শুভব্রত মুখার্জি:- দেরাদুনে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল মনিপাল টাইগার্স এবং ভিলওয়ারা কিংস। ম্যাচে মনিপাল টাইগার্সের বিরুদ্ধে কার্যত কোনও লড়াই করে উঠতেই পারল না কিংস। ম্যাচে ৮৯ রানের বিরাট ব্যবধানে হারতে হল তাদের । ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা চ্যাডউইক ওয়াল্টন। তাঁর অনবদ্য শতরানে ভর করেই মনিপাল টাইগার্স বড় ব্যবধানে জয় নিশ্চিত করল। ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন কিংস ব্যাটাররা। মনিপালের হয়ে বল হাতে বেশ ভালো বোলিং করলেন ইমরান খান।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে মনিপাল টাইগার্স। তারা তাদের নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২১১ রান করতে সমর্থ হয়। ওপেনিং জুটিতেই বড় রানের ভিত গড়ে ওঠে মনিপালের। উথাপ্পাকে সঙ্গী করে ওয়াল্টন প্রথম উইকেটে ৮৭ রান যোগ করেন। ৮.৪ ওভারে উথাপ্পা ৩০ বলে ৫১ রান করে আউট হলে ভাঙে ওপেনিং জুটি। উথাপ্পা দুটি চারের পাশাপাশি মারেন ৫টি ছয়ও।
ওপেনার ওয়াল্টন মাত্র ৫৫ বলে ১০৪ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ছটি ছয়ে। এছাড়াও হ্যামিল্টন মাসাকাদজা ৩০ বলে ৩৭ করে রিটায়ার্ড আউট হন। কিংসদের হয়ে ৪৫ রান দিয়ে দুটি উইকেট নেন ক্রিস বার্নওয়েল।
২১২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় কিংস। আট উইকেট হারিয়ে মাত্র ১২২ রান করতে সমর্থ হয় কিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা তিলকরত্নে দিলশান। তিনি ১৬ বলে ২৬ রান করেন।
এছাড়াও ইউসুফ পাঠান করেছেন ২০ বলে ১৬ রান। বার্নওয়েল ১৬ এবং অনুরীত সিং ১৮ রান করেন। কোনও একজন ব্যাটারও অর্ধশতরান করতে পারেননি। ফলে ৮৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে কিংস। মনিপাল টাইগার্সের হয়ে ইমরান খান মাত্র চার ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়াও আওয়ানা ১৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।