Team India New Test Captain: রোহিত শর্মার পরে ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক কে? এই দৌড়ে সকলের আগে রয়েছেন শুভমন গিল। রোহিত শর্মা বুধবার সন্ধ্যায় দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের টেস্ট ক্যাপের একটি ছবি শেয়ার করে রোহিত লেখেন, ‘সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারা ছিল দারুণ সম্মানের। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারতের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট। রোহিতের অবসরের ফলে নেতৃত্ব বিভাগে একটি বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে। অতীতের চোট-আঘাতের কারণে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে না, যদিও তিনি এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির দুইটি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন … রোহিত শর্মার অবসরের পরে গৌতম গম্ভীরের তিন শব্দের প্রতিক্রিয়া! ভাইরাল হল পোস্ট
সূত্র জানিয়েছে, নির্বাচক কমিটি শুভমন গিলকে (২৫) নতুন অধিনায়ক হিসেবে বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচক প্রধান অজিত আগারকর ও বিসিসিআই কর্তাদের মধ্যে আলোচনার পর। নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্র এই ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে, তাই তরুণ একজন অধিনায়কের নেতৃত্বে দলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার দিকেই নজর রয়েছে।
তবে উল্লেখযোগ্য, বিদেশের মাটিতে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি গিল, কারণ তার সেরা টেস্ট পারফরম্যান্স এসেছে উপমহাদেশেই। বিদেশে তার সেরা সিরিজ ছিল অভিষেক সিরিজ, ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফি।
আরও পড়ুন … এখনও প্লেঅফের যোগ্যতা অর্জন করা সম্ভব… হাল ছাড়ছেন না KKR-এর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে
এক নির্বাচক সূত্র বলেছে, ‘আমরা এমন একজনকে চাই যে প্রতিটি ম্যাচ খেলতে পারে। শুভমন ইতিমধ্যেই আইপিএলে নেতৃত্ব দিচ্ছে এবং তার মস্তিষ্ক খুবই পরিণত। গুজরাট টাইটান্স ভালো করছে এবং শুভমন অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে সফল। ও ভবিষ্যতে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।’
শুভমন গিল এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন, করেছেন ১,৮৯৩ রান, গড় ৩৫.০৫। তাঁর ঝুলিতে রয়েছে ৫টি শতরান ও ৭টি অর্ধশতরান। তবে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তার পারফরম্যান্স হতাশাজনক ছিল। ৫ ইনিংসে করেছিলেন মাত্র ৯৩ রান।
আরও পড়ুন … দুরন্ত বোলিংয়ের পরেও শাস্তি! IPL-এর আচরণবিধি লঙ্ঘন, জরিমানার মুখে KKR-এর বরুণ চক্রবর্তী
রোহিতের টেস্ট বিদায়
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে খারাপ ফর্মের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত। নিউজিল্যান্ড (ঘরের মাঠে) ও অস্ট্রেলিয়া (বিদেশে)– এই দুটি সিরিজে ভারতের ব্যাক-টু-ব্যাক পরাজয় এসেছে তার নেতৃত্বে। এক সময় রোহিত বলেছিলেন, তিনি কোথাও যাচ্ছেন না এবং টেস্ট খেলবেন। কিন্তু ইংল্যান্ড সিরিজের এক মাস আগে তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন। রোহিত শর্মা ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন, করেছেন ৪,৩০১ রান, গড় ৪০.৫৭।