চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার উইকেটের রোমাঞ্চকর জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি হয়তো বড় অঙ্কের স্কোর করেননি। তবে তাঁর ২৮ রানের সংক্ষিপ্ত ইনিংসটি ভারতের বড় অক্সিজেন হয়েছিল। ২৬৫ রান তাড়া করতে নেমে তাঁর এই নকটি ভারতকে ১১ বল বাকি রেখে ৪ উইকেটে ম্যাচটি জিততে সাহায্য করেছিল। পাশাপাশি এই জয়ের ফলে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তাঁর এই ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং একটি চার।
হার্দিক যখন আউট হয়ে যান, তখন ভারতের জেতার জন্য দরকার ছিল ৪৪ বলে ৪৯ রান। তার আগে সেট ব্যাটসম্যান বিরাট কোহলিকে হারিয়েছিল ভারত। তিনি ৮৪ রানে আউট হয়ে গিয়েছিলেন। নাথান এলিসের স্লো ডেলিভারিতে বেশ অস্বস্তিতে পড়েছিলেন হার্দিক। তবে তার পরেই জাম্পার ওভারের শেষ দুই বলে পরপর ২টি বিশাল ছক্কা হাঁকান তিনি। সেই সঙ্গে জয়ের লক্ষ্যের ব্যবধান কমিয়ে আনেন। এর আগেও একটি ছয় মেরেছিলেন পান্ডিয়া।
৪৫তম ওভারের পঞ্চম বলে তনভীর সংঘের বিরুদ্ধে যে ১০৬ মিটার ছয়টি মেরেছিলেন হার্দিক, সেটি সরাসরি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের রয়্যাল বক্সে গিয়ে আছড়ে পড়ে। যেখানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বসেছিলেন। প্রাক্তন বিসিসিআই সেক্রেটারি সেই শটটি দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন। আর বলটি সেখানে পড়ার পরে, হাসিমুখে সেটি সংগ্রহ করে মাঠের দিকে ছুড়ে দেন।
এর পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসা অদেখা ফুটেজে, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পরে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জয় শাহের সামনে হার্দিকের ছক্কাটি অনুকরণ করে দেখান। সেখানে তারকা অলরাউন্ডার নিজেও উপস্থিত ছিলেন। তাঁকেও নিজের শটটি ফের নকল করে মারতে দেখা গিয়েছিল। তবে রোহিতের শটটি দেখে জয় শাহ যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতে গৌতম গম্ভীর হাসি থামাতে পারছিলেন না।