শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এতটাই উৎসাহ উন্মাদনা রয়েছে এই বিশ্বকাপকে ঘিরে যে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শুক্রবার ফের একবার সেই উন্মাদনার ঝলক দেখা গেল। শুক্রবারেই শুরু হয় আসন্ন ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে এই টিকিট বিক্রি শুরু করে আইসিসির টিকিট পার্টনার। এতটাই ভিড় এসে পড়ে অনলাইন মাধ্যমে যে মুহূর্তে ভেঙে পড়ে টিকিটিং পার্টনারের সমস্ত মাধ্যম। কাজ করা বন্ধ করে দেয় তাদের ওয়েবসাইট। এমনকী তাদের অ্যাপের যে মাধ্যম সেটিও বসে যায় (কাজ করা বন্ধ হয়ে যায়)। প্রতি মুহূর্তে এতো লোক টিকিট কাটতে যে মাধ্যম ব্যবহার করতে পারে তা হয়ত আশাই করতে পারেনি মার্কেটিং পার্টনার। ফলে এই অবস্থা হয়েছে বলেই জানা যাচ্ছে।
এদিন নন-ইন্ডিয়া ম্যাচ অর্থাৎ যেসব ম্যাচে ভারত খেলছে না সেই সমস্ত ম্যাচের টিকিট অনলাইনে ছাড়া হয়। তাতেই ভেঙে পড়ে টিকিটিং পার্টনারের ওয়েবসাইট এবং অ্যাপ। প্রায় ৩০-৪০ মিনিট সব মাধ্যমগুলি কাজ করা বন্ধ করে দেয়। এদিন ওয়ার্ম আপ ম্যাচগুলিরও টিকিট বিক্রি হচ্ছিল। ভারতীয় সময় রাত ৮ টা পর্যন্ত বন্ধ থাকে এইভাবে টিকিট বিক্রি। তারপর ধীরে ধীরে চালু হয়। ক্রিকেট ভক্তদের তরফে বিস্তর অভিযোগ জানা গিয়েছে এই মাধ্যমগুলির বিষয়ে। ওয়েবসাইট এবং অ্যাপ চললেও তা চলেছে অত্যন্ত ধীরগতিতে।ফলে প্রথমদিনেই সব মিলিয়ে একেবারে জেরবার অবস্থা হয় আইসিসির টিকিটিং পার্টনারের।
৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওডিআই বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ড। ১৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান এই দুই দল। আর এই মেগা ইভেন্টের টিকিটের টিকিটিং পার্টনারের দায়িত্ব রয়েছে 'বুকমাইশো' নামক টিকিটিংয়ের ওয়েবসাইটটি।
দীর্ঘদিন বাদে সূচি ঘোষণা, ফের সূচিতে বদল একের পর এক নাটক নিয়ে স্বাভাবিকভাবেই বিব্রত ছিল গোটা বিশ্বের ক্রিকেট সমাজ। ৩১ আগস্ট থেকেই শুরু হচ্ছে ভারতীয় দলের ম্যাচ টিকিট বিক্রি। প্রথম দফায় চেন্নাই, দিল্লি এবং পুনেতে ভারতের যে ম্যাচ হবে তার টিকিট বিক্রি করা হবে ৩১ আগস্ট। ব্লকবাস্টার ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর থেকে।