খুঁজে পেয়ে সেইগুলোকে কাজে লাগাতেই আমরা মুখিয়ে ছিলাম। যাতে করে ভারতের প্রথম ইনিংসের রানের যতটা কাছে যাওয়া যায় তার চেষ্টা করেছি। গতকাল আমরা বল করতে চেয়েছিলাম। তবে আমরা যখন চেয়েছিলাম তার আগেই আমাদেরকে বল করতে নামতে হয়েছিল। অনেক সময়েই এমন হয় যে আমরা এক ধরনের গেমপ্ল্যান নিয়ে এগিয়ে যাই কিন্তু বাস্তবে হয় অন্যরকম। অনেক সময়ে গেম প্ল্যান কাজ করে না। আর এই ম্যাচেও সেই ঘটনাই ঘটল আমাদের সঙ্গে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘প্রত্যেকের একটা আলাদা আলাদা ভাবনা, চিন্তা- ধ্যান ধারণা থাকে। একটা জিনিসের বিষয়ে মতামত আলাদা হতেই পারে।তবে সাজঘরে আমাদের যারা আছেন তাদের ভাবনা চিন্তাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্ব পায়। আমরা সিরিজে ১-২ ফলে পিছিয়ে পড়েছি।আমাদের কাছে দারুন একটা সুযোগ রয়েছে ম্যাচে ফিরে আসার। দুর্দান্ত সুযোগ রয়েছে আমাদের এই সিরিজ জয়ের। আমরা এই ম্যাচটা একেবারে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই। আমরা জানি আমাদের সামনে এখনও দুটি ম্যাচ রয়েছে। আর এই দুটি ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে চাই। আর আমরা সেটা করতেই মুখিয়ে রয়েছি।’ প্রসঙ্গত চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া জয়ের জন্য ৫৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন মার্ক উড। এছাড়া ব্যাট হাতে আর কোন ব্যাটার রান পাননি। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা নিয়েছেন একটি উইকেট।