AFC Challenge League: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে তুর্কমেনিস্তানের ক্লাব আর্কাদাগের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম লেগের এই হাইভোল্টেজ ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব আর্কাদাগ এফসি। স্বাভাবিকভাবেই এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। তবে এরই মাঝে কিছুটা চাপে পড়েছে ইস্টবেঙ্গল।
আসলে, একটি রিপোর্টে দাবি করা হয়েছে, মাঠে নামার আগেই জরিমানার শিকার হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে যুবভারতীর গ্যালারিতে থাকা আইএসএলের বিজ্ঞাপন বোর্ড খুলে ফেলার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু তা না করে সেই বোর্ডে শুধুমাত্র কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছিল। এরপরে হাওয়া দিতেই বোর্ড থেকে সেই কালো কাপড়ের একটি অংশ উড়ে যায়। সেই সময় বোর্ডের পিছন থেকে সেই আইএসএলের বিজ্ঞাপন দেখা যায়। এটি সঙ্গে সঙ্গে ম্যাচ কমিশনারের চোখে পড়ে যায়। ফলে সঙ্গে সঙ্গেই ইস্টবেঙ্গলকে জরিমানা করা হয়। ফলে মাঠে খেলতে নামার আগেই কয়েক লক্ষ টাকার জরিমানার কবলে পড়ে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন … IND vs AUS: এ যেন রাহুলের পুনর্জন্ম! CT 2025-র সেমিতে ২০২৩-এর প্রতিশোধ নিয়ে গর্জে উঠলেন কেএল রাহুল
এই ঘটনার জেরে মাঠে নামার আগেই ইস্টবঙ্গলের টিম ম্যানেজমেন্ট কিছুটা হতাশ ছিল। এদিকে অস্কার ব্রুজন দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ ছন্দে ফিরেছে মশাল ব্রিগেড। একের পর এক শক্তিশালী ক্লাবকে পরাজিত করে অনায়াসেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যার ফলে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় কলকাতার মাটিতেই আয়োজিত হতে চলেছে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল, যা নিয়ে উন্মাদনায় মেতে উঠেছে লাল-হলুদ সমর্থকেরা।
আরও পড়ুন … ভিডিয়ো: এমনটা করার কি কোনও দরকার ছিল… মাঠেই বিরাট কোহলির উপর রেগে গেলেন কেএল রাহুল
কয়েকদিন আগেই শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় কলকাতার অন্যতম প্রধান ক্লাবটিকে। সেই হতাশা কাটিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স করাই ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য। দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ প্রসঙ্গে ইমামি কর্তা বিভাস বর্ধন আগরওয়াল বলেন, ‘আমরা সকলেই এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী। আশা করি, এএফসিতে দল এবছর ভালো পারফরম্যান্স করবে। তাছাড়া দলের ফুটবলাররা দারুণ ছন্দে রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য।’
আরও পড়ুন … ভিডিয়ো: আম্পায়ারকে প্রায় হাসপাতালে পাঠিয়ে দিচ্ছিলেন রোহিত! বেঁচে গিয়ে বড়-বড় করলেন চোখ-মুখ
তবে লড়াই যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে, আনোয়ার আলির মতো দক্ষ ডিফেন্ডারের অনুপস্থিতি দলের পারফরম্যান্সে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে কোচ অস্কার ব্রুজন কী পরিকল্পনা গ্রহণ করেন। তবে মাঠে নামার আগে এভাবে জরিমানার মুখে পড়ে কিছুটা চাপে পড়েগেল ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।