বাংলা নিউজ > ক্রিকেট > ভারতীয় দল সঠিক সময়েই বাংলাদেশ সফরে আসবে… কূটনৈতিক অস্বস্তির মাঝেও BCB-র বড় দাবি
পরবর্তী খবর
ভারতীয় দল সঠিক সময়েই বাংলাদেশ সফরে আসবে… কূটনৈতিক অস্বস্তির মাঝেও BCB-র বড় দাবি
2 মিনিটে পড়ুন Updated: 03 May 2025, 10:46 AM ISTSanjib Halder
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক টানাপোড়েনের কারণে জটিলতা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এর মাঝেই নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘সফর যেভাবে হওয়ার কথা আছে, সেভাবেই হবে। দুই বোর্ড মিলে সূচি চূড়ান্ত করেছে, এখানে আর কোনও আলোচনার জায়গা নেই।’
কূটনৈতিক অস্বস্তির মাঝেও ভারতীয় দল নিয়ে BCB-র বড় দাবি (ছবি- এক্স)
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক টানাপোড়েনের কারণে জটিলতা বাড়ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের অগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এপ্রিল মাসে সূচি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও সফরটি নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া এক রিপোর্টে বলা হয়েছে, ‘চলতি পরিস্থিতির কারণে সফর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
প্রতিবেদন অনুসারে, ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন ও বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক অস্বস্তি সফরের সম্ভাবনাকে আরও দুর্বল করে তুলেছে। যদিও বিসিবির পক্ষ থেকে সফর বাতিল হওয়ার আশঙ্কা নাকচ করা হয়েছে।
নানা রিপোর্টে দাবি করা হয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘সফর যেভাবে হওয়ার কথা আছে, সেভাবেই হবে। দুই বোর্ড মিলে সূচি চূড়ান্ত করেছে, এখানে আর কোনও আলোচনার জায়গা নেই।’ সফরসূচি অনুযায়ী, ভারতের বিরুদ্ধে ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
তবে এই সফর অনিশ্চিত হওয়ার পিছনে রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করা হয়েছে। তারা একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে আনে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান মন্তব্য করেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এই বিষয়ে চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।’
পত্রিকাটি দাবি করেছে, ফজলুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের প্রধান। তার এই মন্তব্য ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সফর নিয়েও অনাগ্রহ তৈরি করেছে বিসিসিআইয়ের মধ্যে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দ্রুত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের মন্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত এবং সেটি বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতি প্রতিফলিত করে না।’ সরকার স্পষ্টভাবে জানায়, ওই মন্তব্য সরকার সমর্থন করে না এবং তা কোনওভাবেই রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত নয়।