
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএলের মাঝেই শুরু হয়ে গেল পাকিস্তান সুপার লিগ। ২০২৫ মরশুমের প্রথম ম্যাচ ছিল ১১ এপ্রিল। মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স। জেসন হোল্ডারের ঝড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দাপটের সঙ্গে টুর্নামেন্টে শুরুটা করল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবং প্রাক্তন অধিনায়ক একাই লাহোর কালান্দার্সের ভিত নড়িয়ে দেন। যার নিটফল, পুরো ওভারও ব্যাট করতে পারেনি তারা। ১৯.২ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট হয়ে যায় লাহোর কালান্দার্স। সেই রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইসলামাবাদ।
আরও পড়ুন: আল্ট্রাএজে স্পাইক, CSK অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ম্যাচেই ধোনির আউট নিয়ে শুরু বিতর্ক
প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এ খেলার সুযোগ পাননি উইন্ডিজ তারকা। তিনি মেগা নিলামে অবিক্রিত ছিলেন। ২০২৩ সাল পর্যন্ত আইপিএলের দল পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা। ২০২৪-এও তিনি কোন দল পাননি। পিএসএলে এবারই প্রথম খেলছেন হোল্ডার। আর অভিষেক ম্যাচেই আগুনে পারফরম্যান্স করে আইপিএলের দলগুলোকেই যেন পরোক্ষে জবাব দিলেন জেসন হোল্ডার।
লাহোর কালান্দার্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই চমক দিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের অলরাউন্ডার জেসন হোল্ডার। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। পিএসএলে তাঁর প্রথম শিকার ছিলেন মহম্মদ নইম। এরপর তিনি জাহান্দাদ খান, ডেভিড ভিসা এবং শাহিন শাহ আফ্রিদিকে সাজঘরে পাঠান।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচেই লাহোর কালান্দার্স দল একেবারে ল্যাজেগোবরে হয়। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই ডুবতে হল লাহোরকে। এদিন ইসলামাবাদ ইউনাইটেড টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। হোল্ডারদের দাপট দেখার পর, ইসলামাবাদের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়। আবদুল্লাহ শফিকের ৩টি ছক্কা এবং ৬টি চারের হাত ধরে ৩৮ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংসটি একমাত্র অক্সিজেন ছিল লাহোর কালান্দার্সের। এছাড়া সিকান্দার রাজা ২৩ এবং ড্যারিল মিচেল ১৩ রান করেন। দশে নেমে হ্যারিস রউফ ১০ রান করেছিলেন। বাকিরা আটকে থাকেন এক অঙ্কের ঘরেই। ১৯.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় লাহোর। হোল্ডারের ৪ উইকেট ছাড়াও শাদাব খান নেন ৩ উইকেট, নাসিম শাহ, রাইলি মেরেডিথ এবং ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: RR-এর বৈভব সূর্যবংশীর বন্ধু কি CSK-তে রুতুর বিকল্প হতে চলেছেন? শুরু বড় জল্পনা
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নিল ইসলামাবাদ ইউনাইটেড। শুরুতে দলের ৮ রানের মাথায় এক উইকেট হারালেও শেষমেশ ৮ উইকেটে জেতে তারা। তাও ১৪ বল বাকি থাকতে। ইসলামাবাদের হয়ে হাফসেঞ্চুরি করেছেন কলিন মুনরো। তিনি ৪২ বলে ৫৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল একটি ছয় এবং সাতটি চার। এটাই ইসলামাবাদের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া ১টি ছয় ৩টি চারের সৌজন্যে ৩৪ বলে ৪১ করেছেন সলমন আগা। সাহিবজাদা ফারহান করেছেন ২৪ বলে ২৫ রান। কালান্দার্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন হ্যারিস রউফ এবং আসিফ আফ্রিদি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports