আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই শুরু হয়ে যেতে পারে পি সেন ট্রফি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবারে পি সেন ট্রফি বেশ জমকালোভাবেই করতে চাইছে, সেই জন্য অংশগ্রহণকারী দলগুলোও ভালো দল গড়তে তৈরি। আসলে কয়েক মাস আগেই সিএবি টি২০ লিগ আয়োজিত হয়েছিল। মোটের ওপর ভালোই হয়েছে সেই প্রতিযোগিতা, ভিনরাজ্যের ক্রিকেটাররা তেমন অংশ নেয়নি। তবে লিগ জমজমাটই ছিল। পি সেন ট্রফিতে অবশ্য জৌলুশ এবাড়ে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটাররাও এবারে ইডেন গার্ডেন্সে এই ঘরোয়া প্রতিযোগিতায় নামতে পারে বাংলার বেশ কয়েকটি দলের হয়ে, সম্ভাবনা তেমনটাই।
আরও পড়ুন-শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ মিথ্যা এবং অপ্রত্যাশিত! পাশে দাঁড়িয়ে বললেন শান্ত,মুশফিকুর…
আসলে দলীপ ট্রফির শেষ ম্যাচ শুরু সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ। ফলে এই মাসের চতুর্থ সপ্তাহ থেকে রণজি ট্রফি শুরুর আগে পর্যন্ত ক্রিকেটারদের হাতে কিছুটা ফাঁকা সময় থাকতে। বর্তমানে ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজেদের ফিট রাখেন। ঘরোয়া ক্রিকেটেও বিসিসিআইয়ের খেলার নির্দেশ রয়েছে ক্রিকেটারদের ওপর। তাই ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার সরফরাজ খান এবং উমরান মালিককে এবারে দেখা যেতে পারে সিএবির এই লিগে, জোর জল্পনা সেই নিয়ে।
আরও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার জল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন অবসর…
রণজি ট্রফির আগে যে উইন্ডো রয়েছে সেখানে খেলতেই কলকাতায় আসতে পারেন ভারতীয় টেস্ট দলের সদস্য সরফরাজ খান এবং টি২০ এবং ওডিআইতে খেলা ক্রিকেটার উমরান মালিক। বর্তমানে ডেঙ্গি কাটিয়ে উঠছেন উমরান মালিক, সেই কারণে দলীপ ট্রফিতে খেলেননি তিনি। এই দুই ক্রিকেটারকেই দেখা যেতে পারে মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে পি সেন ট্রফিতে খেলতে।
ইতিমধ্যেই তাঁদের কাছে প্রস্তাব গেছে বলে সূত্রের খবর, যদিও এখনও বিষয়টিতে শিলমোহর পড়েনি। কারণ ক্রিকেটের পাশাপাশি ওই সময় প্রথমবার ভারতীয় ফুটবলের সেরা লিগ আইএসএলে খেলার কথা মহমেডান স্পোর্টিংয়ের। কদিন আগে বাঙ্কারহিলের সঙ্গে সমস্যা তৈরি হওয়ায় অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে ক্লাবের অন্দরে। অর্থনৈতিক সমস্যাগুলোকে ক্লাব মিটিয়ে নিতে পারলেই তবে সরফরাজ খান, উমরান মালিকদের দেখা যেতে পারে সিএবির পি সেন ট্রফিতে।
প্রসঙ্গত সরফরাজ খান বা উমরান মালিক যদি খেলতে আসেন, তাহলে তাঁরা এই প্রতিযোগিতায় খেলা প্রথম কোনও তারকা নন। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিরাও অতীতে খেলে গেছেন। প্রায় ৬ বছর বন্ধ থাকার পর গতবছর থেকেই ফের চালু করা হয় এই প্রতিযোগিতা।