ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের পরেই এক সাংবাদিক বড় অভিযোগ করলেন। তিনি জানিয়েছেন তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন রোহিত শর্মার ভক্তরা! এমনটাই অভিযোগ করলেন বাঙালি সাংবাদিক। আসলে রোহিত শর্মার অবসর নিয়ে খবর করেছিলেন সেই সাংবাদিক। সেই সময়ে সকলেই ভেবেছিলেন খবরটি সত্য হতে পারে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের পর যখন ভারতীয় অধিনায়ক বললেন যে তিনি অবসর নেবেন না, এরপরেই শুরু হয় বিপদ। হুমকির কল পেতে থাকেন সেই সাংবাদিক! তবে শুধু তিনি নন, এই হুমকির কল তাঁর পরিবারের লোকেদেরও করা হয় বলে অভিযোগ করেছেন সেই সাংবাদিক।
নিজের সোশ্যাল মিডিয়াতে পুরো বিষয়টি তুলে ধরেন সেই সাংবাদিক। সেই ভক্তের ফোন নম্বরের স্ক্রিনশট নিয়ে সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও করেন। এরপরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ পুরো বিষয়টার নিন্দা করেন আবার কেউ কেউ এটাকে ঠিক বলে জানান। তবে কোনও সাংবাদিক খবর করেন কোনও সূত্র ধরে, যদি সেই সূত্র কোনও ভুল তথ্য দেয় তাহলে তার দায় সাংবাদিকের হলেও সেটি সাংবাদিকের পরিবারের দায় কখনই হয় না। সাংবাদিকের পরিবারকে হুমকি দেওয়াটা যে কখনই ঠিক কাজ নয়, সেটি এক কথায় সকলেই বলবেন।
দেখুন সাংবাদিকের সেই পোস্ট
আরও পড়ুন … নাচতেই হবে….জয় শাহকে ধরে টানাটানি রোহিতের! পাশে হাসি গম্ভীরের- ভিডিয়ো
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়র পরে কী বলেছিলেন রোহিত শর্মা-
ওডিআই থেকে অবসর নিচ্ছেন না রোহিত শর্মা, এই গুজব ছড়ানোর জন্যই এমনটা করা হয়েছে বলে অনেকে জানাচ্ছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না, আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে যেসব জল্পনা-কল্পনা চলছিল তা উড়িয়ে দিলেন হিটম্যান। রবিবার (দুবাইয়ে) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আরেকটি আইসিসি শিরোপা জয় করলেন রোহিত।
আরও পড়ুন … CT 2025: পন্টিংয়ের বিরাট রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি! ICC-র বিশেষ তালিকায় উঠল রোহিতের নাম
নিজের ভবিষ্যৎ নিয়ে কী বললেন রোহিত শর্মা?
মিডিয়ার সঙ্গে আলাপচারিতার শেষ পর্যায়ে এসে রোহিত শর্মা তার ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান ঘটান এবং গুজব না ছড়ানোর জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করেন। রোহিত শর্মা বলেন, ‘আরেকটা কথা, আমি এই (ওডিআই) ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। যাতে ভবিষ্যতে কেউ কোনও গুজব না ছড়ায়, সেটা নিশ্চিত করতে চাই।’ যখন রোহিতকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যা হচ্ছে, তা চলতে থাকবে।’
আরও পড়ুন … ভিডিয়ো: IPL জিততে পারবে না কোহলির দল- CT 2025 Final-র মঞ্চে RCB-কে রায়ডুর খোঁচা
ইতিহাস গড়লেন রোহিত শর্মা-
ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ট্রফি জিতলেন রোহিত। রোহিত এখন পর্যন্ত তিনটি আইসিসি শিরোপা জিতেছেন একজন খেলোয়াড় হিসেবে এবং দু’টি অধিনায়ক হিসেবে। তিনি এমএস ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি শিরোপা জয়ের কীর্তি গড়লেন।