নেপাল ম্যাচে রোহিতরা
(AFP)বিশ্বকাপের ১৫ ঠিক হয়ে গিয়েছিল, এশিয়া কাপ ফ্যাক্টর নয়, সাফ কথা রোহিতের
Updated: 05 Sep 2023, 11:38 AM ISTদল নিয়ে তেমন কোনও সাসপেন্স নেই, কার্যত বলেই দিলেন অধিনায়ক
এশিয়া কাপ ২০২৩: ১৯৮৪ সাল থেকে এশিয়া কাপ শুরু হয়েছে। এবার ১৬ তম সংস্করণ। সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়া কাপের যাবতীয় তথ্য, টাটকা খবর, বিশ্লেষণ পড়তে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
">নেপাল ম্যাচে রোহিতরা
(AFP)দল নিয়ে তেমন কোনও সাসপেন্স নেই, কার্যত বলেই দিলেন অধিনায়ক
১০ উইকেটে ম্যাচ জয়ের পরে রোহিত শর্মা ও শুভমন গিল (ছবি-এপি)
এশিয়া কাপে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা লড়াই। ছবি- স্টার স্পোর্টস টুইটার।
নেপালের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট থেকে এল রেকর্ড ছক্কা! (ছবি-এএফপি)
ম্যাচ জিতলেও খুশি নন রোহিত শর্মা (ছবি-এপি)
মধ্যমা দেখানোর সাফাই দিলেন গৌতম গম্ভীর।
ক্যাচ ধরার নতুন নজির কোহলির। ছবি- এএফপি।
খারাপ ভাবে তিনটে ক্যাট ফেলেছে ভারত।
শাহিন শাহ আফ্রিদি।
মহম্মদ শামি ও বিরাট কোহলি। ছবি- পিটিআই
(PTI)হিট উইকেট মুজিব। ছবি- টুইটার।
এশিয়া কাপে ভারত বনাম নেপাল লড়াই। ছবি- হটস্টার।
মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ছবি- এএফপি।
জসপ্রীত বুমারহ।
এমার্জিং এশিয়া কাপে নেপালকে হারায় ভারতীয়-এ দল। ছবি- এসিসি।