২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই শুরু হয়ে গেছিল টি২০ বিশ্বকাপ। ফলে আইপিএল নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছিল। এবারে কলকাতার ফিরে অন্যান্যবারের মতো বড় সংবর্ধনাও পায়নি কেকেআর, কারণ সেই সময় লোকসভা নির্বাচন চলছিল। ফলে প্রশাসনিক বিষয়গুলো হাতে ছিল নির্বাচন কমিশনের। দল চ্যাম্পিয়ন হলেও অবশ্য কলকাতা নাইট রাইডার্সের চিন্তার শেষ নেই। কারণ তাঁদের মেন্টর গৌতম গম্ভীর সম্ভবত পরের বছর আর দলের সঙ্গে থাকবেন না। তাঁর কাছে ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ থাকায় তিনি সম্ভবত কেকেআরের হয়ে আর ডাগআউটে বসবেন না। এছাড়াও রিটেনশন পলিসি নিয়েও বেশ চিন্তায় কেকেআর। মেগা নিলামের আগে দলের অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিলে দলের পুুরো কম্বিনেশনই ঘেঁটে যাবে, এই পরিস্থিতিতে বিভিন্ন বিভিন্ন দলই বিভিন্ন প্রস্তাব দিয়েছে আইপিএলের আয়োজকদের দিয়ে। এদিকে ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়েও প্রস্তাব গেছে বোর্ডের কাছে।
শোনা যাচ্ছে আইপিএলের বেশ কয়েকটি দলের তরফে রিটেনশন পলিসি নিয়ে প্রস্তাব গেছে আয়োজকদের কাছে। তাঁর মধ্যে একটি দল আবেদন করেছে যাতে কোনও রিটেনশনই না দেওয়া হয়। অর্থাৎ কোনও দলই যাতে কোনও ক্রিকেটারকে দলে ধরে রাখতে না পারে। এদিকে একটি দলের তরফে দাবি করা হয়েছে ৮জন করে প্লেয়ার রিটেনশন পলিসির জন্য। এক্ষেত্রেই বলাই বাহুল্য, কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর আগেই জানিয়েছিলেন তাঁরা ৮টি প্লেয়ার রিটেনশন চান, নাহলে এত কষ্ট করে বৈভব অরোরা, হর্ষিত রানা, রিঙ্কু সিংদের নিয়ে গড়া দলের কম্বিনেশন ব্যাপকভাবে ধাক্কা খাবে। চ্যাম্পিয়ন হয়েও এই দল রাখতে না পারলে দলের ফ্যান বেসও ধাক্কা খাবে। এরই মধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে তাঁদের যাতে ৫ থেকে ৭টি করে রিটেনশন দেওয়ার হয়। অর্থাৎ সেট টিমগুলো কেউই চাইছে না দলের কোর টিম বদলে ফেলতে, কারণ একটা কোর টিম ধরে রাখলে তবেই সাফল্য আসা সম্ভব সেটাই দেখা গেছে।
আরও পড়ুন-এক নয় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে কেভিন অর্টেগার বিরুদ্ধে!জেনে নিন রেফারির কীর্তি
এদিকে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়েও বড়সড় কোনও রদবদল হচ্ছে না। আগামী মরশুমের আইপিএলেও থাকতে চলেছে এই নীতি। এবারের আইপিএলের সময় বারবার বোলাররা দাবি করেছিলেন ফ্ল্যাট উইকেটের পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার রুল তাঁদের বিরোধী হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স থাকছে না। ভারত অধিনায়ক রোহিত শর্মাও খোদ এই নিয়েমর বিরোধিতাই করেছিলেন। স্পষ্ট বলেছিলেন শিবম দুবের মতো অলরাউন্ডারদের দিয়ে বল করানো হচ্ছে না এই নিয়মের জেরে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো চাইছে এই নিয়ে লাগু থাকুক আইপিএলে, সেই কারণেই বড়সড় কোনও পরিবর্তনই আসছে না ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়ে।
আরও পড়ুন-ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি! ইস্টবেঙ্গলে যোগ দিয়েই জানিয়ে দিলেন ভারতীয় ডিফেন্ডার
প্রসঙ্গত রোহিত শর্মা যে কথাটি শিবম দুবের বিষয় বলেছিলেন, সেটাই প্রমাণিত হয় বিশ্বকাপে। কারণ টি২০ বিশ্বকাপে শিবম দুবেকে বল হাতে খুব বেশি ব্যবহার করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।