লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের পরে মায়াঙ্ক যাদবের ফিটনেস নিয়ে বড় আপডেট দেন। আইপিএল ২০২৫-এ লখনউ তাদের চার ম্যাচের মধ্যে দুটি জয় পেয়েছে এবং হেরেছে দুটি ম্যাচে। সুতরাং, তাদের সার্বিক পারফর্ম্যান্স ভালোয়-মন্দয় বলা যায়। প্রাথমিকভাবে চোট-আঘাত সমস্যার জন্য লখনউয়ের পেস বিভাগকে দুর্বল দেখাচ্ছিল। আকাশ দীপরা মাঠে ফেরায় সেই সঙ্কট কিছুটা হলেও কেটেছে লখনউয়ের। এবার মায়াঙ্কের ফিটনেস নিয়েও ইতিবাচক আপডেট পেলেন লখনউ সমর্থকরা, যাঁকে এবার ১১ কোটি টাকায় স্কোয়াডে ধরে রাখে এলএসজি।
গত বছর আইপিএলের শুরুতে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়ার পরেই চোট পেয়ে বসেন মায়াঙ্ক। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রেস ইনজুরিতে ভুগছেন এবং এনসিএতে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করেন মায়াঙ্ক। তার পরেই তিনি পুনরায় চোট পেয়ে বসেন।
লখনউ কোচ ল্যাঙ্গার জানান যে, মায়াঙ্ক প্রায় ৯৫ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন এবং বর্তমানে ফিটনেস টেস্টে পাশ করার জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, তা হল ও (মায়াঙ্ক) এনসিএ-তে কঠোর পরিশ্রম করছে এবং গতকাল (বৃহস্পতিবার) ওর বোলিংয়ের কিছু ভিডিওও আমি দেখেছি। ও প্রায় নিজের ৯০ থেকে ৯৫ শতাংশ দিয়ে বল করছিল।'
লখনউয়ের হেড কোচ মায়াঙ্কের প্রশংসা করেন এবং উল্লেখ করতে ভোলেননি যে তাঁর বলের অসাধারণ গতির জন্যই মায়াঙ্ক দলের জন্য এক্স-ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। ল্যাঙ্গারের কথায়, ‘মায়াঙ্ক ফিরে আসছে, যা ভারতীয় ক্রিকেট তথা আইপিএলের জন্য সত্যিই দারুণ বিষয়। আমরা গত বছর ওর প্রভাব দেখেছি। আমার মনে হয় ভারতে এমন কোন বোলার নেই যে মায়াঙ্ক যাদবের থেকে জোরে বল করেছে। এই কারণেই ওকে নিয়ে এত চর্চা হচ্ছে।’
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর দলের জয়ের পরে ল্যাঙ্গারকে নিতান্ত ফুরফুরে দেখায় সাংবাদিক সম্মেলনে। তিনি একজন সাংবাদিকের মোবাইল ফোনও রিসিভ করেন। প্রেস কনফারেন্সের সময় ফোনটি ল্যাঙ্গারের টেবিলেই রাখা ছিল রেকর্ডিংয়ের জন্য।
ল্যাঙ্গার জিজ্ঞাসা করেন, ‘মা কে?’
প্রেস কনফারেন্সের মাঝে এক সংবাদিকের ফোনে কল আসে তাঁর মায়ের। যা দেখে ল্যাঙ্গার মোবাইলটি হাতে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন যে, মা কে? পরে তিনি নিজেই রিসিভ করে সংশ্লিষ্ট সাংবাদিকের হয়ে জবাব দেন ফোনের। ল্যাঙ্গার ফোন ধরে বললেন, ‘মা, এখন রাত ১২টা ৮ বাজে। আমি একটা প্রেস কনফারেন্সে আছি।'