
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একটা নয়, দু'দুটো সুপার ওভার হয়েছে ভারত-আফগানিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। সেই জোড়া ওভারের সুবাদে যেমন একদিকে গুরুত্বহীন ম্যাচের উত্তেজনা বেড়ে যায়, তেমনই হাসির খোরাক পেয়ে যায় নেটপাড়া। সুপার ওভারের মধ্যেই শুরু হয়ে যায় হাসাহাসি। বিশেষত দুটি সুপার ওভারের সঙ্গে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির যোগসূত্র টেনে আনা হয়। যিনি ভারতের আর্থিক উন্নয়নের জন্য সম্প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দেন। সেজন্য একটি অংশের তুমুল সমালোচনার মুখেও পড়েন। আর সেই পরামর্শের রেশ ধরে নেটিজেনদের একাংশ বলতে শুরু করেন যে ইনফোসিস প্রতিষ্ঠাতার মন জিততে 'তথ্যপ্রযুক্তি হাব' বেঙ্গালুরুতে ‘ওভারটাইম’ করছে (দুটি সুপার ওভারে খেলছে) ভারত এবং আফগানিস্তান।
স্ট্যান্ড-অ্যাপ কমেডিয়ান শ্রীধর ভি বলেন, 'মিস্টার নারায়ণ মূর্তির মন জিততে বেঙ্গালুরুতে ওভারটাইম করছে ভারত এবং আফগানিস্তান।' অপর এক নেটিজেন আবার ইনফোসিস প্রতিষ্ঠাতার হাসিমুখের ছবি পোস্ট করে লেখেন, 'উনি খুশি হয়েছেন।' অনেকেই সেইসব টুইটের রিপ্লাইয়ে হাসিতে ফেটে পড়েন। তেমনই একজন বলেন, ‘ব্যাপারটা আরও জমে গিয়েছে, কারণ ম্যাচটা বেঙ্গালুরুতে হচ্ছে।’ অপর একজন আবার বলেন, ‘বোনাস নেওয়ার জন্য যাচ্ছেন রোহিত শর্মা।’
তবে শুধু সেটাই নয়, নির্ধারিত সময়ের পরও ম্যাচ চলায় অনেকেই মজাদার টুইট করতে থাকেন। ৪০ ওভারের খেলার পর দু'দলের স্কোর এক থাকায় এবং সুপার ওভারে টাই হওয়ায় নির্ধারিত সময়ের অনেকটাই পরে ম্যাচ শেষ হয়। আর সেই বিষয়টি নিয়ে এক নেটিজেন রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ সিনেমার ছোটবেলা এবং প্রবীণ বয়সের ছবি শেয়ার করেন। সঙ্গে লেখেন, ‘প্রথম ছবি (ছোটবেলার ছবি)- ম্যাচ শুরু হওয়ার সময়। দ্বিতীয় ছবি (প্রবীণ)- ম্যাচ শেষ হওয়ার সময়।’
আরও পড়ুন: IND vs AFG: ‘পুরো অশ্বিনের মতো ভাবল’, রোহিতের সুপার ওভারে রিটায়ার করার প্রশংসায় মুখর দ্রাবিড়
শুধু নেটিজেনরাই নন, দুটি সুপার ওভার হওয়ায় মজা করতে থাকেন ধারাভাষ্যকাররাও। ভারত-আফগানিস্তান সিরিজের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মজা করে বলতে থাকেন যে পুরো আইপিএলে সুপার ওভারের আশায় বসেছিলেন পার্থিব প্যাটেল। বেঙ্গালুরুতে দু'বার সুপার ওভার হয়ে গেল। এবার তাহলে কি তিন নম্বর সুপার ওভার চাইছেন পার্থিব? জবাবে ভারতের প্রাক্তন উইকেটকিপার বলেন যে ‘আর সুপার ওভার চাই না বাবা। এবার তো বাড়ি ফিরতে হবে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports