৫, ৬, ৭, ১০- পঞ্জাব কিংসের ইনিংসের শেষ চার ওভারে উঠল মাত্র ২৮ রান। রবিবার (২০ এপ্রিল) আইপিএলের ৩৭তম ম্যাচে বোলিংকে পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার এবং জোশ হেজেলউড। যা দেখে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী ইয়ান বিশপও। তিনি তো বলেই দিলেন, ‘ভুবি আর হেজেলউডের পুরো হল অফ ফেম বোলিং’।
ডেথ ওভারে ভুবি আর হেজেলউডের নজর কাড়া বোলিং
এদিন পঞ্জাবের ইনিংসের ১৭, ১৮ এবং ১৯তম ওভারে কোনও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিছু হয়নি। শুধু ২০তম ওভারের শেষ বলে হেজেলউডকে একটি ছক্কা হাঁকিয়েছিলেন মার্কো জানসেন। বাকি শুধু সিঙ্গেল, খুব বেশি ২ রান নিতে পেরেছেন শশাঙ্ক সিং এবং জানসেন। একের পর এক ইয়র্কার করে গিয়েছেন ভুবি এবং হেজেলউড। যার নিটফল, ডেথ ওভারে মাত্র ২৮ রানই করতে পারে পঞ্জাব কিংস। আর তাতে পঞ্জাবের স্কোর আটকে যায় মাত্র ৬ উইকেটে ১৫৭ রানে।
আরসিবি বোলারদের দাপটে কাঁপল পঞ্জাব
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। কিন্তু নিজেদের ঘরের মাঠেই চূড়ান্ত ব্যাটিং-বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল পঞ্জাব। ৬ ওভারে ৬০ রান তুলে ফেলা দলটিই ১৪ ওভারে করল মাত্র ৯৭ রান। আর ২০ ওভারে কোনও মতে ৬ উইকেটে ১৫৭ করে পঞ্জাব কিংস।
৪.২ ওভারে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং জুটি ৪২ রান করার পরেই প্রথম ধাক্কা খায় পঞ্জাব। প্রিয়াংশ এই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১৫ বলে ২২ রান করে আউট হন তিনি। প্রভসিমরন করেন ১৭ বলে ৩৩ রান। তবে এদিন ফের ব্যর্থ হন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারও (৬)। নেহাল ওয়াধেরাও (৫) এদিন একরাশ হতাশাকে সঙ্গী করে দ্রুত আউট হয়ে যান। ৭৬ রানে ৪ উইকেট হারানো পঞ্জাবের ইনিংসের হাল ধরেন জোশ ইংলিস এবং শশাঙ্ক সিং।
ইংলিস ১৭ বলে ২৯ রান করে সাজঘরে ফিরলে, মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে হাল ধরেছিলেন শশাঙ্ক। তাঁরা ৩৭ বলে কোনও মতে ৪৩ রানের পার্টনারশিপ করেন। যার জেরে ১৫০ রানের গণ্ডি টপকায় পঞ্জাব। শশাঙ্ক অপরাজিত থাকেন ৩৩ বলে ৩১ রানের মন্থর ইনিংস খেলে। মার্কো জানসেন ২০ বলে অপরাজিত ২৫ রান করেন।