বৃহস্পতিবার থেকেই শোনা যাচ্ছিল রোহিত সিডনি টেস্টে খেলবেন না, শুক্রবার সেটাতেই সিলমোহর পড়ল। এদিন বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। এর আগে সিরিজের প্রথম টেস্টেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ২৯৫ রানে জয় লাভ করেছিল ভারত। পারিবারিক কারণে টেস্ট ম্যাচটি খেলেননি রোহিত শর্মা। অ্যাডিলেড থেকে অধিনায়কত্ব করা শুরু করেন তিনি। তাঁর নেতৃত্বে শেষ ৬টি টেস্টের মধ্যে ৫টিতেই পরাজিত হয়েছে ভারত। একমাত্র ব্রিসবেন টেস্ট ম্যাচটি ড্র হয়ে যায়।
শুধুমাত্র অধিনায়কত্ব নয়, ব্যাটিংয়েও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। শেষ ১৫ ইনিংসে মাত্র ১৬৪ রান করেছেন রোহিত, গড় ১০.৯৩। এখনও পর্যন্ত এই সিরিজে ৫ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ১০, ৩, ৬, ৩ এবং ৯। অর্থাৎ চলতি বর্ডার গাভাসকর সিরিজে এখনও পর্যন্ত মাত্র ৩১ রান করেছেন রোহিত, গড় ৬.২। সেই কারণে দল থেকে তাঁকে বাদ দেওয়ার দাবি উঠছিল বিভিন্ন মহলে। তবে সিডনিতে রোহিতের বাদ পড়ার মানে কী? তাহলে কী চিরতরে শেষ হয়ে যাচ্ছে তাঁর ক্রিকেট ক্যারিয়ার? সেই নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে টসের সময় জসপ্রীত বুমরাহ জানান, রোহিতকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে।
যদিও বিষয়টা নিয়ে BCCI-র তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে দেখা যাচ্ছে সিডনি টেস্টের জন্য যেই ১৬ জন ক্রিকেটারদের তালিকা রয়েছে তাতে রিজার্ভ প্লেয়ার হিসেবেও রোহিত শর্মার কোনও নাম নেই। এরপরেই নানা জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জানা যাচ্ছে যে না খেলার সিদ্ধান্তটি রোহিত নিজেই নিয়েছিলেন। সিডনি টেস্ট শুরুর আগে বেশ কিছুক্ষন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিত শর্মাকে। সাধারণত প্রকাশ্যে কোচের সঙ্গে কোনও আলোচনা করে থাকেন না তিনি। সেখানে উপস্থিত ছিলেন জসপ্রীত বুমরাহ ও। মনে করা হচ্ছে সেই আলোচনার পরেই তালিকা থেকে রোহিতের নাম মুছে ফেলা হয়।
উল্লেখ্য, সিরিজের শেষ টেস্টে রোহিতের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন শুভমন গিল। এছাড়াও আরও একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে ভারতীয় শিবিরে। চোট থাকায় দল থেকে বাদ পড়েছেন আকাশদীপ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। রোহিতকে বাদ দেওয়া হলেও ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার যাত্রা থামেনি। মাত্র ৭২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। রান পেতে ব্যর্থ রোহিতের পরিবর্তে দলে সুযোগ পাওয়া শুভমন।