প্রথম ২টি টি-২০ ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়ে বসে ভারত। তবে সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচ জিতে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করতে রাজি ছিল না ভারতের মহিলা ক্রিকেট দল। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দিয়ে ভারত শেষমেশ তৃতীয় টি-২০ ম্যাচে পরাজিত করে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলকে।
ওয়াংখেড়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। যদিও নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে তারা। একসময় ৭৬ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। তাদের ১০০ রানের গণ্ডি টপকানো নিয়েও সংশয় দেখা দেয়। তবে ক্যাপ্টেন হেথার নাইটের চোয়ালচাপা লড়াইয়ে ভর করে ভদ্রস্ত ইনিংস গড়ে তোলে ইংল্যান্ড।
নাইট ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪২ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। অ্যামি জোনস ৩টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৬ রান করে নট-আউট থাকেন চার্লি ডিন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১১ রান করেন সোফিয়া ডাঙ্কলি।
বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। অ্যালিস ক্যাপসি ৭ ও সোফি একলেস্টোন ২ রান করেন। খাতা খুলতে পারেননি মাইয়া, ড্যানিয়েল গিবসন, ফ্রেয়া কেম্প ও মাহিকা গৌর।
আরও পড়ুন:- IND vs PAK U19 Asia Cup: দাপুটে শতরান আজানের, যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার ভারতের
ভারতের হয়ে বাংলার সাইকা ইশাক ৪ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। ৩ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নেন আমনজ্যোৎ কৌর। ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নেন রেনুকা সিং ঠাকুর। উইকেট পাননি তিতাস সাধু ও দীপ্তি শর্মা।
পালটা ব্যাট করতে নেমে ভারত ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৭ রান সংগ্রহ করে নেয়। ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। সেই সুবাদে ৩ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করেন হরমনপ্রীতরা।
আরও পড়ুন:- AUS vs PAK: সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা পাকিস্তান শিবিরে, প্রথম টেস্টে নেই তারকা স্পিনার
শেফালি বর্মা ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে আউট হন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন স্মৃতি মন্ধনা। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ২৯ রান করেন জেমিমা রডরিগেজ। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করে মাঠ ছাড়েন দীপ্তি শর্মা। রিচা ঘোষ ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরেন।
হরমনপ্রীত কৌর ৮ বলে ৬ রান করে নট-আউট থাকেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ১০ রান করে নট-আউট থাকেন আমনজ্যোৎ কৌর। ফ্রেয়া কেম্প ও সোফি একলেস্টোন ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন চার্লি ডিন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শ্রেয়াঙ্কা। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ন্যাট সিভার ব্রান্ট।