বাংলা নিউজ > ক্রিকেট > Champions Trophy Final Ind vs NZ Live- চ্যাম্পিয়ন ভারত, ম্যাচের সেরা রোহিত
Champions Trophy Final Ind vs NZ Live- চ্যাম্পিয়ন ভারত, ম্যাচের সেরা রোহিত
23 মিনিটে পড়ুন Updated: 09 Mar 2025, 11:03 PM IST লেখক Moinak Mitra
Champions Trophy Final Ind vs NZ Live- আইসিসি চ্যাম্পিন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল ফাইনালে। ১ ওভার বাকি থাকতেই জিতল ভারত। ৩৩ বলে অপরাজিত ৩৪ রান করলেন রাহুল। চার মেরে দলকে জেতালেন জাদেজা। রোহিত শর্মা করেন ৭৬ রান। ম্যাচের সেরা রোহিত শর্মা, প্রতিযোগিতার সেরা রাচিন রবীন্দ্র
Champions Trophy Final Ind vs NZ Live- আইসিসি চ্যাম্পিন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল ফাইনালে। ১ ওভার বাকি থাকতেই জিতল ভারত। ৩৩ বলে অপরাজিত ৩৪ রান করলেন রাহুল। চার মেরে দলকে জেতালেন জাদেজা। রোহিত শর্মা করেন ৭৬ রান। ২টি করে উইকেট নেন কুলদীপ এবং বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরা রোহিত শর্মা, প্রতিযোগিতার সেরা রাচিন রবীন্দ্র
09 Mar 2025, 11:03 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- চ্যাম্পিয়ন ভারত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লাইভ ব্লগ এখানেই শেষ, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এই কভারেজে এতদিন থাকার জন্য।
09 Mar 2025, 10:53 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৮ বছরের অপেক্ষার অবসান
২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারের জ্বালা মিটল ভারতের। অবশেষে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রায় সব বড় দলকে হারিয়েই চ্যাম্পিয়ন ভারত। ৮ বছরের দীর্ঘ অপেক্ষার ভারত। অপরাজিতভাবেই দুবাইতে চ্যাম্পিয়ন ভারত। ৫ ম্যাচের পাঁচটিতেই জিতেছে টিম ইন্ডিয়া।
09 Mar 2025, 10:45 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- পুরস্কার উঠল রোহিতের হাতে
আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের হাতে ট্রফি উঠল। রোহিত শর্মার হাতে জায়গা পেল বহুকাঙ্খিত ওডিআই ট্রফি।
09 Mar 2025, 10:42 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- বরুণে মুগ্ধ রোহিত
বরুণ চক্রবর্তীর পারফরমেন্স দেখে রোহিত বলছেন- এমন একজনকে দলে পাওয়া খুবই ভালো ব্যাপার। ও অন্যদের থেকে আলাদা। ওর মধ্যে একটা ব্যাপার আছে। প্রথম দিকের ম্যাচে ওকে খেলাইনি, যখন থেকে সুযোগ পেয়েছে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে আমাদের। ওর মতো একজন ক্রিকেটারকে যত বেশি সম্ভব ব্যবহার করতে চাই আমরা
09 Mar 2025, 10:39 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- পুরস্কার নিতে আসছে চ্যাম্পিয়ন ভারত
রোহিত শর্মা প্রথমেই পুরস্কার নিতে এসে দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটা আমাদের হোম গ্রাউন্ড নয়, তাও যেভাবে দর্শকরা আমাদের সমর্থন করেছে, তাঁদের ধন্যবাদ জানাতে চাইব। লোকেশ রাহুল বরাবরই মাথা ঠান্ডা রেখে খেলে, চাপের সময়ও চোক করে না। ওর জন্যই আমরা সামনের দিকে খোলা মনে খেলতে পারি। গোটা প্রতিযোগিয়া জুড়েই আমাদের স্পিনাররা ভালো ক্রিকেট খেলে এসেছে। দল হিসেবেও আমরা ভালো ক্রিকেট খেলেছি ’
09 Mar 2025, 10:31 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- রানার্স আপ দলকে পুরস্কার দেওয়া হচ্ছে
রানার্স আপ দল নিউজিল্যন্ডকে পুরস্কার দেওয়া হচ্ছে। মিচেল স্যান্টনার শেষে এলেন পদক গ্রহণ করতে। এরপর তিনি বললেন, যোগ্য দলের বিরুদ্ধেই তাঁরা হেরেছেন। দলের লড়াইও খুশি তিনি। পাওয়ারপ্লেতে রোহিতের ব্যাটিং দেখেও প্রশংসা করলেন কিউয়ি অধিনায়ক। এরপর তিনি জানান, নিউজিল্যান্ড ২০-২৫ রান কম করেছে।
09 Mar 2025, 10:13 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- প্রতিযোগিতার সেরা হলেন রাচিন রবীন্দ্র
২৬৩ রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন রাচিন রবীন্দ্র
09 Mar 2025, 10:09 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ম্যাচের সেরা রোহিত শর্মা
ফাইনালে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা। ৮৩ বলে ৭৬ রান করেন রোহিত। পুরস্কার পেয়ে তিনি বললেন, ‘আমরা গোটা প্রতিযোগিতা জুড়েই ভালো খেলেছি, তাই এমন ফল করতে পেরে ভালো লাগছে। আমি আগে একরকমভাবে খেলে এসেছি, এখন অন্যরকমভাবে খেলছি দলের স্বার্থে, যাতে দল ফল পায়। আমার সঙ্গে ম্যানেজমেন্ট, কোচিং স্টাফেরও এই নিয়ে ভালো বোঝাপড়া রয়ে। আমরা চেয়েছিলাম যত বেশি সম্ভব বড় ব্যাটিং লাইন আপ নিয়ে খেলতে। জাদেজা ৮ নম্বরে ব্যাটিং করতে আসছে, এটা সামনের দিকে আমাদের অ্যাটাকিং খেলতেও স্বাধীনতা দেয় ’।
09 Mar 2025, 10:04 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- বিরাট বললেন ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ ছিল
বিরাট- আমরা চেয়েছিলাম অস্ট্রেলিয়ায় একটা কঠিন সিরিজের পর ভালোভাবে ঘুরে দাঁড়াতে, আর সেটা করতে পেরে ভালো লাগছে। এই জন্যই আমাদের দল এক শক্তিশালী। প্রত্যেকেই পারফর্ম করেছে। দলগত সংহতিতেই এই জয় এসেছে আমাদের। আমাদের জন্য এই প্রতিযোগিতাটা খুবই আনন্দের এবং ভালো গেছে। যতদিন খেলব পারফর্ম করব, চাইব এমন একটা পরিস্থিতিতে ভারতীয় দল থাকুক যাতে পরের ৮ থেকে ১০ বছর ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কোনও চিন্তা না থাকে।
09 Mar 2025, 10:03 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- বরুণ চক্রবর্তী বলছেন, তিনি হঠাৎ করেই সুযোগ পেয়েছিলেন
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বরুণ বললেন, বুমরাহ চোট পাওয়ায় হঠাৎ করেই শেষ মূহূর্তে তাঁকে সুযোগ দেওয়া হয়। আর সেই সুযোগ কাজে লাগাতে পেরে খুশি তিনি
09 Mar 2025, 09:57 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২০১৩র পর ফের চ্যাম্পিয়ন ভারত
মহেন্দ্র সিং ধোনির পর ক্যাপ্টন রোহিত শর্মাও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেন। অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতলেন ক্যাপ্টেন হিসেবে রোহিত।
09 Mar 2025, 09:54 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- জুন মাসের পর মার্চের শুরুতে ফের আইসিসি ইভেন্ট জিতল ভারত
৯ মাসের মধ্যে দ্বিতীয় আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন হল ভারত। জুন মাসে টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার ৫০ ওভারের ফরম্যাটে আইসিসির ইভেন্টেও চ্যাম্পিয়ন ভারত
09 Mar 2025, 09:50 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- চ্যাম্পিয়ন ভারত, ৪ উইকেটে জিতল ভারত
আইসিসি চ্যাম্পিন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল ফাইনালে। ১ ওভার বাকি থাকতেই জিতল ভারত। ৩৩ বলে ৩৪ রান করলেন রাহুল। ৬ বলে ৯ রান করে অপরাজিত রবীন্দ্র জাদেজা
09 Mar 2025, 09:45 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৯তম ওভারেই চ্যাম্পিয়ন ভারত
উইলিয়াম রুরকির প্রথম বলেই ২ রান নিলেন লোকেশ রাহুল
দ্বিতীয় বলে সিঙ্গল নিলেন রাহুল
তৃতীয় বলটি লেগ সাইড দিয়ে গেল, ডট বল হল
চতুর্থ বলে ১ রান নিলেন জাদেজা
পঞ্চম বলে ১ রান নিলেন লোকেশ রাহুল
ষষ্ঠ বলে চার মেরে দলকে জেতালেন রবীন্দ্র জাদেজা
09 Mar 2025, 09:39 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট হার্দিক, ভারতের ১২ বলে চাই আর ৭
৪৮তম ওভারটি করছেন কাইল জেমিসন, প্রথম বলে সিঙ্গল নিলেন লোকেশ রাহুল
দ্বিতীয় বলটি ডট হল
তৃতীয় বলে আউট হার্দিক পাণ্ডিয়া, বড়় শট খেলতে গিয়ে মিসহিট করলেন, কট অ্যান্ড বোল্ড করলেন কাইল জেমিসন
এসেই ২ রান নিলেন রবীন্দ্র জাদেজা
পঞ্চম বলেও ফাইন লেগের দিকে ২ রান নিলেন জাদেজা
ষষ্ঠ বলে কোনও রান এল না
09 Mar 2025, 09:34 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট অক্ষর, ভারতের জয়ের জন্য চাই ২৩ বলে ২০
উইল ও রুরকি বোলিং করছেন ৪৭তম ওভার। প্রথম বলে ১ রান নিলেন লোকেশ রাহুল।
দ্বিতীয় বলে বিট খেলেন হার্দিক পাণ্ডিয়া
তৃতীয় বলে হার্দিক পাণ্ডিয়া চার মারলেন চতুর্থ বলে হার্দিক পাণ্ডিয়া ১ রান নিলেন
পঞ্চম বলে ২ রান নিলে লোকেশ রাহুল ষষ্ঠ বলে ১ রান নিলেন রাহুল, এই ওভারে মোট এল ৯ রা
09 Mar 2025, 09:30 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট অক্ষর, ভারতের জয়ের জন্য চাই ২৫ বলে ২৪
ষষ্ঠ বলে ১ রান নেন রাহুল, এই ওভার থেকে এল মোট ১১ রান
09 Mar 2025, 09:25 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট অক্ষর, ভারতের জয়ের জন্য চাই ৩০ বলে ৩২
৪৫তম ওভারের প্রথম বলেই কভারের দিকে চার মারলেন লোকেশ রাহুল।
দ্বিতীয় বলে থার্ড ম্যানের দিকে শট খেলে নিলেন দু রান।
তৃতীয় বলে সিঙ্গল নিলেন রাহুল
চতুর্থ বলে ডট হল
পঞ্চম বলটি বাউন্সার হয়
ষষ্ঠ বলে ১ রান নিলেন হার্দিক পাণ্ডিয়া, ওভার থেকে এল মোট ৮ রান
09 Mar 2025, 09:23 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট অক্ষর, ভারতের জয়ের জন্য চাই ৩৬ বলে ৪০
রাচিন রবীন্দ্র করলেন ৪৪তম ওভারটি। এই ওভার থেকে এল ৬ রান। ১৬ রানে খেলছেন রাহুল, ৫ রানে হার্দিক
09 Mar 2025, 09:20 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৩ ওভারে ভারত ২০৬/৫
মিচেল স্যান্টনারের এই ওভার থেকে এল তিন রান। লোকেশ রাহুল এবং হার্দিক পাণ্ডিয়া খেলাটা ডিপ নিয়ে যেতে চান, অযথা উইকেট হারাতে চান না। ভারতের দরকার ৪২ বলে ৪৬
09 Mar 2025, 09:13 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট অক্ষর, জয়ের জন্য ভারতের চাই আরও ৪৯
অযথা ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে লং অফের হাতে ক্যাচ তুলে দিলেন অক্ষর প্য়াটেল। ৪০ বলে ২৯ রান করে আউট অক্ষর। উইকেট নিলেন মাইকেল ব্রেসওয়েল, ভারতের পঞ্চম উইকেটের পতন।
09 Mar 2025, 09:11 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪১ ওভারে ভারত ২০২/৪
২০০ রানের গণ্ডি টপকে গোল ভারত। মিচেল স্যান্টনারের ওভারে লোকেশ রাহুল লং অনের ওপর থেকে ছয় মারেন। ৪১তম ওভার থেকে এল ১১ রান।
09 Mar 2025, 09:06 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪০ ওভারে ভারত ১৯১/৪
মাইকেল ব্রেসওয়েলের ওভার থেকে এল ১ রান। এখনও বাকি রয়েছে ১০ ওভার, ভারতের জয়ের জন্য দরকার আর ৬১ রান।
09 Mar 2025, 09:00 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট শ্রেয়স আইয়ার, ভারতের দরকার আরও ৬২
আউট শ্রেয়স আইয়ার। ৬২ বলে ৪৮ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। ভারতের জয়ের জন্য আর দরকার ৬৯ রান। মিচেল স্যান্টনারের চতুর্থ বলে রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরলেন শ্রেয়স। ওভারের শেষ বলে স্কোয়ার লেগের দিকে ছয় মারলেন অক্ষর প্যাটে
09 Mar 2025, 08:56 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৮ ওভারে ভারত ১৮৩/৩
উইল ও রুরকির বলে মিড উইকেটে চার মারেন অক্ষর প্যাটেল। এই ওভারে ৭ রান।
09 Mar 2025, 08:51 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৭ ওভারে ভারত ১৭৬/৩
৩৭তম ওভারের তৃতীয় বলে লং অনের ওপর থেকে বিশাল ছয় মারেন শ্রেয়স আইয়ার। চতুর্থ বলে তাঁর সহজ ক্যাচ মিস করেন কাইল জেমিসন। গ্লেন ফিলিপসের বলে লং অনে সহজতম ক্যাচ মিস করেন জেমিসন। শ্রেয়স এবং অক্ষরের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ হয়ে গেল। ওভার থেকে এল ১০ রান। ৭৮ বলে চাই ৭৬ রান।
09 Mar 2025, 08:47 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৬ ওভারে ভারত ১৬৬/৩
ভ্যারিয়েশন আনার চেষ্টা। উইলিয়াম রুরকিকে বোলিংয়ে ফেরালেন মিচেল স্যান্টনার। এই ওভারে এল ৫ রান।
09 Mar 2025, 08:42 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৫ ওভারে ভারত ১৬১/৩
গ্লেন ফিলিপসের ওভার থেকে এল মাত্র ২ রান। কোনও ঝুঁকি না নিয়ে এগোতে চাইছেন শ্রেয়স এবং অক্ষর। ইতিমধ্যেই এই প্রতিযোগিতায় রানের নিরিখে বিরাট কোহলিকে টপকে গেলেন শ্রেয়স। তিনি সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সবার ওপরে আছেন ২৬৩ রান করে রাচিন রবীন্দ্র
09 Mar 2025, 08:38 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৪ ওভারে ভারত ১৫৯/৩
মাইকেল ব্রেসওয়েলের ওভার থেকে এল পাঁচ রান। জয়ের জন্য ৯৬ বলে ভারতের প্রয়োজন আর ৯৩ রান।
09 Mar 2025, 08:36 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৩ ওভারে ভারত ১৫৪/৩
গ্লেন ফিলিপসের এই ওভারে শ্রেয়স আইয়ার একটি চার মারলেন, মোট এল ৯ রান। ভারতের টার্গেটও নেমে এল ১০০র নিচে।
09 Mar 2025, 08:33 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩২ ওভারে ভারত ১৪৫/৩
মাইকেল ব্রেসওয়েলের ওভার থেকে এল চার রান। ম্যাট হেনরির না থাকা নিউজিল্যান্ডকে অনেকটা ভোগাল। আসতে আসতে রান তোলার লক্ষ্যে অক্ষর এবং শ্রেয়স। জয়ের জন্য আরও চাই ১০৭ রান
09 Mar 2025, 08:30 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩১ ওভারে ভারত ১৪১/৩
৩০তম ওভার করলেন মাইকেল ব্রেসওয়েল, দিলেন মাত্র ৩ রান। গ্লেন ফিলিপসের ৩১তম ওভারটি থেকে আসে পাঁচ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ১১১ রান
09 Mar 2025, 08:24 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৯ ওভারে ভারত ১৩৩/৩
গ্লেন ফিলিপসের এই ওভারে এল পাঁচ রান। ইনিংস বিল্ড করতে হবে ভারতকে। দরকার আরও ১১৯ রান
09 Mar 2025, 08:19 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৮ ওভারে ভারত ১২৮/৩
২৮তম ওভারটি করলেন মাইকেল ব্রেসওয়েল। তৃতীয় বলে স্কোয়ার লেগের দিকে ছয় মারলেন শ্রেয়স আইয়ার। বল উইং ইয়ং বাঁচানোর চেষ্টা করলেও বাউন্ডারি লাইনে তাঁর পা স্পর্শ করায় ছয় রান পেল ভারত। এই ওভারে এল ৬রান।
09 Mar 2025, 08:16 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৭ ওভারে ভারত ১২২/৩
১৭ রানের মধ্যে তিনটি উইকেট হারাল ভারত। অযথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেরাই নিজেদের চাপ বাড়াচ্ছে ভারত। ১০৫ রানে প্রথম উইকেট পড়ে গিলের, এরপর বিরাট এবং রোহিত আউট হলেন। আপাতত খেলছেন অক্ষর প্যাটেল এবং শ্রেয়স। দরকার রয়েছে পার্টনারশিপের। রাচিন রবীন্দ্র ২৭তম ওভারটি করলেন, এটিও মেডেন হল।
09 Mar 2025, 08:13 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- বাজে শট খেলতে গিয়ে আউট রোহিত, চাপে ভারত
৮৩ বলে ৭৬ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। রাচিন রবীন্দ্রর ২৭তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গেলেন তিনি স্টেপ আউট করে, মিস করতেই বল গেল উইকেটকিপারের হাতে। স্টাম্প আউট হয়ে সাজঘরে ভারত অধিনায়ক।
09 Mar 2025, 08:11 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৬ ওভারে ভারত ১২২/২
২৬তম ওভারটি মেডেন করলেন মাইকেল ব্রেসওয়েল। প্রথম বলেই প্রায় আউট করে দিচ্ছিলেন শ্রেয়স আইয়ারকে। কিন্তু কট অ্যান্ড বোল্ডের সুযোগ নষ্ট করেন ব্রেসওয়েল।
09 Mar 2025, 08:10 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৫ ওভারে ভারত ১২২/২
মাইকেল ব্রেসওয়েলের ২৪তম ওভারে আসে ৪ রান। এরপর রাচিন রবীন্দ্র ২৫তম ওভারটি করেন। আসে ১ রান।
09 Mar 2025, 08:03 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৩ ওভারে ভারত ১১৭/২
ফের বোলিংয়ে আনা হল রাচিন রবীন্দ্রকে, তিনি দিলেন মাত্র ২ রান
09 Mar 2025, 08:02 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২২ ওভারে ভারত ১১৫/২
২২তম ওভারে মাইকেল ব্রেসওয়েল বোলিং করলেন, এল মাত্র ২ রান। তার আগে মিচেল স্যান্টনারের ওভার থেকে পাঁচ রান আসে, চার মারেন শ্রেয়স আইয়ার। পরপর দুটো উইকেট একটু চাপ তৈরি করেছে ভারতের ওপর। রোহিতও আর ঝুঁকি নিয়ে বড় শট তেমন খেলছেন না।
09 Mar 2025, 07:51 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট বিরাট কোহলি
ব্রেসওয়েলের বলে আউট বিরাট কোহলি, DRS নেওয়া হলেও বিরাটকে আউট দিলেন টিভি আম্পায়ার। ২০ ওভার শেষে স্কোর ২ উইকেটে ১০৮
09 Mar 2025, 07:48 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- দুর্ধর্ষ ক্যাচ ফিলিপসের
দুর্ধর্ষ ক্যাচে শুভমন গিলকে ফেরালেন গ্লেন ফিলিপস। স্যান্টনারের বোলিংয়ে পাখির মতো আকাশে উড়ে এক হাতে দুরন্ত ক্যাচ নিলেন ফিলিপস। ৫০ বলে ৩১ রান করে সাজঘরে গিল। খেলছেন বিরাট এবং রোহিত। ১৯ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১০৬
09 Mar 2025, 07:46 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট শুভমন গিল
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে ১৪১ রানের ওপেনিং জুটিতে পার্টনারশিপ হয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফখর জামন এবং আজহার আলির মধ্যে ১২৮ রানের পার্টনারশিপ হয়। আর এই ম্যাচে শুভমন গিল এবং রোহিতের মধ্যে ১০৫ রানের পার্টনারশিপ হল।
09 Mar 2025, 07:44 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৮ ওভারে ভারত ১০৩/০
রবীন্দ্রর ১৮তম ওভারে আসে তিন রান। শুভমন গিল পঞ্চম বলে চার মারার চেষ্টা করলেও তা বাউন্ডারি লাইন পেরোয়নি।
09 Mar 2025, 07:38 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৭ ওভারে ভারত ১০০/০
Champions Trophy Final Ind vs NZ Live- ১৬ ওভারে ভারত ৯৭/০
রাচিন রবীন্দ্রর এই ওভার থেকে এল ৪ রান। ভারতীয় দল দ্রুত পৌঁছাচ্ছে ১০০র কাছে। স্যান্টনার চাইছেন লেফ্ট আর্ম স্পিনার হিসেবে রাচিনকে ব্যবহার করে উইকেট তুলতে। তবে রাচিন কিন্তু স্পেশালিস্ট স্পিনার নয়। তাই ফিলিপস, ব্রেসওয়েলকেও ব্যবহার করতে হবে কিউয়ি অধিনায়ককে। নাহলে এই ম্যাচ ৪৫ ওভারের মধ্যেই জিতে যেতে পারে ভারত।
09 Mar 2025, 07:32 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৫ ওভারে ভারত ৯৩/০
স্যান্টনারের ওভার থেকে এল ৭ রান। দ্বিতীয় বলেই দুর্দান্ত চার মারেন রোহিত, মিড উইকেটের দিকে। কোনও বোলারকেই সেট হতে দিচ্ছেন না রোহিত-গিল।
09 Mar 2025, 07:28 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৪ ওভারে ভারত ৮৬/০
রাচিন রবীন্দ্রর ওভার থেকে এল ১০ রান। শুরুর কয়েকটা বলে স্ট্রাইক রোটেট করার পর ওভারের শেষ বলে রাচিনের মাথার ওপর থেকে ছয় মারেন শুভমন গিল।
09 Mar 2025, 07:26 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৩ ওভারে ভারত ৭৬/০
স্যান্টনারের এই ওভারে এল পাঁচ রান। রোহিত শর্মা, শুভমন গিলরা গ্যাপ দেখে রান করার চেষ্টা করছেন। অযথা ঝুঁকি নিচ্ছেন না। কারণ ওপেনিং জুটি যত বেশি রান করতে পারবে, ততই জয়ের দিকে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া।
09 Mar 2025, 07:22 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১২ ওভারে ভারত বিনা উইকেটে ৭১
রাচিন রবীন্দ্রর ওভার থেকে এল ছয় রান। পঞ্চম বলে রোহিতের ব্যাটে এজ লেগে থার্ড ম্যানের দিকে চার রান আসে।
09 Mar 2025, 07:17 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- অর্ধশতরান অধিনায়ক রোহিতের, ভারত ৬৫/০
৪১ বলে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সঠিক সময়ই জ্বলে উঠলেন তিনি। দিলেন ভারতকে ভালো স্টার্ট। এখনও পর্যন্ত ইনিংসে মেরেছেন ৫টার চার এবং তিনটি ছয়। স্যান্টনারের ওভার থেকে এল ১ রান। ভারত ১১ ওভার শেষে ৬৫/০
09 Mar 2025, 07:15 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১০ ওভারে ভারত বিনা উইকেটে ৬৪
রাচিন রবীন্দ্রর এই ওভার থেকে এল চার রান। রোহিত শর্মা পৌঁছে গেলেন ৪৯ রানে। স্পিনারদের দিয়েই এবার বোলিং করাচ্ছেন স্যান্টনার।
09 Mar 2025, 07:12 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৯ ওভারে ভারত বিনা উইকেটে ৬০
পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলছেন দেখে বোলিংয়ে এলেন মিচেল স্যান্টনার। কিউয়ি অধিনায়ক দিলেন মাত্র ১ রান।
09 Mar 2025, 07:06 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- রোহিত ঝড়ে ৭.২ ওভারে ৫০র গণ্ডি টপকাল ভারত
নাথান স্মিথের দ্বিতীয় বলে বোলারের মাথার ওপর থেকে ছয় মেরে ভারতকে ৫০র গণ্ডি টপকে দেন রোহিত শর্মা। পঞ্চম বলে লেগ সাইডে সুন্দর চার মারেন রোহিত। শেষ বলেও ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চার মারেন রোহিত। ওভার থেকে আসে ১৪রান।
09 Mar 2025, 07:03 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৭ ওভার শেষে ভারত ৪৫/০
কাইল জেমিসনের চতুর্থ বলে মিড উইকেটের ওপর থেকে চার মারেন রোহিত শর্মা। এই ওভারের দ্বিতীয় বলে শুভমন গিল শট খেলেন, মিড উইকেটের দিকে মারা সেই শট ডারিল মিচেলের হাতে লেগে ছিটকে যায়, ক্যাচ মিস হওয়ায় বেঁচে যান গিল। ওভার থেকে এল ৬ রান
09 Mar 2025, 07:01 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৬ ওভার শেষে ভারত ৩৯/০
নাথান স্মিথের এই ওভারের তৃতীয় বলে দুরন্ত ছয় মারলেন রোহিত শর্মা। ৯২ মিটার দূরত্বে ছয় মারলেন হিটম্যান, ওভার থেকে এল ৮ রান।
09 Mar 2025, 06:56 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৫ ওভার শেষে ভারত ৩১/০
কাইল জেমিসন এই ওভারে দিলেন মাত্র ১ রান। চতুর্থ বলে ১ রান নেন রোহিত। কোনও রিস্ক না নিয়ে ক্রিকেট খেলতে চাইছে ভারত। ফাইনাল ম্যাচ হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাইছে না গিল।
09 Mar 2025, 06:52 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪ ওভার শেষে ভারত ৩০/০
উইলিয়াম রুরকির এই ওভারে এল পাঁচ রান। রোহিত শর্মা এই ওভারে গলায় কোনও সমস্যা অনুভব করায় ফিজিও দেখতে আসেন।
09 Mar 2025, 06:46 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩ ওভার শেষে ভারত ২৫/০
কাইল জেমিসনের এই ওভার থেকে এল তিন রান। বড় শট খেলার চেষ্টা চালাচ্ছেন রোহিত। চাইছেন কিউয়ি পেসারদের ওপর চাপ বজায় রাখতে, যাতে তাঁরা সেট না হতে পারেন
09 Mar 2025, 06:42 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২ ওভার শেষে ভারত ২২/০
উইলিয়াম রুরকির বোলিংয়ে দ্বিতীয় ওভার থেকে এল ১৩ রান। রোহিত শর্মা তৃতীয় বলে মিড উইকেটের দিকে চার মারেন। এরপর এক্সট্রা কভারের দিকে ওভারের শেষ বলে চার মারেন রোহিত শর্মা।
09 Mar 2025, 06:31 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- শুরু রান চেজ
বোলিং করছেন কাইল জেমিসন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই পুল শটে ছয় মারলেন রোহিত শর্মা। প্রথম ওভারে এল ৯ রান
09 Mar 2025, 06:03 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ভারতের টার্গেট ২৫২
একটা সময় দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ড হয়ত ২৫০ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু ডারিল মিচেলের ধৈর্যশীল ইনিংসের সঙ্গে মাইকেল ব্রেসওয়েলের অনবদ্য অর্ধশতরানে ভদ্রস্থ স্কোরে পৌঁছায় কিউয়িরা। এই রানকে পুঁজি করে নিউজিল্যান্ড অন্তত লড়াই ছুঁড়ে দিতেই পারবে ভারতের বিপক্ষে।
09 Mar 2025, 06:01 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৫০ ওভার শেষে নিউজিল্যান্ড ২৫১/৭
ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য টার্গেট ২৫২ রান। শেষ ওভারে মহম্মদ শামি বোলিং করলেন। দিলেন ১২ রান। এই ওভারে নিজের অর্ধশতরান পূরণ করলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকলেন।
09 Mar 2025, 05:54 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- বিরাটের থ্রোতে আউট স্যান্টনার! NZ ২৩৯/৭
ওভারের শেষ বলে মিড উইকেটের দিকে শট খেললেন মিচেল স্যান্টনার। ২ রান নেওয়ার চেষ্টা করলেন তিনি, যাতে শেষ ওভারে ব্রেসওয়েল স্ট্রাইক পান। কিন্তু বিরাটের থ্রোতে আউট হয়ে গেলেন স্যান্টনার। এই ওভারে হার্দিককে ছয় মারেন ব্রেসওয়েল।
09 Mar 2025, 05:48 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৮ ওভার শেষে নিউজিল্যান্ড ২২৮/৬
মহম্মদ শামির এই ওভার থেকে এল ১১ রান। পঞ্চম বলে শামিকে উইকেটের পিছনে চার মারলেন মাইকেল ব্রেসওয়েল। এবার বোলিংয়ে এসেছেন হার্দিক পাণ্ডিয়া।
09 Mar 2025, 05:43 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৭ ওভার শেষে নিউজিল্যান্ড ২১৬/৬
৪৭তম ওভারে বোলিং করলেন কুলদীপ যাদব। দিলেন মাত্র চার রান।
09 Mar 2025, 05:37 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- শামির বলে আউট মিচেল, NZ ৪৬ ওভারে ২১১/৬
মহম্মদ শামির ওভারের প্রথম বলে মিড উইকেটের দিকে চার মারার পর দ্বিতীয় বলে ২ রান নেন ডারিল মিচেল। এরপর তৃতীয় বলে ফাইন লেগে চার মারার পর চতুর্থ বলে আউট হলেন মিচেল। রোহিত শর্মার হাতে ধরা দিলেন। ১০১ বলে ৬৩ রানে আউট মিচেল।
09 Mar 2025, 05:32 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২০১/৫
এই ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। আর বাকি রয়েছে পাঁচ ওভার। এই ওভার থেকে এসেছে পাঁচ রান। শামি হয়ত তিন ওভার করবেন। বাকি ২ ওভার কারা করবেন, সেটাই দেখার। নিউজিল্যান্ড চাইবে এবার হিট করতে এবং ২৫০র কাছাকাছি পৌঁছাতে।
09 Mar 2025, 05:28 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১৯৬/৫
মহম্মদ শামির ওভার থেকে এল ১২ রান। মাইকেল ব্লেসওয়েল ওভারের পঞ্চম বলে ছয় মারলেন ডিপ মিড উইকেটের ওপর থেকে।
09 Mar 2025, 05:24 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৮৪/৫
৪৩তম ওভারে কুলদীপ যাদব দিলেন ৬ রান। চতুর্থ বলে একটি চার মারলেন মাইকেল ব্রেসওয়েল। ৬৫ বল পর অবশেষে বাউন্ডারি এল।
09 Mar 2025, 05:17 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- চোট পেয়েছেন বরুণ চক্রবর্তী
৪২তম ওভারে বোলিং করে এসেছিলেন বরুণ। সেখানেই তৃতীয় বলে ডারিল মিচেল সামনের দিকে শট খেলেন, যা গিয়ে লাগে বরুণের পায়ে। জোরেই লাগে বলটি, এরপরই ব্যথা পান তিনি। মাঠে ছুটে আসে ফিজিওরা। এরপর ৯১ বলে নিজের ৫০ রান পূর্ণ করলেন ডারিল মিচেল । ওভার থেকে এল ৩ রান।
09 Mar 2025, 05:13 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪১ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭৫/৫
৪১তম ওভারের দ্বিতীয় বলে মাইকেল ব্রেসওয়েল সিঙ্গল রান নিলেন। একটু হলেই রানআউট হয়ে যেতেন ব্রেসওয়েল, যদি জাদেজার থ্রো সরাসরি উইকেটে লাগত। এই ওভারে কুলদীপ দিলেন ৩ রান
09 Mar 2025, 05:11 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪০ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭২/৫
৩৯তম ওভারে আসেন কুলদীপ যাদব, করেন ৩ রান। এরপর ৪০তম ওভারে জাদেজা দেন মাত্র চার রান। অধিকাংশ ক্ষেত্রেই সিঙ্গল নেওয়ার চেষ্টা করছে কিউয়ি ব্যাটাররা
09 Mar 2025, 05:02 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- বরুণের ঘূর্ণিতে ক্লিন বোল্ড ফিলিপস, চাপে কিউয়িরা
এসেই ভারতকে উইকেট এনে দিলেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচে যখনই তাঁকে রোহিত শর্মা আনছেন, সেই স্পেলেই নজর কাড়ছেন তিনি। গ্লেপ ফিলিপসকে বোল্ড আউট করলেন তিনি। ওভারের পঞ্চম বলে দুরন্ত অফ স্পিনে আউট গ্লেন। তিনি সাজঘরে ফিরলেন ৫২ বলে ৩৪ রান করে।৩৮ ওভার শেষে স্কোর ১৬৫/৫
09 Mar 2025, 04:59 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৭ ওভার শেষে নিউজিল্যান্ড ১৬১/৪
৩৬তম ওভারের শেষ বলে শুভমন গিল একটি কঠিন ক্যাচ মিস করলেন গ্লেন ফিলিপসের। মিড উইকেটে ফিলিপস সেই বল মারেন, গিল ডাইভ দিলেও ক্যাচ নিতে পারেননি। পরের ওভারে অক্ষর প্যাটেল দিলেন পাঁচ রান। এই পার্টনারশিপ যদি দলগত ২০০র গণ্ডি টপকে দেয়, তাহলে ভারতের চাপ বাড়তে পারে।
09 Mar 2025, 04:52 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১৫৬/৪
হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন অক্ষর প্যাটেল, মাঠে এলেন ওয়াসিংটন সুন্দর। ৩৬তম ওভারে বোলিং করলেন রবীন্দ্র জাদেজা, দিলেন মাত্র ৩ রান
09 Mar 2025, 04:49 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৫৩/৪
৩৫তম ওভারে এল চার রান। চতুর্থ বলে মিডল উইকেটে মিচেলের ক্যাচ মিস করলেন রোহিত শর্মা। যদিও খুব কঠিন ক্যাচ ছিল। অনেকটা ওপরে ওঠা ক্যাচ হাত বাড়িয়ে চেষ্টা করলেও তা রোহিতের হাতে লেগে মিস হয়ে যায়। বলে জোরও ছিল।
09 Mar 2025, 04:46 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৯/৪
৩৩তম ওভারে বোলিং করলেন অক্ষর প্যাটেল দিলেন চার রান, এরপর রবীন্দ্র জাদেজা পরের ওভারে দিলেন মাত্র ২ রান।
09 Mar 2025, 04:41 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩২ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৩/৪
রবীন্দ্র জাদেজা এই ওভার থেকে দিলেন পাঁচ রান। ওভারের চতুর্থ বলে ডিপ স্কোয়ার লেগের দিকে চার মারলেন গ্লেন ফিলিপস। গিল চেষ্টা করলেও বাউন্ডারি আটকাতে পারেননি।
09 Mar 2025, 04:39 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩১ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৮/৪
অক্ষর প্যাটেলের এই ওভার থেকে এল ৩ রান। রানের গতি কমে গেছে, নেমে এসেছে চার প্রতি ওভারের কাছে। ডারিল মিচেল ধরে খেলার চেষ্টা করছেন। নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্যে পুরো ৫০ ওভার ব্যাটিং করা, যেটা গ্রুপ স্টেজের ম্যাচে করতে পারেনি কিউয়িরা ভারতের বিপক্ষে।
09 Mar 2025, 04:36 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩০ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৫/৪
কুলদীপ যাদব ২৯তম ওভার করেন, আসে পাঁচ রান। স্কোয়ার কাটে একটি চার মারেন গ্লেন ফিলিপস। এরপর ৩০তম ওভারটি করেন রবীন্দ্র জাদেজা। আসে চার রান।
09 Mar 2025, 04:30 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১২৬/৪
রবীন্দ্র জাদেজার ওভার থেকে এল ৩ রান। দ্রুত বোলিং করতে চাইছে ভারত, যাতে উইকেটে সময় না পান কিউয়ি ব্যাটাররা। সঙ্গে ছন্দ যাতে না ভাঙে ভারতের।
09 Mar 2025, 04:26 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৭ ওভার শেষে নিউজিল্যান্ড ১২৩/৪
২৭তম ওভারে বোলিং করলেন কুলদীপ যাদব। এই ওভারে এল ৭ রান। ওভারের শেষ বলে গ্লেন ফিলিপস একটি ছয় মারলেন।
09 Mar 2025, 04:23 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৬/৪
২৬তম ওভারে বোলিং করলেন রবীন্দ্র জাদেজা। দিলেন মাত্র ২ রান। আপাতত উইকেটে রয়েছেন গ্লেন ফিলিপস, কিন্তু তিনি আজ বড় রান করতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে। কারণ অন্যান্য সময় তিনি শুধু ম্যাচ ফিনিশ করেন পিঞ্চ হিটিং করে। এখানে তিনি তাঁর নিজের স্বাভাবিক খেলা খেলতে পারবেন না। ধীর গতিতে সেট হয়ে ইনিংস আগে বিল্ড করতে হবে তাঁকে। তাই টি২০ স্টাইল নয়, প্রপার ওডিআই ক্রিকেটার হলেই তিনি আজকের ম্যাচে রান পেতে পারেন।
09 Mar 2025, 04:21 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৪/৪
শেষ হল ২৫তম ওভার। চার উইকেটে কিউয়িদের স্কোর ১১৪। এখন চাপেই রয়েছে নিউজিল্যান্ড। ২৪তম ওভারে জাদেজা উইকেট নেওয়ার পর এল ৩ রান। পরের ওভারে বরুণ চক্রবর্তী দিলেন চার রান। স্পিনারদের দিয়ে ব্যাপক চাপ তৈরি করেছেন রোহিত শর্মা
09 Mar 2025, 04:13 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- জাদেজার ঘূর্ণিতে আউট লাথাম, NZ ১০৮/৪
২৪তম ওভারের দ্বিতীয় বলে লাথামকে LBW করলেন জাদেজা। ১৪ রান করে সাজঘরে লাথাম। রিভিউ নেন লাথাম, যদিও ব্যাটে বলে সংযোগ ছিল না। আর বলও উইকেটে লাগছিল, তাই আউট কিউয়ি উইকেটকিপার ব্যাটার
09 Mar 2025, 04:07 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২২ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৪/৩
বরুণ চক্রবর্তী ২১তম ওভারে বোলিং করেন, আসে মাত্র ১ রান। আর ২২তম ওভারে বোলিং করলেন রবীন্দ্র জাদেজা। এল ২ রান। চতুর্থ বলে টম লাথামের বিরুদ্ধে LBWর আপিল করে ভারত, কিন্তু আম্পায়ার আউট দেননি। এরপর রিভিউ নিলে দেখা যায় বল উইকেটের ওপর দিয়ে চলে যাচ্ছে।
09 Mar 2025, 03:59 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২০তম ওভারে ১০০ পেরোল নিউজিল্যান্ড
২০তম ওভার বোলিং করছেন রবীন্দ্র জাদেজা, ১০০ রানের গণ্ডি টপকালো নিউজিল্যান্ড। এই ওভার থেকে এল ২ রান
09 Mar 2025, 03:54 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- একটুর জন্য রান আউট থেকে বাঁচলেন মিচেল
১৮তম ওভারের চতুর্থ বলে একটুর জন্য রান আউট থেকে বাঁচলেন ডারিল মিচেল। রোহিত শর্মা ডাইরেক্ট হিট করেন বোলিং এন্ডে। কিন্তু কয়েক মূহূর্ত আগে তিনি ব্যাট ঢুকিয়েছেন ক্রিজে। এই ওভার থেকে এল পাঁচ রান। কিউয়িদের স্কোর ৯৫/৩
09 Mar 2025, 03:51 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৭ ওভার শেষে নিউজিল্যান্ড ৯০/৩
কুলদীপ যাদব করলেন ১৭তম ওভার। এল পাঁচ রান। কোনও ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড। কারণ এরপর যারা রয়েছেন ব্যাটিংয়ে তাঁরা প্রত্যেকেই অলরাউন্ডার
09 Mar 2025, 03:47 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৫/৩
টস হেরেও ভারতের ভালোই হয়েছে মনে হচ্ছে। কারণ প্রখর রোদে ভারতীয় স্পিনাররাই বেশি সুবিধা পাচ্ছে ড্রাই উইকেটে। ১৬তম ওভারে অক্ষর প্যাটেল দিলেন মাত্র ২ রান।
09 Mar 2025, 03:41 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৩/৩
Champions Trophy Final Ind vs NZ Live- ১৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৮১/৩
১৪তম ওভারের দ্বিতীয় বলে ডিপ স্কোয়ার লেগের দিকে সুইপ শটে চার মারলেন ডারিল মিচেল। নিজেদের ওপর থেকে চাপ কমানোর চেষ্টা। ওভার থেকে এল শুধু চার রানই
09 Mar 2025, 03:33 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- কুলদীপ ম্যাজিকে আউট উইলিয়ামসন
১৩তম ওভারে বোলিং করতে এসে ফের নজর কাড়লেন কুলদীপ যাদব। এবার আউট করলেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে। ১৪ বলে ১১ রান করে সাজঘরে কেন। এই প্রতিযোগিতায় এবারে তেমন ছন্দে না থাকলেও ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন তিনি। কট অ্যান্ড বোল্ড করলেন উইলিয়ামসনকে। ওভার থেকে এল মাত্র ২ রান
09 Mar 2025, 03:31 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১২ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৯/২
দ্বাদশ ওভারে বোলিং করলেন অক্ষর প্যাটেল, দিলেন মাত্র ২ রান।
09 Mar 2025, 03:23 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- কুলদীপের গুগলিতে আউট রবীন্দ্র, NZ ৭৩/২
প্রথম বলেই রাচিন রবীন্দ্রকে আউট করলেন কুলদীপ যাদব। ১১তম ওভারের প্রথম বলেই তিনি গুগলি করেন, তাতেই বোল্ড আউট হয়ে যান রবীন্দ্র। ব্যাকফুটে খেলতে গিয়ে আউট হলেন রাচিন। ২৯ বল ৩৭ রান করে সাজঘরে ফিরলেন রবীন্দ্র। এই ওভার থেকে এল ৫ রান।
09 Mar 2025, 03:22 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৯/১
দশম ওভারটি করলেন বরুণ চক্রবর্তী। এল ৫ রান। প্রথম বলেই রাচিন রবীন্দ্র বিট খেলেন। ফ্রন্টফুটে বরুণকে খেলার চেষ্টা করছেন কিউয়ি ব্যাটাররা LBW থেকে বাঁচতে।
09 Mar 2025, 03:18 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৯ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৪/১
মহম্মদ শামি নবম ওভারটি করলেন। এই ওভার থেকে এল ৬ রান। তৃতীয় বলে সুন্দর প্লেসিংয়ে কভারের দিকে বাউন্ডারি মারলেন কেন উইলিয়ামসন।
09 Mar 2025, 03:11 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আউট উইল ইয়ং, ধাক্কা দিলেন বরুণ চক্রবর্তী
উইল ইয়ংকে ১৫ রানে আউট করলেন বরুণ চক্রবর্তী। ওভারের চতুর্থ বলে LBW আউট করলেন বরুণ। ৮ ওভারে NZ ৫৮/১। এই ওভার থেকে এল ৭ রান। বরুণ কিন্তু প্রথম দুই ওভারেই বেশ চাপে রেখেছে কিউয়িদের। তবে বাকি বোলারদেরও সাপোর্ট করতে হবে তাঁকে।
09 Mar 2025, 03:10 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- পরপর ক্যাচ মিস রবীন্দ্রর
মহম্মদ শামি ক্যাচ মিস করার পর অষ্টম ওভার বোলিং করতে আসেন বরুণ চক্রবর্তী। সেখানে তাঁর প্রথম বলেই আম্পায়ার রবীন্দ্রকে কট বিহাইন্ড আউট দিলেও রিভিউ নেন কিউয়ি ওপেনার, তাতে দেখা যায় কোনও ব্যাট লাগেনি বলে। এরপর দ্বিতীয় বলে মিড উইকেটর দিকে বড় শট খেলার চেষ্টা করেন রাচিন, ওপরে ক্যাচ উঠে যায়। সেই কঠিন ক্যাচই মিস করলেন শ্রেয়স আইয়ার।
09 Mar 2025, 03:07 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ভয়ঙ্কর হচ্ছে নিউজিল্যান্ড, ৭ ওভারে ৫১/০
ওভারের তৃতীয় বলে মহম্মদ শামি ক্যাচ মিস করলেন রবীন্দ্রর। এরপর শেষ বলে চার মারেন রবীন্দ্র। ওভার থেকে আসে ৫ রান।
09 Mar 2025, 03:00 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৪৬/০
কিউয়িদের রানের গতি রুখতে আনা হল বরুণ চক্রবর্তীকে। তবে তাঁর ওভারের প্রথম বলেই ওয়াইডে বাউন্ডারি হয়ে গেল। ওভার থেকে এল ৯ রান।
09 Mar 2025, 02:55 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৭/০
ভয়ঙ্কর হয়ে উঠতে চেষ্টা করছেন সেমিফাইনালে শতরান করা নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র। মহম্মদ শামি পঞ্চম ওভার বোলিং করতে এলেন। মিড অনের দিকে দ্বিতীয় বলে চার মারলেন রবীন্দ্র। তৃতীয় বলটিও রবীন্দ্রর ব্যাটে লেগে আউটসাইড এজে চার হয়ে যায় থার্ড ম্যানের দিকে। ওভার থেকে আসে ১১ রান।
09 Mar 2025, 02:51 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ২৬/০
হার্দিক পাণ্ডিয়া চতুর্থ ওভার করতে এলেন, কিন্তু অনেকটা রান দিয়ে দিলেন। ১৬ রান তুলে নিল এই ওভারে নিউজিল্যান্ড। চতুর্থ বলে ডিপ মিড উইকেটের ওপর থেকে দুরন্ত সিক্স মারেন রাচিন রবীন্দ্র। এরপর পঞ্চম বলে পয়েন্টের পাশ থেকে চার মারেন রবীন্দ্র। শেষ বলে ডিপ স্কোয়ার লেগের দিক থেকে চার মারলেন রাচিন রবীন্দ্র।
09 Mar 2025, 02:45 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১০/০
মহম্মদ শামি তৃতীয় ওভার বোলিং করলেন। দিলেন ৪ রান। উইল ইয়ং ১০ বলে ৭ রান করেছেন, রাচিন রবীন্দ্র ৮ বলে ২ রান করেছেন
09 Mar 2025, 02:41 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২ ওভার শেষে নিউজিল্যান্ড ৬/০
হার্দিক পাণ্ডিয়া করলেন দ্বিতীয় ওভার, এল ২ রান। ১টি বল ওয়াইড হয় এবং পঞ্চম বলে রান নেন রাচিন রবীন্দ্র
09 Mar 2025, 02:36 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ১ ওভার শেষে নিউজিল্যান্ড ৪/০
মহম্মদ শামির প্রথম পাঁচ বলে রান তুলতে না পারলেও শেষ বলে পয়েন্টের দিকে শট খেলেন উইল ইয়ং, চার মারেন তিনি।
Champions Trophy Final Ind vs NZ Live- দলে কোনও পরিবর্তন নেই ভারতের
রোহিত শর্মা বললেন- আমরা এখানে আগে চেজও করেছি, আবার প্রথমে ব্যাটিংও করেছি। তাই টস হারলাম বা প্রথমে ফিল্ডিং করার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। আমাদের ভালো খেলতে হবে। নিউজিল্যান্ড ভালো দল সাম্প্রতিক সময়ের, ওরা আইসিসি প্রতিযোগিতায় ভালো খেলে। তাই আমাদেরও ভালো খেলতে হবে। আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি, শেষ ম্যাচের দলই এই ম্যাচে অপরিবর্তিত থাকছে
09 Mar 2025, 02:08 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- খেলতে পারলেন না ম্যাট হেনরি
নিউজিল্যান্ডের বড় ধাক্কা, চোটের জন্য খেলতে পারলেন না ম্যাট হেনরি। দলে এলেন নাথান স্মিথ। মিচেল স্যান্টনার বলছেন- আমরা যে পিচে ভারতের বিপক্ষে খেলেছিলাম, অনেকটা সেরকমই উইকেট লাগছে। আমরা রান তুলতে চাই, তারপর দেখতে চাই কি হয়। আমরা ভারতের খেলা দেখেছি, তাঁরা কীভাবে জিতেছে সেটাও দেখেছি। আমাদের দল আর ভারতীয় দল, দুই দলেরই ক্রিকেটাররা ভালো খেলেছে। তবে আমাদের দলে আজ দুর্ভাগ্যবশত ম্যাট হেনরি খেলতে পারছেন না চোটের জন্য, নাথান স্মিথ দলে এসেছেন।
09 Mar 2025, 02:05 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- টস জিতল নিউজিল্যান্ড
রোহিত শর্মা কয়েন ফ্লিপ করল, টস জিতল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মিচেল স্যান্টনার
09 Mar 2025, 01:58 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ম্যাট হেনরির ফিটনেস নিয়ে সংশয়
ফিটনেস টেস্ট দিচ্ছে কিউয়ি পেসার ম্যাট হেনরিকে। খুব একটা ভালো লাগছে না তাঁকে। বোলিংয়ের পর তিনি একবার করে কাঁধ নাড়াচ্ছেন। অর্থাৎ সামান্য হলেও সমস্যা হচ্ছে তাঁর বোলিংয়ে। কিউয়িদের জন্য তা দুঃসংবাদ হতে পারে
09 Mar 2025, 01:49 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ২৫ বছর পর বদলার ম্যাচ ভারতের
২০০০ সালে নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ম্যাচে শতরান করেন, অর্ধশতরান করেন সচিনও। তবে রান তাড়া করতে নেমে ক্রিস কেয়ার্নসের অপরাজিত শতরানে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। তাই রোহিত শর্মার ভারতের কাছে এই ম্যাচ বদলার।
09 Mar 2025, 01:41 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- টানা ৩ আইসিসি (সিমিত ওভাররের) ইভেন্টের ফাইনালে ভারত
শেষ ১৭ মাসে এই নিয়ে তৃতীয়বার আইসিসির সিমিত ওভারের ফরম্যাটের ইভেন্টের ফাইনালে খেলতে নামছে ভারত। ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের পর ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে টিম ইন্ডিয়া
09 Mar 2025, 01:35 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- ICC নকআউটে রানের শীর্ষে কোহলি
সবার ওপরেই রয়েছেন বিরাট কোহলি, তিনি আইসিসির সব ধরণের ফরম্যাটের নকআউটের ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত করেছে ১০২৩ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, তিনি সব ধরণের ফরম্যাটের আইসিসি নকআউট ইভেন্টে করেছেন ৮০৮ রান।আর তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, তিনি আইসিসির ইভেন্টের নকআউটে করেছেন ৭৩১ রান।
09 Mar 2025, 01:26 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- হেড টু হেডে এগিয়ে ভারত
শেষ ১০টি ম্যাচেও দাপট দেখিয়েছে রোহিত শর্মার দলই। নিউজিল্যান্ডের থেকে ওয়ানডেতে ৬-৪ ব্যবধানে শেষ দশ সাক্ষাৎে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে একটা কথা মাথায় রাখতে হবে, নিউজিল্যান্ড কিন্তু নিউট্রাল ভেনুতে ভারতের বিপক্ষে সাম্প্রতিককালে ভালোই খেলেছে। তবে এশিয়া মহাদেশে বা সাবকন্টিনেন্টের পরিবেশে ভারতই এগিয়ে রয়েছে। আইসিসি ইভেন্টে এই দুই দলের মধ্যে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। বিশ্বকাপে ১০টি ম্যাচ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ মিলিয়ে এই দুই দলই মুখোমুখি হয়েছে মোট ১২বার, আর দুই দলই জিতেছে ৬বার করে। বিশ্বকাপে ৫-৫, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১-১। তাই আইসিসি ইভেন্টের নিরিখে এই দুই দলের মধ্যে পার্থক্য টানা সম্ভব নয়।
09 Mar 2025, 01:18 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- দুবাইয়ের মাঠের পিচে তেমন ঘাস নেই
পিচে তেমন ঘাস নেই, এদিন সকাল থেকেই সূর্যের তাপ খুবই বেশি। অর্থাৎ গরম থাকায় উইকেটে ফাটল ধরবেই। তবে শুভমন গিল ম্যাচের আগের দিনই জানিয়েছেন গরমের জন্য উইকেটের চরিত্র তেমন বদল হবে না। তবে পেসারদের থেকে তেমন নজরকাড়া পারফরমেন্স নাও দেখা যেতে পারে।
09 Mar 2025, 01:07 PM IST
Champions Trophy Final Ind vs NZ Live- আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
Champions Trophy Final Ind vs NZ Live- ম্যাচের লাইভ ব্লগে আপনাদের স্বাগত