শুভব্রত মুখার্জি: ১ জুন থেকে থেকে শুরু হতে চলেছে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই বিশ্বকাপকে মাথায় রেখেই মঙ্গলবার ঘোষণা করা হয়েছে ভারতীয় দল। আর এর মধ্যেই জানা গিয়েছে, আগামী ২১মে আমেরিকা যুক্তরাষ্ট্রে রওনা দেবে ভারতীয় দলের প্রথম ভাগ। আসলে দু'টি ভাগে আমেরিকা যাবে ভারতীয় দল। আইপিএলের গ্রুপ পর্যায় শেষ হলেই প্রথম পর্বে ভারতীয় দল রওনা দেবে ২১ মে। এর পর আইপিএলের প্লে অফ পর্যায় হয়ে গেলে দ্বিতীয় পর্বে ফের ভারতীয় দলের ক্রিকেটাররা রওনা দেবেন বিশ্বকাপ খেলতে।
আরও পড়ুন: নেতৃত্ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দিলেন বাবর, সূর্য ধরে রাখলেন এক নম্বর জায়গা
ক্রিকবাজের তরফে দেওয়া এক রিপোর্টে জানানো হয়েছে, যে সব ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করবে না, তাঁরা প্রথম পর্যায়ে ২১ মে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথম ভাগেই রাহুল দ্রাবিড় এবং সমস্ত কোচিং স্টাফ চলে যাবেন আমেরিকাতে। এর পর আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে। এই ফাইনাল হয়ে যাওয়ার পর বাকি ভারতীয় ক্রিকেটাররা উড়ে যাবেন টি-২০ বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শুরু হবে ১ জুন থেকে। ২৯ জুন পর্যন্ত চলবে এই বিশ্বকাপ।
ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এর পর রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। ৯ জুন এই ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। ১২ জুন ভারত খেলবে আয়োজক আমেরিকার বিরুদ্ধে। ভারতের প্রাথমিক পরিকল্পনা রয়েছে নিউ ইয়র্কে ক্যাম্প আয়োজন করার। এর পর নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামেই তারা অনুশীলন করতে পারেন। অনুশীলনের জন্য ছ'টি ড্রপ ইন পিচের আয়োজন করা হয়েছে আইসিসির তরফে। অন্যদিকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাদের ক্রিকেটাররা, যারা আইপিএল খেলছেন, তারা যেন ২২ মে-র আগে ইংল্যান্ডে পৌঁছে যান। ইংল্যান্ড বিশ্বকাপের আগে একটি চার ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে আইপিএলের প্লে অফ শুরু হবে ২১মে থেকেই। ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি প্লে অফে হয়তো ইংলিশ ক্রিকেটারদের পাবেন না।