বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই হটস্টারে লাইভ সম্প্রচার নিয়ে অভিযোগ তুললেন নেটিজেনরা। শুক্রবার ম্যাচের পাঁচ মিনিট পেরোতে না পেরোতেই নেটিজেনদের একাংশ অভিযোগ তুলতে শুরু করেন যে আগেই ‘সাউন্ড’ চলে আসছে। আর তারপর আসছে ‘ভিস্যুয়াল’। অর্থাৎ যে মুহূর্তটা হটস্টারে দেখানো হচ্ছে, সেটার সঙ্গে শব্দ মিলছে না। আগে শব্দ চলে আসছে। তারপর সেই মুহূর্তের ভিডিয়ো দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন নেটিজেনদের একাংশ। কেউ-কেউ দাবি করেছেন যে এখন তাঁদের আর সেই সমস্যা হচ্ছে না। কারও কারও এখন সেই সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
‘আমি কি মিউট করে খেলা দেখব?’
আর সেই বিষয়টি নিয়ে এক নেটিজেন বলেন, ‘আমি কি মিউট করে খেলা (বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচ) দেখব?’ অনেকেই আবার প্রথমে ভাবছিলেন যে তাঁরাই একমাত্র সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরে নেটপাড়ায় অনেককে একই অভিযোগ করতে দেখে তেমনই এক নেটিজেন বলেন, ‘আমি ভাবছিলাম যে এটা শুধু আমার ফোন হচ্ছে।’ একজন আবার মজা করে বলেন, ‘উইকেট যে পড়ছে, সেটা দেখার আগেই আমরা জেনে যাব।’
আরও পড়ুন: BGT 2024-25: খেলার জন্য ফিট অশ্বিন-জাদেজা, তবু দলে জায়গা পেলেন অন্য কেউ! প্রথমবার ঘটল এমন
সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিমও ছড়িয়ে পড়েছে। এক নেটিজেন একটি ছবি পোস্ট করে বলেছেন, ‘এরকমই হচ্ছে হটস্টারের ইংরেজি কমেন্ট্রি।’ আর ছবিতে দেখা গিয়েছে যে এক ব্যক্তির পিছনে রিকশা আছে। আর তিনি সামনে শূন্যে উড়ে আছেন। আর রিকশার উপরে লেখা আছে, ‘ভিস্যুয়াল।’ আর ওই ব্যক্তির উপরে লেখা আছে, ‘কমেন্ট্রি।’ আর অর্থাৎ ওই নেটিজেন বোঝাতে চেয়েছেন যে আগে কমেন্ট্রি শোনা যাচ্ছে। আর তারপর ভিস্যুয়াল দেখা যাচ্ছে।
আরও পড়ুন: বাবার পথ অনুসরণ করছেন বীরেন্দ্র সেহওয়াগের ছেলে! কোচবিহার ট্রফিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন আর্যবীর
পার্থে ধুঁকছে ভারত
আর সেইসবের মধ্যেই পার্থে প্রথম টেস্টে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। আগ্রাসী শট মারতে গিয়ে গালিতে ধরা পড়ে যান। চতুর্থ স্টাম্পে মিচেল স্টার্কের বলটা ছিল। ফুল লেংথ বল। আর সেরকম বলে পার্থে যে কাজটা করতে নেই, ঠিক সেটাই করেন যশস্বী। ড্রাইভ মারতে যান। বল বাউন্ডারিতে যায়নি। বরং তাঁকে ড্রেসিংরুমের পথে হাঁটা লাগাতে হয়।
যশস্বী আউট হওয়ার পরে ক্রিজে আসেন দেবদূত পাডিক্কাল। তিনি কেএল রাহুলের সঙ্গে খেলছেন। পার্থের পিচে রীতিমতো আগুন ছোটাচ্ছেন স্টার্ক। সঙ্গ দিচ্ছেন বাকি অজি বোলাররাও। নয় ওভারে ভারতের স্কোর এক উইকেট ১৪ রান। ৩০ বলে আট রানে খেলছেন রাহুল। আর ১৭ বল খেললেও এখনও কোনও রান করতে পারেননি পাডিক্কাল।