অধিনায়ক নয়…শেষ ম্যাচে দল নিয়ে মাঠে নামলেন অ্যান্ডারসন! বিদায়লগ্নে মন খারাপ জিমির
1 মিনিটে পড়ুন Updated: 10 Jul 2024, 04:44 PM ISTনিজের শেষ ম্যাচে খেলা শুরুর আগে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মাঠে ঢোকেন জেমস অ্যান্ডারসন। পিছনেই ছিলেন দলের অধিনায়ক বেন স্টোক্স। তাঁর শেষ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন জিমির পরিবারের সদস্যরাও। তাঁরা লর্ডসের বেল বাজিয়ে ম্যাচের সূচনা করেন।