India vs England 2nd Test: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১০৬ রানে জিতেছে টিম ইন্ডিয়া। এই খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এই খেলায় প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট শিকার করেছিলেন বুমরাহ। তবে এই ম্যাচে বুমরাহ সকলের নজর কেড়েছেন অলি পোপকে আউট করার ডেলিভারি দিয়ে। যেভাবে ইয়র্কার বলে বুমরাহ ইংলিশ ব্যাটারকে আউট করেছিলেন তা এক কথায় অসাধারণ। তবে এখন প্রশ্ন উঠছে কীভাবে এত সঠিক ও এক আক্রমণাত্মক ইয়র্কার বোলিং করলেন তিনি? এই প্রশ্নর উত্তরে এবার মুখ খুলেছেন ভারতের সিনিয়র পেস বোলার। জসপ্রীত বুমরাহ বলেছেন যে তিনি টেলিভিশনে ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রম ও জাহির খানকে দেখে দেখে এমন ইয়র্কার শিখেছেন। তাদের বোলিংয়ের শিল্প দেখেই নাকি তিনি এমনটা শিখেছেন।
এই ম্যাচে জসপ্রীত বুমরাহর ৯ উইকেটের সুবাদে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় করেছে ভারত। অলি পোপের কাছে বুমরার ইয়র্কার ছিল এই টেস্ট ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট।
ইয়র্কার নিয়ে বুমরাহ বলেন, ‘ইয়র্কার ছিল আমার শেখা প্রথম ডেলিভারি। টেনিস বল নিয়ে খেলার সময় আমি এটা শিখেছি। আমি টেলিভিশনে ওয়াকার, ওয়াসিম ও জাহিরকে এটা করতে দেখেছি এবং সেখান থেকেই আমি এটা শিখেছি।’ তিনি আরও বলেন, ‘আমি সংখ্যার দিকে তাকাই না। আমি যখন ছোট ছিলাম, তখন আমি সংখ্যার দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন সেটা দেখি না। এটি অতিরিক্ত চাপ দেয়। গুরুত্বপূর্ণ বিষয় হল জেতা এবং আমরা এটা করতে পেরেছি এবং আমি তাতে খুশি।’
পেস বোলিং আক্রমণের অধিনায়ক হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে বুমরাহ বলেন, ‘অধিনায়ক নয়, কিন্তু আমি মনে করি যে আমি অনেক ক্রিকেট খেলেছি। আমার এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই এই মুহূর্তে আমার পাওয়া সমস্ত জ্ঞানটাকে ছোটদের সঙ্গে ভাগ করে নেওয়াটাই এখন আমার সব থেকে বড় কাজ।’
খেলার মাঝখানে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, সেই বিষয়েও মুখ খুলেছেন বুমরাহ, তিনি ব্যাখ্যা করে বলেছেন, ‘রোহিত আমাকে বড় হতে দেখেছে। তাই ম্যাচ চলাকালীন, কী করা উচিত বা কী করা উচিত নয়, সেই বিষয় নিয়ে আমাদের মধ্যে সব সময়ে আলোচনা চলে।’ এমন একটি পিচ, যেখানে স্পিনাররা লড়াই করছিলেন, সেখানে জেমস অ্যান্ডারসনের মতোই দলের জন্য দ্রুত বোলিংয়ের মাস্টারক্লাস প্রদর্শন করেছিলেন বুমরাহ।
তিনি বলেন, ‘আমি ফাস্ট বোলিংয়ের ভক্ত। আমি দ্রুত বোলিং দেখতে পছন্দ করি এবং আমার মনে হয় না যে আমার মোজা টানতে হবে। যদি কেউ ভালো করেন, তাহলে তাঁকে অভিনন্দন করুন। আমি পরিস্থিতির দিকে দেখি, উইকেটের দিকে তাকাই এবং ভাবি আমার বিকল্প কী রয়েছে? আমি কন্ডিশন দেখে খেলি। সেই কন্ডিশনে আমার কী করা উচিত, সেটাই করি থাকি।’