টি-২০ ক্রিকেটে সুপার ওভার মানেই বাড়তি উত্তেজনা। তবে শুক্রবার হংকং বনাম বাহরিন ম্যাচে যে রকম সুপার ওভার চোখে পড়ে, তেমনটা নিশ্চিতভাবেই দেখতে চাইবেন না ক্রিকেটপ্রেমীরা। আসলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সুপার ওভারে সব থেকে কম রান তোলার বিশ্বরেকর্ড গড়ে ফেলে বাহরিন।
শুক্রবার কুয়ালা লামপুরের বেউমাস ওভালে মালয়েশিয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে সম্মুখসমরে নামে হংকং ও বাহরিন। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হংকং। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে শাহিদ ওয়াসিফ দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান করে রান-আউট হন। ২৫ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। ১০ বলে ২৯ রান করেন জীশান আলি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২৩ বলে ১৯ রান করেন ক্যাপ্টেন ইয়াসিম মুর্তাজা। অংশী রথ ১৫, বাবর হায়াত ১১, নিজাকত খান ৮ ও নাসরুল্লা রানা ১৪ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- 6,6,6,6,6,6: কোচের কথায় ছয় বলে ৬ ছক্কা, LSG শিবিরে যুবরাজকে মনে করালেন বাদোনি- ভিডিয়ো
বাহরিনের হয়ে ২টি উইকেট নেন রিজওয়ান বাট। ১টি করে উইকেট নেন আলি দাউদ, ইমরান আনোয়ার ও আবদুল মজিদ। উইকেট পাননি ইমরান খান ও আসিফ আলি।
পালটা ব্যাট করতে নমে বাহরিনও ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে যায়। ম্যাচ টাই হয়ে যাওয়ায় নিষ্পত্তির জন্য লড়াই গড়ায় সুপার ওভারে। প্রশান্ত কুরুপ ৩১, আহমের বিন নাসির ৩৬, ইমরান আনোয়ার ১৮, সোহেল আহমেদ ১৫ ও ফৈয়জ আহমেদ ১০ রান করেন।
হংকংয়ের হয়ে ৩টি উইকেট নেন ইয়াসিম মুর্তাজা। ১টি করে উইকেট সংগ্রহ করেন আয়ুষ শুক্লা, আতিক ইকবাল, এহসান খান, আনাস খান ও নাসরুল্লা রানা।
সুপার ওভারে শূন্য রান
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে বাহরিন। তারা ৩ বলে খেলে কোনও রান সংগ্রহ না করেই ২টি উইকেট হারিয়ে বসে। ২টি উইকেট পড়ে যাওয়ায় বাহরিন সুপার ওভারের শেষ ৩টি বলে আর ব্যাট করার সুযোগ পায়নি। অর্থাৎ, সুপার ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি বাহরিন। শূন্যর থেকে কম রান যেহেতু সংগ্রহ করা কোনওভাবেই সম্ভব নয়, তাই বাহরিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানের বিশ্বরেকর্ড গড়ে বলা চলে।