শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে একেবারে রানের সুনামি সতর্কতা যেন প্রতি ম্যাচেই দিচ্ছেন ব্যাটাররা। ২০০, ২৫০ রান উঠছে ঝুরিঝুরি। সেই রান তাড়া করেও একাধিক ম্যাচে আবার জয়ও ছিনিয়ে নিচ্ছে বিপক্ষ দল। একাধিক ম্যাচে এমন ঘটনা ঘটেছে। কার্যত পাটা ২২ গজে দেশি, বিদেশি তারকা বোলারদেরও নাভিশ্বাস উঠে গিয়েছে।
আরও পড়ুন… T20 WC 2024: রিঙ্কুকে দেখতে পেয়েই ডেকে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভাঙানোর চেষ্টা?
এমন আবহে বৃহস্পতিবারের আগে পর্যন্ত কোন ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোন দল প্রথমে ব্যাট করে ম্যাচ জিততে পারেনি। অর্থাৎ সেই রান তারা ডিফেন্ড করতে অর্থাৎ বাঁচাতে পারেনি। আইপিএল ২০২৪'এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই বিরল কাজটাই করে দেখাল সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাটিতে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ দল রান করে সেই রানকে ডিফেন্ড করার বিরল কৃতিত্ব দেখাল।
আরও পড়ুন… IPL 2024: স্কাই এমন কি করলেন যে মুচকি হেসে ফেললেন নারিন! ভাইরাল দুই তারকার ভিডিয়ো
ক্রিকেটের তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার কী দরকার রয়েছে তা ফের একবার প্রমাণ করে দিয়ে গেল রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি। এই ম্যাচে শেষ দুই ওভারে জয়ের জন্য রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ১২ বলে ২০ রান। যা আধুনিক টি-২০ ফর্ম্যাটের ক্রিকেটে কার্যত জলভাত বলা যায়। তবে হায়দরাবাদের দুই অভিজ্ঞ পেসার কিন্তু তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একেবারে রুদ্ধশ্বাস জয় দলের জন্য ছিনিয়ে আনলেন। ১৯ তম ওভারটি করেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি মাত্র ৭ রান দেন। ফলে শেষ ওভারে জয়ের জন্য রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ১৩ রান। ড্র করতে গেলে করতে হত ১২ রান। এমন চাপের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে দুরন্ত বোলিং করলেন ভুবনেশ্বর কুমার। মাত্র ১ রানের ব্যবধানে দলকে এনে দিলেন এক অবিস্মরণীয় জয়।
ম্যাচের শেষ বলে জিততে গেলে রাজস্থান রয়্যালসকে করতে হত দুই রান।স্ট্রাইকে তখন ছিলেন ক্যারিবিয়ান তারকা ব্যাটার রোভম্যান পাওয়েল। তিনি ততক্ষণে খেলে ফেলেছেন ১৪ বল। নট আউট রয়েছেন ২৭ রানে। হাঁকিয়েছিলেন তিনটি চার এবং একটি ছয়। অর্থাৎ সব পরিস্থিতি বিচার করলে এই ম্যাচ জয় ছিল রাজস্থান রয়্যালসের কাছে সময়ের অপেক্ষা।
আরও পড়ুন… একদিন আগেই নিয়েছিলেন ৩ উইকেট তারপরেই… জন্মদিনের দুই সপ্তাহ আগেই মারা গেলেন ২০ বছর বয়সি ক্রিকেটার
তবে এখানেই কামাল করে দেখান অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। তাঁর বুদ্ধি করে করা বলটি বুঝতেই পারেননি রোভম্যান পাওয়েল। ফলে ব্যাটে, বলে সংযোগ ঘটেনি ক্যারিবিয়ান তারকার। এরপর ভুবির আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার জানিয়ে দেন এলবিডব্লিউ আউট হয়েছেন রোভম্যান পাওয়েল। অর্থাৎ মাত্র ১ রানের ব্যবধানে এক অবিস্মরণীয় জয় পেল হায়দরাবাদ। রিয়ান পরাগের ৭৭ এবং যশস্বী জয়ওয়ালের ৬৭ রান করার পরে ম্যাচ জয়ের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তাতে পৌঁছাতে পারেনি রাজস্থান রয়্যালস।