পঞ্জাব কিংস এবছর তাদের দলের হেড কোচ হিসেবে রিকি পন্টিংয়ের নাম ঘোষণা করেছিল আগেই। IPL ২০২৫-এর আগে নিজেদের সাপোর্ট স্টাফদের চূড়ান্ত করতে ব্যস্ত তারা। বেশিরভাগ আগের কোচিং স্টাফদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্জাবের তরফে। তবে নতুন পেস বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন জেমস হোপস। গতমাসেই পন্টিংকে নিজেদের হেড কোচ হিসেবে বেছে নেয় পঞ্জাব। হোপ এর আগেও রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন। রিকি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ থাকাকালীন হোপস-এর সঙ্গে কাজ করেছেন। এবার আরও একবার তাঁকে নিজের সঙ্গী বানাচ্ছেন এই অজি কিংবদন্তি ক্রিকেটার।
অন্যদিকে স্পিন বোলিং কোচ সুনীল জোশী এবং ব্যাটিং ও ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিনকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস। এর আগে ট্রেভর বেলিস জামানায় তাঁরাই এই দায়িত্ব সামলেছেন। ২০২৫-এ আরও একবার তাঁদের উপরেই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। ২০২৪ IPL-এ পঞ্জাব দলের হেড কোচ ছিলেন ট্রেভর বেলিস এবং ক্রিকেট ডেভলপমেন্ট হেড ছিলেন সঞ্জয় বাঙ্গার। বর্তমানে দু’জনই আর দলের সঙ্গে যুক্ত নেই। লাগাতার ব্যর্থতার পর আগামী বছরে সাফল্য অর্জনের আশা নিয়ে রিকি পন্টিংকে ৪ বছরের জন্য হেড কোচ করার ঘোষণা করে পঞ্জাব কিংস। পঞ্জাব এর আগে একবারও IPL ট্রফি জিততে পারেনি। একমাত্র ২০১৪ সালে সেমিফাইনালে উঠতে পেরেছিল। গত ৭ বছরে একবারও IPL-এ প্রথম ৫-এ জায়গা করতে ব্যর্থ হয়েছে তারা।
অন্যদিকে কোন খেলোয়াড়দের এবছর ধরে রাখবে পঞ্জাব কিংস, তা নির্ভর করবে কোচ রিকি পন্টিংয়ের উপর। ৩১ অক্টোবর IPL-এ ক্রিকেটার রিটেনশনের শেষ দিন। এরপর নভেম্বরের শেষে অনুষ্ঠিত হবে মেগা অকশন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পঞ্জাব আর্শদীপ সিংকে রিটেন করতে পারেন। এই ভারতীয় পেসার বিগত ৬ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে IPL খেলেছেন। আর্শদীপ IPL-এ ৬৫টি ম্যাচে খেলছেন, উইকেট পেয়েছেন ৭৬টি। তাঁর বোলিং গড় ২৭, বেস্ট বোলিং ফিগার ৫/৩২। অন্যদিকে শশাঙ্ক সিংকেও রিটেন করার কথা ভাবছে ম্যানেজমেন্ট। এই বছর ব্যর্থ পঞ্জাব দলে একমাত্র আশার আলো দেখিয়েছিলেন তিনি।