শুধু বল হাতে নয়, বরং কামব্যাকে ব্যাট হাতেও চমক দিলেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ৬ বলে ২ রান করে আউট হন শামি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ৩৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। মারেন ২টি চার ও ২টি ছক্কা।
বাংলা দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলে অল-আউট হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসের নিরিখে ৬১ রানের উল্লেখযোগ্য লিড ছিল বাংলার হাতে। ফলে জয়ের জন্য শেষ ইনিংসে মধ্যপ্রদেশের সামনে ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেন অনুষ্টুপ মজুমদাররা।
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি ১০৬ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৬টি চার। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ঋদ্ধিমান সাহা। তিনি ১১৫ বলে ৪৪ রান করেন। মারেন ৩টি চার।
এছাড়া সুদীপ ঘরামি ৬৬ বলে ৪০ রান করেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৫৮ বলে ৪০ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ৩টি চার মারেন। ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার ৪৪ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। তিনি ১টি চার মারেন। শুভম দে ৪, শাহবাজ আহমেদ ৩, রোহিত কুমার ৩, সুরজ জসওয়াল ৫ ও মহম্মদ কাইফ অপরাজিত ৬ রান করেন।
দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে ৭৪ রানে ৪ উইকেট নেন অনুভব আগরওয়াল। ৭৬ রান খরচ করে ৪টি উইকেট পকেটে পোরেন কুমার কার্তিকেয়া। আরিয়ান পান্ডে ও সরাংশ জৈন ১টি করে উইকেট সংগ্রহ করেন।
আরও পড়ুন:- IND vs AUS: অস্ট্রেলিয়ায় রোহিতের সংসারে কবে যোগ দেবেন শামি! বড় ইঙ্গিত কোচের
উল্লেখ্য, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলা টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে ২২৮ রান তুলে অল-আউট হয় তারা। শাহবাজ আহমেদ নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তিনি ৮০ বলে ৯২ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার। ঋদ্ধিমান প্রথম ইনিংসে ১০ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ১৬৭ রানে অল-আউট হয়ে যায়। শুভ্রাংশু সেনাপতি ৪৭ রান করেন। ৪১ রান করেন রজত পতিদার। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলার হয়ে প্রথম ইনিংসে ৫৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন মহম্মদ শামি। ২টি করে উইকেট সংগ্রহ করেন সুরজ জসওয়াল ও মহম্মদ কাইফ।