আগামী আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার রুল থাকবে কিনা তারই পাশাপাশি একই ওভারে জোড়া বাউন্সারের নিয়ম নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএলকে আকর্ষনিয় করে তুলতে এবং বোলার-ব্যাটার উভয়দের সমান সুযোগ দিতে সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আসলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম যে ব্যাটারদের জন্য সেকথা বলাই বাহুল্য। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলার দলে আনা গেলেও ব্যাটিং সাইডই সাধারণত এর বেশি সুবিধা নিয়ে থাকে, হাত খুলে চালিয়ে খেলার বিষয়।
এমনিতেই পাটা পিচের জন্য বোলারদের নাভিশ্বাস অবস্থা, এই আবহে যদি এক ওভারে জোড়া বাউন্সারের নিয়ে আইপিএলে জারি রাখা যায় গতবারের মতো তাহলে অন্তত বোলাররাও লড়াইয়ের জমি পাবেন, মনে করেছে ক্রিকেট বিশেষজ্ঞরা। গত মরশুমে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় পরীক্ষামুলকভাবে চালু হওয়া এই নিয়ম বজায় রাখা হতে পারে আইপিএলেও। যদিও তাঁর আগে এই দুই নিয়ম নিয়েই রিভিউ বৈঠক করতে চলেছে বোর্ড।
আরও পড়ুন-ভিডিয়ো- লোপ্পা ক্যাচ মিস শাকিলের!অবাক অধিনায়ক মাসুদ! মুখে হাত দিয়ে হেসে ফেললেন আম্পায়ারও…
আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ওভারে মাত্র একটি বাউন্সারই করা যায়। সেই নিয়ে রাজ্য সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘আমরা যেটুকু খবর পাচ্ছি তাতে ইমপ্যাক্ট প্লেয়ার রুল এবং দুটি বাউন্সারের নিয়ম নিয়ে আলোচনা হবে বোর্ডে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’ সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে এই নিয়ম জারি থাকলে সেক্ষেত্রে আইপিএলেও তা থাকতে পারে। তিন সপ্তাহ কেটে গেছে ঘরোয়া ক্রিকেটের আগামী বছরের সুচি এবং রোডম্যাপ নিয়ে বোর্ডের তরফে নির্দেশিকা দেওয়া হলেও, রাজ্য সংস্থাগুলো এখনও এই দুই নিয়ম নিয়ে অন্ধকারেই রয়েছে।উল্লেখ্য নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতা।
আরও পড়ুন-৫ বলে ৩ উইকেট! শাহিনের অনুপস্থিতিতে কোনঠাসা পাকিস্তানকে অক্সিজেন দিলেন শেহজাদ!
সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যু নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা তথা আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর জাহির খান। এই নিয়মের পক্ষেই সওয়াল করেছেন জাহির। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বয়ং এই নিয়মের বিরোধিতা করলেও জাহির খান কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ইতিবাচক দিক নিয়েই বেশি আলোচনা করার পক্ষপাতি।
আরও পড়ুন-পিছিয়ে ৩৫৪৪ রানে! সচিনের রেকর্ড ভাঙতে পারবেন? ECB-র প্রশ্নের মুখে কি উত্তর দিলেন রুট?
জাহির খানের কথায়, ‘আমি জানি ইমপ্যাক্ট সাব নিয়ম নিয়ে অনেক বিতর্ক হচ্ছে তবে আমি এই নিয়মের পক্ষে। কারণ এই নিয়মের মাধ্যমে অনেক আন ক্যাপড ভারতীয় ক্রিকেটাররা সুযোগ পায়। তার প্রতিফলন তোমরা দেখতে পাবে আইপিএলের নিলামে যখন অনেক দলই তাঁদের নিতে চাইবে। অলরাউন্ডারদের নিয়ে আমি একটা কথা বলতে পারি, এই মূহূর্তে আধা অলরাউন্ডারের কোনও জায়গা নেই। যদি সত্যিকারের অলরাউন্ডার হয় কেউ, তাহলে তাঁকে কেউ আটকাতে পারবে না। ব্যাটে বলে তুমি যদি পারফরমেন্স দেখাতে পারো তাহলে তোমার দর সব সময়ই চড়া থাকবে’।