ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতা হল না কলকাতা নাইট রাইডার্সের। এই মরশুমে প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলকে একবারও হারাতে পারল না কেকেআর। IPL 2025-এর ম্যাচে শনিবার ইডেনে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং পঞ্জাব কিংস। কিন্তু কালবৈশাখীর জেরে ম্যাচ শেষ করা সম্ভব হল না। দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হল। ফলে এই আইপিএলে কেকেআরের বিরুদ্ধে অধিনায়কের পরিসংখ্যানের দিক থেকে অপরাজিত রইলেন শ্রেয়স আইয়ার।
গত বছরের আইপিএলে রেকর্ড রান তাড়া করে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে গেছিল পঞ্জাব কিংস। এদিনও তাঁরা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ২০১ রান। দুই ওপেনার ভালো শুরু করেন, তাতেই বড় স্কোরে পৌঁছে যায় পঞ্জাব। কেকেআরকে এই ম্যাচে জিততে গেলে যেমন ব্যাটারদের ভালো পারফরমেন্স করতে হত, তেমনই ভাগ্য সুপ্রশন্ন থাকতেও হত, কিন্তু সেটা হল না।
টস জিতে কোনওরকম ঝুঁকি না নিয়েই শ্রেয়স আইয়ার ইডেনে ব্যাটিং নিয়েছিলেন। তিনি জানতেন ফ্রেশ পিচে মোটামুটি ভালো রান তুলতে পারলে তাঁরা চাপে ফেলতে পারবেন নাইটদের। আজমাতউল্লাহ ওমারজাই, মার্কো জানসেনের মতো বিদেশি বোলারদের পাশাপাশি আর্দশীদ সিং, যুজবেন্দ্র চাহালের মতো ভারতীয় তারকারাও ছিলেন। এছাড়াও পার্টটাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল এবং হরপ্রীত ব্রারকেও আনা হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে।
দুই ওপেনারই তোলেন ১২০ রান
পঞ্জাবের দুই ওপেনার মিলেই এদিন ব্যাট করতে নেমে জুটিতে তুলে নেন ১২০ রান। প্রিয়াংশ আর্য করেন ৩৫ বলে ৬৯ রান। ৪৯ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন প্রভসিমরন সিং। কেকেআরের বোলারদের মধ্যে বৈভব অরোরা জোড়া উইকেট নেন। শেষদিকে পঞ্জাব ম্যানেজমেন্ট যদি অযথা জানসেনকে আগে ব্যাট করতে না পাঠিয়ে ইংলিস এবং শশাঙ্ককে পাঠাতেন, তাহলে তাঁদের রান আরও বাড়তেই পারত।
১ পয়েন্ট করে পেল কেকেআর-পঞ্জাব
এদিকে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কেকেআরের সুনীল নারিন একটি চার মারেন জানসেনের বিরুদ্ধে। ১ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৭। এরপরই কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির জন্য ম্যাচ থেমে যায়। ১ ঘন্টা পেরিয়ে গেলেও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। ফলে ম্যাচের জবনিকা পড়ে। এরপর দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়। এই পয়েন্টের ফলে পঞ্জাবের তেমন কোনও অসুবিধা না হলেও কেকেআরের কাছে কিন্তু প্লে অফের রাস্তা আরও কঠিন হল। বাকি সব ম্যাচই কার্যত তাঁদের মাস্ট উইন হয়ে দাঁড়াল।