ভারতীয় দলের সফলতম অধিনায়ক কে? মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি না রোহিত শর্মা? এনিয়ে ক্রিকেটপ্রেমীদের নানা জনের নানা মত। কিন্তু কী ভাবছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল? সম্প্রতি প্রাক্তন RCB-র ক্রিকেটারের সামনে এই প্রশ্নই রাখা হয়েছিল। উত্তরে চমকে দিয়েছেন তিনি। ইউনিভার্স বসের অকপট স্বীকার, ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে বিরাট এবং রোহিত অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব যথাযথ পালন করেছেন বলেও জানিয়েছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে মোট ২০০টি ওডিআই ম্যাচ খেলে ভারত। যার মধ্যে ১১০টিতে জয়ী ও ৭৪টিতে পরাজিত হয় ভারত। ১৬টি ম্যাচ ড্র হয়। মাহির নেতৃত্বে ভারত ৩টি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে জয় লাভ করে। তাঁর অধীনে ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে টিম ইন্ডিয়া।
ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। তিনি ক্যাপ্টেন হিসেবে মোট ৩৩২টি ম্যাচ খেলেছেন। তাঁর অধীনে ভারত ১৭৮টি ম্যাচে জয় লাভ করেছে এবং ১১০টি ম্যাচে পরাজিত হয়েছে। IPL-এ মাহির পরিসংখ্যান চোখে পড়ার মতো। চেন্নাই সুপার কিংস তাঁর নেতৃত্বে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘ধোনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক। আসলে সে একটা নিদর্শন তৈরি করেছে বাকিদের জন্য। তবে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে’।
এরপর ক্রিস গেইল তাঁর ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন বোলারের মুখোমুখি হওয়ার বিষয় বলতে গিয়ে মজার উত্তর দেন। তিনি বলেন, ‘কঠিন বোলার? সে জন্মেছে? বেঁচে আছে? আমার জানা নেই। তবে সব বোলারই কঠিন। প্রত্যেকেই উইকেট নেওয়ার চেষ্টা করেন। তবে কিছু ভালো ফাস্ট বোলার এবং স্পিনারের বিরুদ্ধে খেলতে পারাটা মজার। কিন্তু ইউনিভার্স বস সবচেয়ে কঠিন’।
বর্তমানে এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস দলের হয়ে খেলছেন। সেখানেই খেলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তাঁর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারাটা সব সময় আনন্দ দেয় বলে জানিয়েছেন গেইল। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে খেলতে পারাটা খুবই মজার, বিশেষ করে শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারাটা’। দীর্ঘদিন পর ভারতের মাটিতে খেলতে পেরে বেশ খুশি ক্রিস গেইলও।