ইতিহাসে প্রথমবার পরপর দুটি আইসিসি ট্রফি ডিতল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। এতদিন পর্যন্ত কখনও সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পরপর দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়নি। সেটাই এবার করে দেখালেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। তাঁরা ২০২৪ সালের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। আর ২০২৫ সালের ৯ জুন জিতলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেইসঙ্গে গড়ে ফেললেন ইতিহাস। সেইসঙ্গে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রতিটি মহাদেশের দেশকে হারানোর নজির গড়ে ফেলল।
১) ১৯৮৩ সালের বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল (আমেরিকা মহাদেশ)।
২) ২০০৭ সালের টি-টোয়েন্টি-বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়েছিল (এশিয়া মহাদেশ)।
৩) ২০১১ সালের বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়েছিল (এশিয়া মহাদেশ)।
৪) ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: ইংল্যান্ডকে হারিয়েছিল (ইউরোপ মহাদেশ)।
৫) ২০২৪ সালের টি-টোয়েন্টি-বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল (আফ্রিকা মহাদেশ)।
৬) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: নিউজিল্যান্ডকে হারাল (ওশেয়ানিয়া মহাদেশ)।
ভারতের স্পিনারদের জালে হাসফাঁস কিউয়িদের
রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। যদিও ইনিংসের শুরুটা দেখে মনে হয়েছিল যে ৩০০ রান তুলে ফেলবেন কিউয়িরা। পরবর্তীতে ভারতীয় স্পিনারদের গুঁতোয় প্রবল চাপে পড়ে যান তাঁরা। তখন আবার মনে হচ্ছিল যে ২৩০ রানের নীচেই আটকে যাবেন।কিন্তু সাতে নেমে মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে অপরাজিত ৫৩ রানের সুবাদে ২৫০ রানের গণ্ডি পার করে যান। কিউয়িদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ডারিল মিচেল। তবে ১০১টি বল খেলেন। ২৯ বলে ৩৭ রান করেন রাচিন।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। ১০ ওভারে ৪৫ রান খরচ করেন বরুণ। কুলদীপ ১০ ওভারে খরচ করেন ৪০ রান। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নেন। অক্ষর প্যাটেল কোনও উইকেট না পেলেও আট ওভারে মাত্র ২৯ রান খরচ করেন। তবে ভারতীয় পেসাররা কিছুটা বেশি রান খরচ করে ফেলেন। নয় ওভারে ৭৪ রান দিয়ে এক উইকেট নেন মহম্মদ শামি। হার্দিক পান্ডিয়া তিন ওভারে ৩০ রান খরচ করেন।
রোহিতের বিধ্বংসী ইনিংসে দুরন্ত শুরু ভারতের
পেসারদের কারণে ভারতের লক্ষ্যমাত্রা বেড়ে গেলেও শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মারা। ট্রেডমার্ক রোহিত স্টাইলে খেলতে থাকেন ভারত অধিনায়ক। শুভমন গিল সেরকম ছন্দে না থাকলেও রোহিত কার্যত একাহাতে ইনিংস টানছিলেন। দু'জনে মিলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান তুলে ফেলেন। অর্ধশতরান পূরণ করে ফেলেন রোহিত। বিনা উইকেটে ১০০ রানের গণ্ডিও পেরিয়ে যায় ভারত।
ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে চাপে পড়ে যায় ভারত
কিন্তু ১৯ তম ওভারে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে খেলার মোড় ঘুরে যায়। গিল যে শটটা মেরেছিলেন, সেটা নিশ্চিত চার ছিল। ফিলিপস সেটাও ক্যাচ ধরে দেন। সেখান থেকেই হোঁচট খেতে শুরু করে টিম ইন্ডিয়া। ১৮.৩ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ১০৫ রান। সেখানে ২৬.১ ওভারে ১২২ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। এক রানে আউট হয়ে যান বিরাট কোহলি। লাগাতার চাপের মুখে রান না ওঠায় বড় শট মারতে গিয়ে ৭৬ রানে আউট হয়ে যান রোহিত।