কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে বড় ধাক্কা খেলেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। সাম্প্রতিক সময় নোভাক জকোভিচের ত্রাস হয়ে উঠেছেন এই টেনিস তারকা, কিন্তু সেই তিনিই কিনা হেরে অনামি এক খেলোয়াড়ের কাছে। এবারই প্রথম দোহায় খেলতে এসেছিলেন কার্লোস আলকারাজ। আর সেখানেই তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন আলকারাজ।
কাতার ওপেনে অঘটন
বৃহস্পতিবার জিরি লেহেকার বিরুদ্ধে ৬-৩, ৩-৬, ৬-৪ ফলে হেরে গেলেন আলকারাজ। বিশ্বের ২৫তম টেনিস তারকা দ্বিতীয় সেটে হেরে গেছিলেন, কিন্তু এরপর তৃতীয় সেটে দুরন্ত কামব্যাক রচনা করে তিনি ফিরে আসেন এবং জিতে নেন ম্যাচ। শেষ সেটে পরপর চারটি গেমেই পয়েন্ট তুলে নেন লেহেকা। আর সেই সুবাদেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান আলকারাজ।
India vs Bangladesh- ICC ইভেন্টে এটাই প্রথম শতরান! তবে দুবাইয়ের পিচ নিয়ে কোন অশনি সংকেত দিলেন শুভমন?
লেহেকার প্রশংসায় আলকারাজ
ম্যাচ শেষে আলকারাজ বলছেন, ‘আমি জানিনা কোথাও আমার খামতি থেকে গেছিল কিনা। তবে ওকে আমি কৃতিত্ব দিতে চাইব, যখন আমি তৃতীয় সেটে এগিয়ে ছিলাম, তখনও ও হাল ছেড়ে দেয়নি। ও খুব ভালো ভাবেই খেলায় ফিরে এসেছে। আগ্রাসী খেলা খেলেছে, আর তেমন কোনও ভুলই করেনি, যার ফলে আমিও সেরকম সুযোগ পাইনি ’।
লেহেকা বললেন, এই জয় স্পেশাল
এই জয়ের ফলে সেমিফাইনাল ম্যাচে ব্রিটিশ টেনিস তারকা জ্যাক দ্র্যাপারের মুখোমুখি হবেন লেহেকা। আলকারাজকে হারিয়ে তিনি বললেন, ‘আমার খুব ভালো লাগছে। এমন একটা ম্যাচ পিছিয়ে পড়ার পরও জিতে নেওয়া, আর এরকম এক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। এটা আমার লাইফের একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে। আমি নিজের ওপর ভরসা রেখেছিলাম, আমি জানতাম এই ধরণের পারফরমেন্স করার দক্ষতা রয়েছে আমার মধ্যে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল, পিছিয়ে পড়ার পরেও আমি নিজের খেলায় ভরসা রেখেছিলাম, কখনই পিছিয়ে আসিনি ’।