স্বাস্থ্যসাথী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল হুগলি জেলা প্রশাসন। ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৫ জুন বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে হুগলি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন।
শূন্যপদের নাম : জেলা সমন্বয়কারী (ডিস্ট্রিক্ট কো-অর্জিনেটর)।
শূন্যপদ সংখ্যা : ১।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর (তথ্যপ্রযুক্তি বা আইটি)।
কাম্য যোগ্যতা : বিজনেস ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর বা পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা।
বয়স : ১৮-৪০ বছর।
বেতন : মাসিক বেতন ২৮,৬৬২ টাকা।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের। ২৫ নম্বরের হবে কম্পিউটার টেস্ট এবং পাঁচ নম্বর থাকবে ইন্টারভিউযের জন্য।
কীভাবে আবেদন করবেন?
১) হুগলি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে () যান।
২) 'Notice Board' ট্যাবে 'Recruitment'-তে ক্লিক করুন।
৩) তারপর ‘Hooghly Online Recruitment (Health Section)’ খুলে যাবে। ‘Click Here To Apply’-তে ক্লিক করুন।
৪) নয়া একটি পেজ খুলে যাবে।
৫) সেখানে ‘Part-1 Registration’-এ ক্লিক করুন। তাতে একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রার করুন।
৬) তারপর ‘Acknowledgement Slip of Registration’ পাওয়া যাবে। তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
৭) -তে ফিরে আসুন।
৮) ‘Part -2 Registration / Download Acknowledgement’-এ ক্লিক করুন।
৯) প্রথমে ‘Essential Qualification’-এ তথ্য দিন। যদি আগে কোথাও কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে সেটা যোগ করুন।
১০) তারপর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
১১) ফর্ম সাবমিট করে দিন।