শুভব্রত মুখার্জি:- চলতি টি-২০ বিশ্বকাপ চলাকালীন সুখবর পেল ক্রিকেট স্কটল্যান্ডের ভক্তরা। দীর্ঘ এক দশকের বেশি সময় বাদে,প্রায় ১১ বছর বাদে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে স্কটল্যান্ড সফরে আসছে অস্ট্রেলিয়া দল। এখানে টি-২০ সিরিজ খেলবেন মিচেল মার্শরা।তিন ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল।শুক্রবার এই খবরটি নিশ্চিত করা হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের তরফে। তাদের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়ে দিয়েছে যে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সেপ্টেম্বর মাসেই স্কটল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া দল।
আরও পড়ুন-ওপেন করবেন বিরাটই, দলে কুলদীপ! শনিবার গ্রুপ স্টেজের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ভারতের সম্ভাব্য দল কেমন?
৪ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। শেষ হবে ৭ সেপ্টেম্বর। ৪ তারিখ প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচ খেলা হবে ৬ তারিখ।তারপরের দিনেই সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচ খেলা হবে ৭ সেপ্টেম্বর। এই ম্যাচ খেলেই দেশে ফিরবে অস্ট্রেলিয়া দল। ঘটনাচক্রে চলতি টি-২০ বিশ্বকাপে এক গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। এছাড়াও এই গ্রুপে রয়েছে ওমান এবং ইংল্যান্ড দল। অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড উভয় বোর্ডের তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টি-২০ সিরিজের সবকটি ম্যাচ খেলা হবে স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনবরাতে। এখানকার দ্য গ্রান্জে সিসিতে খেলা হবে ম্যাচ তিনটি।
আরও পড়ুন-বিশ্বকাপ থেকে বিদায়ের পর জ্বলে উঠলেন বোল্টরা, উগান্ডার বিরুদ্ধে ৯ উইকেটে জিতল কিউয়িরা
প্রসঙ্গত শেষবার ২০১৩ সালে স্কটল্যান্ড সফরে গিয়েছিল অজিরা। তারপর ১১ বছর বাদে ফের একবার স্কটল্যান্ড সফরে যাচ্ছে তারা। রিচি বেরিংটনরা এই এক দশকে তাদের ক্রিকেটে প্রভূত উন্নতি করেছে। বেশ কয়েকবার তারা টি-২০ বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করেছে।তাদের প্রথম একাদশের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিতভাবে কাউন্টি ক্রিকেটে খেলেন। ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এবার স্কটিশ দল ঘরের মাঠে অজিদেরকে বেশ বেগ দেবে বলেই আশা বিশেষজ্ঞদের। ২০১৩ সালে ওয়ানডে সিরিজে অজিরা হারিয়ে দিয়েছিল স্কটল্যান্ড দলকে। ২০১৫ সালে এই দুই দেশ শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দেশ। এরপর এই রবিবার চলতি টি-২০ বিশ্বকাপের ম্যাচে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন সামি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দেশ। অজিরা ইতিমধ্যেই সুপার-৮ পর্যায়ে চলে গিয়েছে। অন্যদিকে অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলে স্কটরাও চলে যাবে সুপার-৮ পর্যায়ে।
আরও পড়ুন-সুপার ৮-এ নামার আগে বড় ধাক্কা আফগানিস্তানের!সুবিধা হল ভারতের… ছিটকে গেলেন মুজিব উর রহমান
প্রসঙ্গত ২০১৩ সালে এই দুই দলের শেষ সিরিজেও স্কটল্যান্ডের হয়ে খেলেছিলেন তাদের বর্তমান অধিনায়ক রিচি বেরিংটন। তিনি এবারের সিরিজেও খেলবেন। নিজেকে সৌভাগ্যবান বলে দাবি করেছেন তিনি। রিচি বেরিংটন এবং অজি অধিনায়ক মিচেল মার্শ দুজনেই মুখিয়ে রয়েছেন এই সিরিজে একে অপরের মুখোমুখি হতে।