ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য প্রত্যাশা মতোই পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান। যদিও স্কোয়াডে থাকা সত্ত্বেও দলের সেরা তারকাকে এই সিরিজের একটিও ম্যাচে নাও পেতে পারে আফগানরা।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আফগানিস্তানকে নেতৃত্ব দেন রশিদ খান। তবে পিঠে অস্ত্রোপচারের পরে তিনি এখনও পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠেননি। আফগান নির্বাচকরা ভারত সফরের স্কোয়াডে জায়গা করে দিয়েছেন রশিদকে। তবে ওদেশের ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রশিদ সম্ভবত কোনও ম্যাচেই মাঠে নামবেন না।
রশিদের বদলে এই সিরিজে আফগানিস্তানের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ইব্রাহিম জাদরান, যিনি আমিরশাহির বিরুদ্ধে গত সিরিজেও আফগানদের নেতৃত্ব দেন। রশিদ খান সেই সিরিজেও মাঠে নামেননি। রশিদকে ছাড়াই আফগানিস্তান ৩ ম্যাচের টি-২০ সিরিজে আমিরশাহিকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়।
রশিদ ছাড়াও আইপিএল খেলা বাকি সব তারকাই জায়গা পেয়েছেন ভারত সফরের টি-২০ সিরিজের দলে। কেকেআরের হয়ে আইপিএল খেলা রহমানউল্লাহ গুরবাজ ছাড়াও আফগানিস্তান দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ভারতে নিয়ে আসছে ইক্রম আলিখিলকে। আফগানিস্তান তিন ম্যাচের সিরিজের জন্য ১৯ জনের বড় স্কোয়াড নিয়ে ভারতে আসছে।
আরও পড়ুন:- India-A Squad: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একজোড়া ম্যাচে ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেবেন ঈশ্বরন, স্কোয়াডে রয়েছেন আকাশ দীপও
আমিরশাহির বিরুদ্ধে গত সিরিজে আফগানিস্তানের দলে ছিলেন না মুজিব উর রহমান। তবে ভারত সফরের স্কোয়াডে তিনি কামব্যাক করেছেন। আমিরশাহি সিরিজে আফগানিস্তানের রিজার্ভ ক্রিকেটার ছিলেন ইক্রম। তিনি এবার ব্যাকআপ উইকেটকিপার হিসেবে মূল স্কোয়াডে ঢুকে পড়েন।
আমিরশাহি সফরের স্কোয়াডে থাকা মহম্মদ ইশাক, সেদিকউল্লাহ অটল, ডারউইশ রসুলিরা বাদ পড়েছেন ভারত সফরের স্কোয়াড থেকে। উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি শুরু হবে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ খেলা হবে মোহালিতে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলা হবে যথাক্রমে ১৪ ও ১৭ জানুয়ারি। ম্যাচ ২টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: এমন ঝোপঝাড়ে ভরা স্টেডিয়ামে রঞ্জি ম্য়াচ! গ্যালারির দুরবস্থা দেখে রেগে লাল প্রসাদ