
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি শুরু হবে ৩০ জানুয়ারি। ইতিমধ্যেই বোর্ডের কড়া নির্দেশিকার পর ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নামতে দেখা গেছে রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্তের মতো তারকা ক্রিকেটারদের। এবার সেই তালিকায় নাম লেখালেন কেএল রাহুল। জানা যাচ্ছে কর্ণাটকের হয়ে ব্যাট হাতে খেলতে দেখা যাবে তাঁকে। বর্ডার গাভাসকর ট্রফিতে লজ্জাজনক ভাবে ৩-১ ব্যবধানে হারের পর কারণ পর্যালোচনা করতে বসেছিল নির্বাচক কমিটি। সেখানেই খেলোয়াড়দের উদ্দেশে বেশ কিছু কঠোর ফরমান জারি করা হয়। যার মধ্যে একটি ছিল, এবার থেকে সময় পেলে বাধ্যতামূলক ভাবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের।
অস্ট্রেলিয়া সফরে মোটের উপর ভালো খেলেছিলেন কেএল রাহুল। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। উভয় প্রতিযোগিতার জন্য ঘোষিত ভারতীয় দলে নাম রয়েছে রাহুলের। তবে তার আগে ঘরোয়া ক্রিকেট খেলতে চান তিনি। ৩০ জানুয়ারি বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে হরিয়ানা এবং কর্ণাটক। সেই ম্যাচেই খেলবেন রাহুল। খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে দল। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এই বিষয়ে বলেন, ‘আমি এই মুহূর্তে বেঙ্গালুরুতে নেই, কিন্তু আমি যা খবর পেয়েছি ও রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে।’ এর আগের ম্যাচে পঞ্জাবের মুখোমুখি হয়েছিল কর্ণাটক। সেই ম্যাচ খেলার কথা থাকলেও সামান্য চোট থাকায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
ইনজুরি কাটিয়ে রঞ্জিতে ফিরছেন রিয়ান পরাগ:
কাঁধের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন রিয়ান পরাগ। অবশেষে চোট কাটিয়ে অসমের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামবেন তিনিও। দলকে নেতৃত্ব দেবেন তিনি। এই ২৩ বছর বয়সী অলরাউন্ডার গতবছরের অক্টোবরে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে কাঁধে আঘাত লেগেছিল তাঁর। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ মিস করেন রিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলেও নাম নেই তাঁর। তবে রঞ্জিতে ভালো পারফর্ম করে ফের একবার জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে রিয়ানের কাছে। ৩০ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে সৌরাষ্ট্রের মুখোমুখি হবে অসম। এখন দেখার সেই ম্যাচে কেমন পারফরম্যান্স করেন এই তরুণ অলরাউন্ডার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports