
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মজার ছলে খোঁচা দিয়ে স্মৃতি মন্ধনাকে অ্যাডিলেড স্ট্রাইকার্সে স্বাগত জানালেন মেগান শুট এবং তাহিলা ম্যাকগ্রাথ। উইমেন্স বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিরুদ্ধে নামার আগে স্মৃতির হাতে অ্যাডিলেডের টুপি তুলে দেওয়া হয়। আর সেইসময় ভারতের তারকা ব্যাটারকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার দুই মহাতারকা মেগান এবং তাহিলা। মজার ছলে পুরোপুরি ‘রোস্ট’ করতে থাকেন স্মৃতিকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অজি তারকাদের সঙ্গে স্মৃতির সঙ্গে সেই খুনসুটিতে মজেছেন নেটিজেনরা। কেউ-কেউ বলতে শুরু করেছেন, ‘মেগান শুট এবং তাহিলা ম্যাকগ্রাথ তো স্মৃতির ফ্যানক্লাবের সদস্যদের মতো আচরণ করতে শুরু করেছেন। দুর্দান্তভাবে স্মৃতিকে অভ্যর্থনা জানানো হল।’
আর সত্যিই, যে কায়দায় স্মৃতিকে অ্যাডিলেডে স্বাগত জানানো হল, তা দুর্দান্ত ছিল। শুরুতেই মেগান বলেন, 'কে (তোমার স্বাগত জানানোর) অনুষ্ঠান করবে, তা নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। তাই আমরা ভাবলাম যে আমরা দু'জনে (তাহিলাকে দেখিয়ে) একসঙ্গে করব।' আর তারপর 'প্রিয়' বলেই নিজের হাতে চিরকূট তাহিলার হাতে তুলে দেন মেগান। তাহিলা 'স্মৃতি' বলে মেগানের হাতে চিরকূট ফিরিয়ে দেন।
আর তারপরই মজার ছলে স্মৃতিকে কটাক্ষ করতে থাকেন মেগান। তিনি বলেন, ‘আরসিবিতে যখন ছিলাম, তখন তোমার থেকে বেশি রান করতাম (হাসি)। নীল রঙের সেরা জামাটা যাতে পরো (অ্যাডিলেডের জার্সির রং নীল), সেটার জন্য তোমায় বোঝাতে অনেকটা সময় লাগল। তুমি একবার বলেছিলে যে আমি একজন দারুণ ভারতীয় হয়ে উঠব। কারণ আমি অত্যন্ত স্নেহপরায়ণ এবং কারও পার্সোনাল স্পেসে বিশ্বাস করি না।’ সেইসঙ্গে মজা করে তিনি বলেন যে অ্যাডিলেডেও স্মৃতি নিজের ক্যাফে খুলবেন বলে আশাপ্রকাশ করছেন।
আর তারপর ফের তাহিলা কথা বলতে শুরু করেন অ্যাডিলেডের অধিনায়ক তাহিলা। যদিও তিনি মেগানের মতো অত মজা করেননি। বরং ভারতীয় তারকাকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি দাবি করেন, কেউ যদি দল তৈরি করে, তাহলে যে কোনও টিমের প্রথম দিকেই নাম থাকবে স্মৃতির। আর তারপর স্মৃতিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। একে একে অ্যাডিলেডের অন্যান্য ক্রিকেটারকেও স্মৃতিকে আলিঙ্গন করতে থাকেন।
যদিও সেই আনন্দ-উচ্ছ্বাস মাঠের ভিতরে স্থায়ী হয়নি। কারণ ব্রিসবেনের বিরুদ্ধে আট রানে হেরে গিয়েছে অ্যাডিলেড। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৫ রান তোলে ব্রিসবেন। ৪০ বলে ৬১ রান করেন জেমিমা রদ্রিগেজ। জবাবে ১৬৭ রানেই থেমে যায় অ্যাডিলেড। ছয় বলে ছয় রান করেন স্মৃতি। ম্যাচের সেরা হন জেমিমা।
আরও পড়ুন: Smriti Mandhana- সাত ODI-তে তৃতীয় শতরান! চলতি বছরে রোখাই যাচ্ছে না স্মৃতিকে! টপকালেন মিতালি রাজকে…
6.88% Weekly Cashback on 2025 IPL Sports