গত অ্যাশেজ সিরিজে স্টুয়ার্ট ব্রড যেভাবে মাইন্ডগেমে টেক্কা দেন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার মার্নাস ল্যাবুশানকে, ঠিক একইভাবে এবার বিরাট কোহলি বুমরাহর সাফল্যের দরজা খুলে দেন। আন্তর্জাতিক ক্রিকেটে সংস্কার মেনে চলা খেলোয়াড়ের সংখ্যা নিতান্ত কম নেই। এমনকি মাঠে টুকিটাকি তুকতাকের ঘটনাও চোখে পড়ে হামেশাই। এবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বিরাট কোহলির তেমনই তুকতাক কাজে লেগে যায় ভারতীয় দলের।
গত অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টের দ্বিতীয় দিনে জমাট ডিফেন্স করছিলেন মার্নাস ল্যাবুশান। বিরক্ত হয়ে স্টুয়ার্ট ব্রড এমন এক কাণ্ড ঘটান, যা দেখে হেসে ফেলেন ব্যাটসম্যান ল্যাবুশানও। যদিও অজি তারকার সেই হাসি মিলিয়ে যায় পরের বলেই।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৪২.৪ ওভার খেলা হওয়ার পরে ফিল্ডার স্টুয়ার্ট ব্রডকে স্টাম্পের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তিনি স্টাম্পের সামনে গিয়ে দু'টি বেলের একটিকে অন্যটির সঙ্গে বদলে দেন। অর্থাৎ, অফ-মিডল স্টাম্পের মাথায় থাকা বেলটিকে তুলে লেগ-মিডল স্টাম্পের মাথায় বসিয়ে দেন এবং লেগ-মিডল স্টাম্পের মাথায় থাকা বেলটিকে বসান অফ-মিডল স্টাম্পের মাথায়। মার্ক উডের ঠিক পরের বলেই স্লিপে জো রুটের হাতে ধরা পড়ে যান ল্যাবুশান।
ব্রডের থেকে অনুপ্রেরণা নিয়ে এবার বিরাট কোহলি ঠিক একই কাণ্ড ঘটান সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে। ডিন এলগারের সঙ্গে জমাট জুটিতে দক্ষিণ আফ্রিকাকে শক্ত ভিতে বসিয়ে দেন টনি ডি'জর্জি। দ্বিতীয় সেশনে জুটি ভাঙার মরিয়া চেষ্টা করেন ভারতীয় বোলাররা। তবে সহজে মনোসংযোগে চিড় ধরানো যায়নি দুই প্রোটিয়া ব্যাটারের।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৯তম ওভারের শুরুতে বিরাট কোহলিকে দেখা যায় স্টাম্পের কাছে এসে দুটি বেলের একটিকে অন্যটির সঙ্গে বদলে দিতে। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাটের এমন তুকতাকের ঠিক পরেই জসপ্রীত বুমরাহর বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন টনি। জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকার। সেই স্পেলেই বুমরাহ তুলে নেন কিগান পিটারসেনের উইকেটও।
যদিও দ্বিতীয় সেশনে বুমরাহর দুই উইকেট ছাড়া সাফল্যের মুখ দেখেননি ভারতের আর কোনও বোলার। ভারতের ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ফেলে। দুর্দান্ত শতরান করে লড়াই জারি রাখেন ডিন এলগার, যিনি কেরিয়ারের শেষ টেস্ট তথা আন্তর্জাতিক সিরিজে মাঠে নেমেছেন।