শুভব্রত মুখার্জি:- তিনি যে শাস্তির কবলে পড়তে চলেছেন তা আগেই বোঝা গিয়েছিল। বাস্তবে হলও তাই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়লেন শ্রীলঙ্কার টি-২০ ফর্ম্যাটের নয়া অধিনায়ক তথা অলরাউন্ডার ওয়ানিনন্দু হাসারাঙ্গা। অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্ক এবং তারপরে তাঁর সমালোচনা করার জন্য শাস্তি পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কা-আফগানিস্তান টি-২০ সিরিজে। এই সিরিজের তৃতীয় ম্যাচে একটি নো-বল না দেওয়ায় ক্ষেপে লাল হয়ে যান হাসারাঙ্গা। তিনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান। ওয়ানিন্দু হাসারাঙ্গা ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে আম্পায়ারকে ‘অন্য কাজ’ও খুঁজে নেওয়ার পরামর্শ দেন। আর এই ঘটনার জেরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হল হাসারাঙ্গাকে।
এই শাস্তির ফলে আগামী মাসে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের প্রথম দুটি টি-২০'তে খেলতে পারবেন না হাসারাঙ্গা। ফলে অধিনায়ককে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাকে। যদিও বাংলাদেশ সফরের দল শ্রীলঙ্কা এখনও ঘোষণা করেনি। হাসারাঙ্গার গত ২৪ মাসে ডিমেরিট পয়েন্ট ৫ হয়ে গিয়েছে। ফলে কড়া শাস্তি পেতে হল তাঁকে। আম্পায়ারের সমালোচনার কারণে ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হাসারাঙ্গা। পাশাপাশি তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও দিতে হবে।
রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
প্রসঙ্গত, হাসারাঙ্গা আইসিসির শৃঙ্খলাবিধির ২.১৩ ধারা লঙ্ঘন করেছেন। যে ধারায় লেখা রয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে কোন ক্রিকেটার, ক্রিকেটারদের সহযোগী কোন ব্যক্তি, আম্পায়ার ও ম্যাচ রেফারিকে ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটলে তাঁকে শাস্তির কবলে পড়তে হবে।'
আরও পড়ুন:- NZ vs AUS 3rd T20I: ১০ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে ম্যাক্সওয়েলদের তাণ্ডব, কিউয়িদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
একজন ক্রিকেটার ৫টি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসেবে গন্য হয়। আর এর অর্থ হল তিনি একটি টেস্ট বা দুটি ওয়ান ডে অথবা দুটি টি-২০'তে নিষিদ্ধ হতে পারেন। এই তিন সংস্করণের মধ্যে তাঁর দেশ যে ফর্ম্যাটে সবার আগে খেলবে, পরবর্তীতে সেখানেই প্রযোজ্য হবে নিষেধাজ্ঞা। আর এই কারণেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটিতে খেলতে পারবেন না হাসারাঙ্গা। তিনি এই শাস্তির বিরুদ্ধে কোনও আপিল না করায় আলাদা করে আর কোন শুনানির প্রয়োজন পড়েনি।