ঘোষণা করা হল ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে সেই লিঙ্ক চালু হয়েছে।শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়, চলতি বছর মোট ৪৮,৯৯৪ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল। যেখানে ছেলেদের সংখ্যা ছিল ২২,৮৩৬, সেখানে ২৬,১৫৮ জন ছাত্রী মাধ্যমিক দিয়েছিল।আপডেট : ১) এ বছর মাধ্যমিকে পাসের হার ৬৯.৪৯ শতাংশ।২) প্রথম হয়েছে আগরতলার নেতাজির সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।৩) দ্বিতীয় হয়েছে আগরতলার শংকরাচার্য বিদ্যায়তন গার্লস স্কুলের মেঘা শর্মা। সে পেয়েছেন ৪৮৭। দ্বিতীয় স্থানে রয়েছে আরও দু'জন - রেশম বাগান হাইস্কুলের ত্রিশস্রী দেওয়ান এবং আগরতলার শিশু বিহার হাইস্কুলের অভিরাজ পাল।৪) মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চারজন। তারা হল - গোমতী জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম হাইস্কুলের অলড্রিন রায় এবং অমরপুর ইংলিশ মিডিয়াম হাইস্কুলের যশরাজ দাস। এছাড়াও আগরতলার শিশু বিহার হাইস্কুলের দেবদ্রিতা পাল এবং ও আগরতলার শংকরাচার্য বিদ্যায়তন গার্লস স্কুলের মেধা শর্মা তৃতীয় হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৩।৪) মেধা তালিকার প্রথম দশে রয়েছে মোট ২৪ জুন পড়ুয়া।৫) পুর্নমূল্যায়নের আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৮ জুলাই। পড়ুয়াদের নিজেদের স্কুলেই সেই আবেদন করতে হবে। ৬) পরীক্ষার ফলাফল দেখার লিঙ্ক চালু করা হয়েছে। রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।