Lucknow Super Giants predicted playing XI in IPL 2025: আইপিএল ২০২৫ শুরুর আগেই একাধিক পেসার চোটের কবলে পড়েছেন। এবার প্রশ্ন হল কোন একাদশ নিয়ে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। চলুন দেখে নেওয়া যাক LSG-র সম্ভাব্য একাদশ।
লখনউ সুপার জায়ান্টসের অতীতের রেকর্ড কী?
লখনউ সুপার জায়ান্টস (LSG) ২০২৩ সালের কোয়ালিফায়ার ২ হেরে তৃতীয় স্থান এবং ২০২২ সালে এলিমিনেটর ম্যাচ হেরে চতুর্থ স্থান অর্জন করেছিল। তবে, ২০২৪ সালে তারা সপ্তম স্থানে থেকে লিগ শেষ করে। নতুন অধিনায়ক ঋষভ পন্তেরর নেতৃত্বে এবং নতুন স্কোয়াড নিয়ে তারা ২০২৫ আইপিএলে শক্তিশালী প্রত্যাবর্তনের আশা করছে।
আরও শক্তিশালী হয়েছে LSG
এবারের নিলামে LSG একটি ভালো দল গঠন করেছে। পন্তের পাশাপাশি তারা দলে নিয়েছে মিচেল মার্শ (যিনি এই মরশুমে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন), ডেভিড মিলার ও এইডেন মার্করাম। দলে নিকোলাস পুরানও থাকায়, প্রত্যেক ম্যাচেই তারা শক্তিশালী টপ অর্ডার নামাতে পারবে।
একমাত্র দুটি স্কোয়াডের মধ্যে একটি যেখানে ছয়জন বিদেশি খেলোয়াড় রয়েছে, LSG-এর বোলিং আক্রমণ কাগজে-কলমে বেশ ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। শেমার জোসেফ, আকাশ দীপ, আভেশ খান, মহসিন খান, মায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোই তাদের মূল বোলিং শক্তি। তবে অনেক বোলারই চোটের কবলে রয়েছে।
আরও পড়ুন … LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, পন্তের মাথায় ২৭ কোটির চাপ! ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবে লখনউ?
LSG-এর সম্ভাব্য একাদশ (LSG Predicted XI for IPL 2025)
এই বিস্ফোরক মিডল অর্ডারকে সঠিকভাবে কাজে লাগাতে হলে, পন্তের ওপেনিংয়ে নামা ভালো সিদ্ধান্ত হতে পারে। পন্তের সঙ্গে হয়তো মার্শ বা মার্করাম একজন ওপেনিং করবেন এবং অপরজন তিন নম্বরে ব্যাটিং করতে পারেন। পুরান চার নম্বরে খেলবেন এবং মিলারকে ম্যাচ পরিস্থিতি বুঝে নামানো হবে, যাতে ডেথ ওভারে তার উপস্থিতি নিশ্চিত করা যায়। পাঁচ থেকে সাত নম্বর পজিশনে আয়ুষ বাদোনি ও আব্দুল সামাদ খেলতে পারেন।
বোলিং আক্রমণের চ্যালেঞ্জ
কাগজে-কলমে দারুণ দেখালেও LSG-এর পেস আক্রমণ সমস্যা তৈরি করতে পারে। মায়াঙ্ক যাদব ও মহসিন খান দুজনেই ইনজুরিতে ভুগছেন। মায়াঙ্ক যাদব ইতিমধ্যেই মরশুমের প্রথম কয়েকটি ম্যাচ মিস করবেন। আকাশ দীপ, যিনি টেস্ট ক্রিকেটে প্রতিভাবান, এখনও আইপিএলে নিজেকে প্রমাণ করতে পারেননি।
আরও পড়ুন … IPL 2025-এ ৩০০ রান উঠবে! ভবিষ্যদ্বাণী করলেন ডি'ভিলিয়ার্স, পতিদারকে দিলেন নেতৃত্বের পরামর্শ
স্পিনের উপরেই বেশি ভরসা রাখবে LSG
শেমার জোসেফ ২০২৪ সালে কেকেআরের বিরুদ্ধে তার একমাত্র আইপিএল ম্যাচে তেমন ভালো করতে পারেননি। তাকে দলে রাখলে একজন বিদেশি পাওয়ার হিটারকে বাদ দিতে হবে। আবেশ খানের উইকেট নেওয়ার দক্ষতা তাকে একাদশে সুযোগ করে দিতে পারে। তবে, লখনউ সুপার জায়ান্টস স্পিন আক্রমণ যথেষ্ট ভালো। রবি বিষ্ণোই দলের মূল লেগ-স্পিনার। শাহবাজ আহমেদ ও এম সিদ্ধার্থ স্পিন বিভাগকে শক্তিশালী করবে। এ দিকে মার্করাম, সামাদ ও বাদোনিও প্রয়োজনে বোলিং করতে পারেন।
আরও পড়ুন … SRH Possible First XI: ইশান কি তিন নম্বরে নামবেন? কোন একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স
উইকেট কেমন তার উপর একাদশ গঠন করা হবে-
LSG সাধারণত হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে বিভিন্ন ধরনের পিচ তৈরি করে থাকে। যদি মায়াঙ্ক ও মহসিন পুরোপুরি ফিট না হন, তবে একানায় স্পিন-সহায়ক উইকেট তৈরি হতে পারে। প্রত্যাশিত সেরা একাদশ (প্রাথমিকভাবে মায়াঙ্ক যাদব ও মহসিন খান ইনজুরির কারণে অনুপস্থিত থাকলে) কেমন হবে?
দেখে নিন LSG-এর সম্ভাব্য একাদশ
ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটকিপার), এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দীপ
ইম্প্যাক্ট প্লেয়ার অপশন (প্রায়োরিটি অনুযায়ী)
এম সিদ্ধার্থ, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, আর্শিন কুলকার্নি