ইংল্যান্ডের মাটিতে ফার্স্ট ক্লাস ম্যাচের ওপেনিং জুটিতে ৮০ রান তোলা যে কোনও দলের কাছে স্বস্তির বিষয়। ঠিক তেমনই বিষয়টি প্রতিপক্ষের কাছে দুশ্চিন্তার সন্দেহ নেই। তবে ক্রিকেট এমনই অনিশ্চয়তার খেলা যে, এমন সুবিধাজনক পরিস্থিতি থেকে কোণঠাসা হয়ে পড়তে সাসেক্সের বিশেষ সময় লাগেনি।
হোভে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ওরস্টারশায়ারের মুখোমুখি হয় সাসেক্স। টস হেরে তারা শুরুতে ব্যাট করতে নামে। ড্যানিয়েল হিউজ ও টম হেইনসের ওপেনিং জুটিতে ৮০ রান তুলে ফেলে সাসেক্স। তবে প্রথম ইনিংস বিনা উইকেটে ৮০ থেকে হঠাৎ করেই ৮১ রানে ৫ উইকেটে দাঁড়িয়ে যায় তারা। অর্থাৎ, মাত্র ১ রান যোগ করতেই টপ অর্ডারের ৫টি উইকেট হারিয়ে বসে সাসেক্স।
কীভাবে ১ রানে ৫ উইকেট পড়ে সাসেক্সের
ইনিংসের ২২.১ ওভারে টম টেলরের বলে সেকেন্ড স্লিপে হেনরি নিকোলসের হাতে ধরা পড়েন সাসেক্সের ওপেনার ড্যানিয়েল হিউজ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাসেক্স দলগত ৮০ রানে ১ উইকেট হারায়।
২২.৪ ওভারে টেলরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিন নম্বরে ব্যাট করতে নামা টম ক্লার্ক। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। সাসেক্স দলগত ৮০ রানে ২ উইকেট হারায়।
২৪.৬ ওভারে টেলরের বলে উইকেটকিপার রডেরিকের দস্তানায় ধরা পড়েন সাসেক্সের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা টম আলসপ। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। সাসেক্স দলগত ৮০ রানের মাথায় ৩ উইকেট হারায়।
২৭.৬ ওভারে বেন অ্যালিসনের বলে ইথান ব্রুকসের হাতে ধরা পড়েন সাসেক্সের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা জেমস কোলস। ৭ বল খেলে ১ রান করেন তিনি। সাসেক্স দলগত ৮১ রানে ৪ উইকেট হারায়।
২৮.৪ ওভারে টেলরের বলে পরিবর্ত ফিল্ডারের হাতে ধরা পড়েন সাসেক্সের অপর ওপেনার টম হেইনস। ১২টি বাউন্ডারির সাহায্যে ৮৯ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাসেক্স দলগত ৮১ রানের মাথায় ৫ উইকেট হারায়।
যদিও আট নম্বরে ব্যাট করতে নামা জ্যাক কার্সনের শতরানের সুবাদে সাসেক্স শেষমেশ প্রথম ইনিংসে ২৮৪ রানে অল-আউট হয়। ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩৮ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন কার্সন। টম টেলর ওরস্টারশায়ারের হয়ে ৫৬ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন।