শুভব্রত মুখার্জি: ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আগেই ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া দল। ইতিমধ্যেই সিরিজে তারা ২-০ ফলে পিছিয়ে পড়েছে। দুটি ম্যাচেই অজিদের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। বিশেষ করে ইন্দোরে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচেই ভারতের হয়ে জোড়া শতরান করেন শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার। ম্যাচ শেষে ভারতের হয়ে শতরানকারী শ্রেয়স আইয়ার জানালেন এই ওয়ানডে সিরিজকে নাকি অজিরা তাদের অনুশীলন ম্যাচ হিসেবেই দেখছে! এমন অদ্ভুত দাবিই করেছেন তিনি। তাঁর মতে অজিদের এই সিরিজে খারাপ পারফরম্যান্সের পিছনে অন্যতম কারণ এটি।
২৮ বছর বয়সি ডানহাতি ভারতীয় ব্যাটার জানিয়েছেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া দল কেমন। তারা কতটা শক্তিশালী। কতটা ভালো ক্রিকেট তারা খেলতে সক্ষম। যেভাবে ওরা কোন বড় টু্র্নামেন্টের আগে পরিকল্পনা করে সেটা দেখে আমি নিশ্চিত যে এই সিরিজটাকে ওঁরা অনুশীলন সিরিজ হিসেবে নিয়েই খেলছে। বিশ্বকাপে যাওয়ার আগে তারা একটা মোমেন্টাম তৈরি করতে চায়। আর সেই কারণেই এই সিরিজে তারা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলেই আমার মত। পাশাপাশি একাধিক ক্রিকেটারকে তারা সুযোগ দিচ্ছে। তাদেরকে সুযোগ করে দিচ্ছে ভারতের পরিবেশ পরিস্থিতি কেমন তা দেখে নেওয়ার জন্য। যাতে তারা সহজে মানিয়ে নিতে পারে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘পাশাপাশি কিন্তু অজিরা যথেষ্ট চ্যালেঞ্জিং ক্রিকেট খেলছে। তাই আমি নিশ্চিত ভারতের বিরুদ্ধে ভবিষ্যতের ম্যাচ নিয়ে ওঁরা ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে। আমি বা বাকি ব্যাটাররা যখন ব্যাট করতে আসার আগেই ওরা আমাদেরকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করে ফেলছে। তাই দল হিসেবে আমি কখনোই অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেব না। যে কোন সময়ে ওরা আমাদেরকে হারিয়ে দিতে পারে। ওদের বিরুদ্ধে খেলার মজাটাই আলাদা। কারণ দল হিসেবে সবসময় ওঁরা খুব মোটিভেটেড দল। আশপাশের পরিবেশকে ও যেন চাগিয়ে তোলার ক্ষমতা রাখে ওরা।’ প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত একটি শতরান হাঁকিয়েছেন শ্রেয়স আইয়ার। মাত্র ৯০ বলে ১০৫ রানের একটি আক্রমণাত্মক ঝকঝকে ইনিংস খেলেন তিনি।