পার্থের প্রথম টেস্টে ওপেনার হিসেবে যশস্বীর সঙ্গে কার্যত অটোমেটিক চয়েজ ছিলেন লোকেশ রাহুল। কেননা, রোহিত শর্মা চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মাঠে নামেননি। তবে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট থেকে ভারতীয় শিবিরে প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়ায় রোহিত শর্মার ব্যাটিং পজিশন।
অ্যাডিলেডে রোহিত দলে ফেরায় মনে করা হচ্ছিল বুঝি পার্থে সফল হয়েও ওপেনিং স্লট ছাড়তে হবে রাহুলকে। বাস্তবে তেমনটা ঘটেনি। লোকেশকে ওপেন থেকে সরায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত ব্যাট করতে নামেন মিডল অর্ডারে।
অ্যাডিলেডে ওপেন করতে নেমে নজর কাড়তে পারেননি রাহুল। ফলে ব্রিসবেনের তৃতীয় টেস্টে রোহিতের ওপেনে ফেরার সম্ভাবনা তৈরি হয় পুনরায়। তবে রোহিত এক্ষেত্রেও মিডল অর্ডারেই ব্যাট করেন এবং ফের ব্যর্থ হন। রোহিত অপছন্দের ব্যাটিং অর্ডারে খেলতে নেমে রান না পেলেও লোকেশ ব্রিসবেন টেস্টে ফের নজর কাড়েন।
সঙ্গত কারণেই মেলবোর্নের চতুর্থ টেস্টের আগে ভারতের ওপেনিং জুটি কী হবে, সেই বিষয়ে চর্চা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও লোকেশকে মিডল অর্ডারে ফেরানোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অর্থাৎ, যশস্বী-রাহুলকে ওপেন করতে পাঠিয়ে ফের মিডল অর্ডারের গরল পান করতে পারেন রোহিত। এক্ষেত্রে হিটম্যানকে ব্যক্তিগত কারণে প্রথম টেস্ট থেকে সরে দাঁড়ানোর মাশুল গুণতে হচ্ছে বলে মনে হওয়াই স্বাভাবিক।
ভারত বক্সিং ডে টেস্টের ব্যাটিং অর্ডারে কোনও রদবদল করবে বলে মনে হয় না। তিনে শুভমন গিল, চারে কোহলি এবং পাঁচে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তের খেলতে নামা কার্যত নিশ্চিত। রোহিত ছয়ে এবং জাদেদা সাতে ব্যাট করতে পারেন। নীতীশ রেড্ডির বদলে একজন বিশেষজ্ঞ পেসার খেলালে ভারতের ব্যাটিং লাইনআপের লেজ দীর্ঘ হবে সন্দেহ নেই। তবে নীতীশের জায়গায় পিচের চরিত্র বুঝে স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
ভারত মেলবোর্নেও তিনজন বিশেষজ্ঞ পেসারে দল সাজাবে, এটা কার্যত নিশ্চিত। বুমরাহ ও সিরাজ অটোমেটিক চয়েজ। তৃতীয় পেসার হিসেবে আকাশ দীপের উপরেই আস্থা রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আকাশ ব্যাট হাতে ব্রিসবেন টেস্ট বাঁচানোয় যে রকম ইতিবাচক ভূমিকা নেন, তাতে তাঁকে একটি ম্যাচ খেলিয়েই বসিয়ে দিতে রাজি হবেন না রোহিতরা।
মোলবোর্ন টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), রোহিত শর্মা (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি/ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।